গাজীপুরে গত ৭ আগস্ট রাত সাড়ে আটটার দিকে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।
এরই প্রেক্ষিতে, ‘এনসিপি নিয়ন্ত্রিত কিশোর গ্যাং এর চিনতাই এর নিউজ করায় সাংবাদিক খুন’ শিরোনামে দৈনিক আমার দেশ – এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এনসিপি নিয়ন্ত্রিত কিশোর গ্যাং এর চিনতাই এর নিউজ করায় সাংবাদিক খুন’ দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, প্রযুক্তির সাহায্যে দৈনিক আমার দেশ -এর ফটোর্কার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক আমার দেশ এর লোগো রয়েছে। কিন্তু, এটি প্রকাশের তারিখ উল্লেখ নেই।
পরবর্তীতে, দৈনিক আমার দেশ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, আমার দেশ এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে ফটোকার্ডটিতে কিছু অসামঞ্জস্যতা দেখা যায়। যেমন – এক. ‘কিশোর গ্যাং এর’ পরিবর্তে ফটোকার্ডটিতে ‘কিশোর গ্যাংয়ের’ লেখা থাকার কথা। দুই. ‘চিনতাই’ না লিখে সঠিক বানান ‘ছিনতাই’ হবে। এছাড়াও, আমার দেশ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ও বাক্য গঠনে ভিন্নতা পরিলক্ষিত হয়।

সুতরাং, ‘এনসিপি নিয়ন্ত্রিত কিশোর গ্যাং এর চিনতাই এর নিউজ করায় সাংবাদিক খুন’ শিরোনামে দৈনিক আমার দেশ -এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis