ভিডিওটি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের তরুণীর প্রতিবাদের ঘটনার নয়

সম্প্রতি, “দেশের জন্য ছোট্ট মেয়েটির প্রতিবাদ #ukrainerussia #saveukraine #UkraineRussiaWar” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে পড়েছে।

Screenshot from TikTok / View archive version here

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি রাশিয়ান সেনাদের বিরুদ্ধে ইউক্রেনী তরুণীর প্রতিবাদের ঘটনার নয় বরং এটি ২০১২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরায়েল বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনী তরুণীর প্রতিবাদের ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Putvideos’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১২ সালের ২০ নভেম্বরে “Brave children from Gaza, Palestine.mp4” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ঘটনায় ধারণকৃত খণ্ডিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

তাছাড়া ‘Nokta Grup’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১২ সালের ২৫ ডিসেম্বরে “Brave Palestinian girl Ahed Tamimi vs Solider : Where is my brother” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, ইজরায়েলি সংবাদমাধ্যম ‘The Times Of Israel’ এ ২০১৮ সালের ০১ জানুয়ারিতে “Military court indicts soldier-slapping teen Ahed Tamimi, her mother” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ভিডিওটির একটি খণ্ডিত দৃশ্য ও ঘটনা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়।

Screenshot Times of Israel website

পরবর্তীতে, আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি এর ফটো ওয়েবসাইটে আলোচিত ভিডিওর ঘটনাকালীন ধারণকৃত বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে

রাশিয়ান
Screenshot AP website

মূলত, ২০১২ সালের ২ নভেম্বরে ফিলিস্তিনের পশ্চিম তীরের নবী সালেহ গ্রামে ইজরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ চলাকালীন এক ইজরায়েলী সৈন্যের দিকে তেড়ে গিয়ে ঘুষি মারতে উদ্যত হন ফিলিস্তিনের ১২ বছর বয়সী তরুণী আহেদ তামিমি এবং ঐ সময়েই আলোচিত ভিডিওটি ধারণ করা হয়েছিলো।

ইজরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনী তরুণীর প্রতিবাদের সময়ে ধারণকৃত ঐ ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন- রাশিয়ার যুদ্ধে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনী তরুণীর প্রতিবাদের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: গাজায় ইজরায়েলের বিমান হামলার ভিডিওকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার

প্রসঙ্গত, ইজরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে ও নিজেদের ভূ-খণ্ডের অধিকার ফিরে পাওয়ার দাবিতে পশ্চিম তীরে আন্দোলনকারী ফিলিস্তিনিদের কাছে এক পরিচিত নাম তরুণী আহেদ তামিমি। ২০১৫ সালেও ইজরায়েলী বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে আহেদ তামিমির প্রতিবাদী একটি দৃশ্য ব্যাপক আলোচিত হয়েছিলো এবং পরবর্তীতে ২০১৭ সালে ইজরায়েলী বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের সময় তার এক সম্পর্কীয় ভাইকে ইজরায়েল সৈন্যরা মাথায় রাবার বুলেট দিয়ে গুলি করে এবং এর প্রতিবাদে ক্ষুব্ধ তামিমি এক ইজরায়েল সৈন্যকে চড় মারে। ঐ ঘটনার পরপরই তাকে এবং তার মাকে গ্রেফতার করে ইজরায়েলি বাহিনী। পরবর্তীতে আট মাস কারাভোগের পর তাকে মাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১২ সালে তুরস্কের ইস্তাম্বুলের বাসাকশেইর পৌর কর্তৃপক্ষ আহেদ তামিমিকে সাহসিকতার জন্য পুরস্কার প্রদান করে।

অর্থাৎ, ইজরায়েলী বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনের তরুণীর প্রতিবাদের ঘটনায় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের তরুণীর প্রতিবাদের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: দেশের জন্য ছোট্ট মেয়েটির প্রতিবাদ
  • Claimed By: Facebook & TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Brave children from Gaza, Palestine.mp4
  2. Brave Palestinian girl Ahed Tamimi vs Soldier : Where is my brother ??????
  3. Military court indicts soldier-slapping teen Ahed Tamimi, her mother | The Times of Israel
  4. https://www.apimages.com/metadata/Index/Israel-Tamimi-On-Trial/5e96d88e71bc440889fb435ab8961121/2/0
  5. https://www.apimages.com/metadata/Index/Israel-Tamimi-On-Trial/91c7e899d9b147b7b473b8b4f87b1ec5/6/0
  6. How Ahed Tamimi, a teenage Palestinian activist, became an international icon – Vox
  7. Palestinian teen jailed for slapping soldier
  8. Release Palestinian activist Ahed Tamimi – Amnesty International Australia
  9. Ahed Tamimi and the power of Palestinian women | Opinions | Al Jazeera
  10. Palestinian girl challenging Israeli soldiers gets courage award

আরও পড়ুন

spot_img