সম্প্রতি, “সত্যিকারের নেতা কখনো জাতিকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে পালিয়ে যায়না। সবাই যখন নিরবে তখন নিজেই যুদ্ধের পথে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি নিজেই সামরিক পোশাক পড়ে রাশিয়ান সেনাদের প্রতিরোধে মাঠে নেমেছেন। গ্রেট লিডার।” শীর্ষক শিরোনামে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক পোশাক পরিহিত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক পোশাক পরে রাশিয়ান সেনাদের প্রতিরোধে মাঠে নামার দাবিটি সত্য নয় বরং উক্ত তথ্যের সাথে সংযুক্ত সামরিক পোশাক পরিহিত ইউক্রেন প্রেসিডেন্টের ছবিগুলো পুরোনো ও ভিন্ন ঘটনার।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিশিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের ৬ ডিসেম্বরে “On the Day of the Armed Forces of Ukraine, the Head of State visited the frontline positions of the Ukrainian military in Donbas” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
এছাড়া, স্টক ফোটো ওয়েবসাইট Getty Images – এ ২০২১ সালের ০৬ ডিসেম্বরে “Ukrainian President Volodymyr Zelensky visits Donbass” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর অফিশিয়াল ওয়েবসাইটের সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডোনেটস্ক অঞ্চলে সফরের সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যৌথ বাহিনীর অপারেশন এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর প্রথম সারির অবস্থান পরিদর্শন করেছেন এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দিবসে সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপ্রধান তাদের সাথে কথা বলেন এবং উপহার দেন।
মূলত, ২০২১ সালের ৬ ডিসেম্বরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিবসে ডোনেটস্ক অঞ্চলে সফরের সময় সামরিক পোশাক পরিহিত ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তোলা কিছু ছবি সাম্প্রতিক সময়ে ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই সামরিক পোশাক পরে রাশিয়ান সেনাদের প্রতিরোধে মাঠে নেমেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: থ্রিডি অ্যানিমেশন ভিডিওকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও দাবিতে প্রচার
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার সংঘাত ইতিমধ্যেই রক্তক্ষয়ী রূপ ধারণ করেছে। যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানানের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলা থামাতে ইউক্রেনের পাশে দাঁড়াতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
সুতরাং, ২০২১ সালে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিবসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক পোশাক পরিহিত পুরোনো ছবিই সাম্প্রতিক সময়ে ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই সামরিক পোশাক পরে রাশিয়ান সেনাদের প্রতিরোধে মাঠে নেমেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: সত্যিকারের নেতা কখনো জাতিকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে পালিয়ে যায়না। সবাই যখন নিরবে তখন নিজেই যুদ্ধের পথে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি নিজেই সামরিক পোশাক পড়ে রাশিয়ান সেনাদের প্রতিরোধে মাঠে নেমেছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Ukraine President Website: https://www.president.gov.ua/en/news/u-den-zbrojnih-sil-ukrayini-glava-derzhavi-vidvidav-peredovi-71885 | Archive: https://web.archive.org/web/20220224071015/https://www.president.gov.ua/en/news/u-den-zbrojnih-sil-ukrayini-glava-derzhavi-vidvidav-peredovi-71885
- Getty Images: https://www.gettyimages.com/detail/news-photo/ukrainian-president-volodymyr-zelensky-visits-the-front-news-photo/1237056843
- Aljazeera: https://www.aljazeera.com/news/2022/2/25/we-are-defending-our-state-alone-says-ukraines-president