গাজায় ইজরায়েলের বিমান হামলার ভিডিওকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “রাশিয়া ইউক্রেন যুদ্ধ সবাই শেয়ার করুন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকের প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। টিকটকে প্রচারিত ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বর্তমানে চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ঘটনার নয় বরং এটি ২০১৮ সালে ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের বিমান হামলার ঘটনায় ধারণকৃত ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে রাশিয়ান সংবাদ মাধ্যম ‘Ruptly’ এর ইউটিউব চ্যানেল ‘RT’ এ ২০১৮ সালের ১০ আগস্টে “RAW: Moment Israel air strikes hit Gaza” শীর্ষক শিরোনামে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া তুর্কি সংবাদমাধ্যম ‘HABERLER’ এ ২০১৮ সালের ০৯ আগস্টে “İsrail’den Gazze’ye Hava Saldırısı” (Translation: Israeli Airstrike on Gaza) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন হতে গাজায় হামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যায় এবং আলোচিত ভিডিওর কিছু স্থিরচিত্র পাওয়া যায়।

গাজায়
Screenshot ‘HABERLER Website

পরবর্তীতে, তুর্কি গণমাধ্যম ‘A Haber’ এর টুইটার একাউন্ট হতে ২০১৮ সালের ১০ আগস্টে “İsrail’in insanlık dışı saldırıları sürüyor” (Translation: Israels inhumane attacks continue) শীর্ষক শিরোনামে প্রকাশিত টুইটে একই ভিডিওটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

তাছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২২ আগস্টে ‘Our memories have vanished’: the Palestinian theatre destroyed in a bomb strike’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়।

মূলত, আলোচিত ভিডিওটি ২০১৮ সালের আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েল বাহিনীর বিমান হামলার ঘটনায় ধারণকৃত। হামাস কর্তৃক রকেট ছোঁড়ার অভিযোগ এনে পাল্টা জবাব হিসেবে গাজায় ঐ বিমান হামলা চালিয়েছিলো ইজরায়েল। যা নিয়ে সেসময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিলো। ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বিমান হামলার ঐ ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, ২০১৮ সালে ইজরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় বিমান হামলার ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া ইউক্রেন যুদ্ধ
  • Claimed By: Facebook & TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img