শুক্রবার, মে 23, 2025

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী করার বিষয়ে রুমিন ফারহানা ও নুরের নামে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করবেন বলে ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটিতে প্রায় ৩৬ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে প্রায় ৭ শত মন্তব্য করা হয়েছে এবং ভিডিওটি  শেয়ার করা হয়েছে প্রায় ২ হাজার ৪ শতাধিক বার।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি  দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুমিন ফারহানা ও নুরুল হক নুর সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করবেন বলে কোনো ঘোষণা দেননি বরং ইন্টারনেট থেকে রুমিন ফারহানা ও নুরুল হক নুরের ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও যুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে নুরুল হক ও রুমিন ফারহানাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। তবে সেখানে তাদেরকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিংবা প্রধানমন্ত্রী করার বিষয়ে কোনো কথা বলতে শোনা যায়নি।

আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবির সত্যতা যাচাইয়ে ভিডিওটিতে যুক্ত নুরুল হক নুর ও রুমিন ফারহানার ফুটেজগুলো পৃথকভাবে যাচাই করে দেখেছে রিইমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই-১

প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Dhaka Express নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১২ এপ্রিল ‘’আম্মাজান হাসিনা পায়ে পড়ি, জীবন দিতে হবে না। আমাদের ভোটাধিকার ফেরত দেন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা নুরুল হক নুরের প্রথম ফুটেজের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায়, এটি ২০২২ সালে নুরের দেওয়া এক বক্তব্যের ভিডিও। এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই-২

এছাড়াও আলোচিত ভিডিওটিতে যুক্ত নুরুল হক নুরের দ্বিতীয় ফুটেজটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভি’র ইউটিউব চ্যানেলে গত ২৯ সেপ্টেম্বর ‘’সরকার যেমন গঠন করেছি নামাতেও সময় লাগবে না: নুর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ফুটেজটির হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

তবে নুরুল হক নুর এই ভিডিওতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করতে চাওয়া বা এ সম্পর্কিত কোনো কথা বলেননি। 

ভিডিও যাচাই-৩

আলোচিত ভিডিওটিতে যুক্ত রুমিন ফারহানার ফুটেজটি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে SA NEWS 24H নামের একটি চ্যানেলে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি নেওয়া হয়েছে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিন্ন একটি ভিডিও থেকে। তবে সেখানে প্রচারিত অডিও অংশের মিল পাওয়া যায় সময় টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত এই ভিডিওর সাথে। ভিডিওটিতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, “ডিসি সাহেব হাত তুলে মোনাজাত করে বলতেছে বিএনপি, জামায়াত এবং অন্যান্য দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসে।”

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, রুমিন ফারহানার এই ফুটেজটিও সাম্প্রতিক সময়ের নয়। এটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও। এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

এছাড়াও, আলোচিত ভিডিওটিতে দাবি করা হয়েছে, নুরুল হক নুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান বলেছেন। তবে তার এই মন্তব্য সাম্প্রতিক সময়ের নয়। এ বিষয়ের খোঁজ পাওয়া যায় ২০১৯ সালে প্রকাশিত একটি ভিডিওতে। সেসময় গণভবনে ডাকসুর ভিপি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে নুর এ মন্তব্য করেছিলেন। তার সাথে সাম্প্রতিক দাবির কোনো সম্পর্ক নেই। 

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানা বা নুরুল হক নুর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করার কথা বলেছেন মর্মে কোনো তথ্য বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, রুমিন ফারহানা ও নুরুল হক নুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করবেন বলে ঘোষণা দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img