সম্প্রতি, “যুদ্ধ শুরু হল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেনের উপর হামলা শুরু করলো রাশিয়া।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে এবং এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার নয় বরং এটি রাশিয়ার বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২০২০ সালে অনুষ্ঠিত একটি এয়ার শো রিহার্সেলের ভিডিওচিত্র।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘GoON’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৫ মে “Репетиция парада 04.05.2020. Воздушная часть. Пролет самолетов над Тушино” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূল ভিডিওটির ৩:১৯ সেকেন্ড সময়কাল থেকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ওপর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির রাশিয়ান ভাষার শিরোনাম ইংরেজিতে অনুবাদ করলে এর অর্থ হয় ‘Parade rehearsal 05/04/2020. Air part. Flight of aircraft over Tushino’। অর্থাৎ ভিডিওটি ২০২০ সালের ৫ মে Tushino নামের রাশিয়ার একটি গ্রামে প্যারেড রিহার্সেলের সময় ধারণ করা। ভিডিওটির বিবরণেও লেখা রয়েছে, তুশিনোর উপর দিয়ে বিমানের ফ্লাইট। প্যারেড রিহার্সাল, ৯ মে ২০২০। (অনুবাদিত)
এছাড়াও রাশিয়ান ভিডিও নিউজ এজেন্সি ‘Ruptly” তে ২০২০ সালের ৯ মে ‘Russia: Air parade marks 75th anniversary of Victory Day in Moscow’ শিরোনামে প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের স্মরণে ৯ মে রাশিয়ার বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে একটি এয়ার শো রিহার্সালের ভিডিওই সাম্প্রতিক সময়ে রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার হলেও রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার বিষয়টি সত্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বড় আকারের সামরিক হামলা শুরু করেছে রাশিয়া। সারা দেশে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে এবং রাশিয়ার সেনারা সব দিক থেকে ইউক্রেনে প্রবেশ করছে। গতকাল পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী কিয়েভের কাছে ব্রোভারিতে একটি বিমান হামলায় ইতিমধ্যে ছয়জন সহ প্রায় ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং প্রধান পূর্বাঞ্চলীয় শহর খারকিভের বাইরে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা জানিয়েছেন তাদের ৪০ জনেরও বেশি সেনা মারা গেছে এবং আরো অনেকে আহত হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার ইউক্রেন হামলায় সর্বমোট ১৩৭ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সুতরাং, রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে এয়ার শো রিহার্সালের একটি ভিডিওকে রাশিয়া-ইউক্রেন সংঘাতকালে রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: যুদ্ধ শুরু হল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেনের উপর হামলা শুরু করলো রাশিয়া
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
1. GoON YouTube: https://youtu.be/rR8R4epmS3Q
2. Ruptly YouTube: https://youtu.be/wX3hVxAgkkY
3. BBC: https://www.bbc.com/news/world-europe-60504334
4. Guardian News YouTube: https://www.youtube.com/watch?v=Q5acQUXxhw0