সম্প্রতি, “ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানোর তথ্যটি সত্য নয় বরং ইউক্রেন-রাশিয়া সংঘাতে কোনো দেশের পক্ষ নেয়নি বাংলাদেশ।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানের মাধ্যমে, হুজাইফা- তুল খায়ের নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৮.০১ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি বিটিভি কে সূত্র দেখিয়ে ‘ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার’ শীর্ষক তথ্যটি প্রচার করেছেন।
পরবর্তীতে ‘AS IF‘ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পরের দিন সকাল ১১.১৫ মিনিটে একই তথ্যটি কোনো প্রকার সূ্ত্র উল্লেখ না করেই প্রকাশ করা হয়।(২)
এরপর “Habib Noyon” নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১১.২৫ মিনিটে উক্ত তথ্যটি একাত্তর টিভি এর বরাতে প্রকাশ করা হয়। (৩)
অর্থাৎ আলোচিত তথ্যটি বিটিভি এবং একাত্তর টিভি এর বরাতে প্রচারের পাশাপাশি সূত্রহীনভাবেও প্রচার করা হয়েছে। তবে বিটিভি এবং একাত্তর টেলিভিশনসহ বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যমে বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানোর কোনো সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ইউক্রেনে বাংলাদেশ থেকে ১০ হাজার ছাত্রলীগ কর্মী পাঠানোর তথ্যটি ভিন্ন ভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাতে কারো পক্ষেই অবস্থান নেয় নি বাংলাদেশ। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন,
“বাংলাদেশ ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য অনুযায়ী কোনো পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ থাকবে। বাংলাদেশের বিশ্বাস ও প্রত্যাশা এই যে, দু’পক্ষের আলোচনার মধ্য দিয়েই সংকটের শান্তিপূর্ণ সমাধান আসবে। “ (৪)
তাছাড়া ”Jamuna Television’ এর ইউটিউব চ্যানেলে গতকাল ২৮ ফেব্রুয়ারিতে “রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কারো পক্ষ নেবে না বাংলাদেশ” শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। উক্ত প্রতিবেদনে কৃষিমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিব এর বক্তব্য পাওয়া যায়। তারাও সেখানে কোনো পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ সদস্য পাঠানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]