সম্প্রতি, “আম্মাজান হাসিনা আপনার পায়ে পরি” শিরোনামে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাম্প্রতিক বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুরুল হক নুর সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম্মাজান ডেকে বক্তব্য দেননি। বরং, প্রায় ৩ বছর পূর্বে শেখ হাসিনার সমালোচনা করে নুরের দেওয়া একটি বক্তব্যের ভিডিওর খণ্ডিত অংশ আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ‘Discover বাংলা’ নামক ফেসবুক পেজে ২০২২ সালের ০৪ এপ্রিলে “আম্মাজান হাসিনা পায়ে পড়ি ভোটারাধিকার দেনঃ ভিপি নুর” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত দাবিতে থাকা ভিডিওর দৃশ্যাবলীর মিল রয়েছে।

ভিডিও’র ১ মিনিট ১৪ সেকেন্ড সময় থেকে নুরুল হক নুর কে বলতে শোনা যায়, “আম্মাজান হাসিনা, আপনার পায়ে পরি আপনার জীবন দিতে হবেনা, আমি ভোটাধিকার দেন। আপনার জীবন আমরা রক্ষা করবো, আপনি এই দেশের গণতন্ত্র দেন।”
এছাড়া, ২০২২ সালের ১২ এপ্রিল Dhaka Express নামের একটি ইউটিউব চ্যানেলে “আম্মাজান হাসিনা পায়ে পড়ি, জীবন দিতে হবে না। আমাদের ভোটাধিকার ফেরত দেন” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথেও আলোচিত ভিডিওটিতে থাকা নুরুল হক নুরের বক্তব্যের ফুটেজের মিল পাওয়া যায়।
অর্থাৎ, নুরুল হক নুরের বক্তব্যের এই ফুটেজটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া, মূল ভিডিওতে নুর শেখ হাসিনার প্রশংসা নয় বরং সমালোচনা করতে দেখা যায়।
উল্লেখ্য, একই ভিডিওটি ২০২৪ সালের নভেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে নুরুল হক নুরের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছিল। সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০২২ সালের এপ্রিল মাসে ভোটাধিকার প্রসঙ্গে শেখ হাসিনার সমালোচনা করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দেওয়া একটি বক্তব্যের ভিডিওর খণ্ডিত অংশ সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পক্ষে নুরের বক্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Discover বাংলা: আম্মাজান হাসিনা পায়ে পড়ি ভোটারাধিকার দেনঃ ভিপি নুর
- Dhaka Express: আম্মাজান হাসিনা পায়ে পড়ি, জীবন দিতে হবে না। আমাদের ভোটাধিকার ফেরত দেন