সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের ঢাবির মাঠ দখলের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ের ভিডিও প্রচার 

গত ১লা আগস্ট, “আমরা এই মুহুর্তে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ একশনে ছাত্রলীগ, জয় বাংলা স্লোগান দিয়ে হলে প্রবেশ করলো ছাত্রলীগের নেতারা, এক ধাওয়াতে মাঠ দখল ছাত্রলীগের।” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৫ জুলাই ঢাবি ক্যাম্পাসের উত্তপ্ত পরিস্থিতির ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে ইলেকট্রনিক গণমাধ্যম ‘somoynews.tv’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ১৫ জুলাই ‘উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস #quotamovement2024 #quotaprotest #somoytv #shorts #reels’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে, ‘MD Nayem’ নামক একজন সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৬ জুলাই “উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস #ALjazerra #Bbcnews #CNN #TheWashingtonPost #TheNewYorkTimes #TheGuardian #BBC #AlJazeeraEnglish #TheWallStreetJournal #CNBC #DhruvRathee #UnitedNations #NewYorkTimesOpinion #ABCNews #NewYorkPost #ProjectNightfall

#AbhiandNiyu #DhakaUniversityUnderAttack #DUUnderAttack #QuotaReformMovement #Save_Bangladeshi_Students” ক্যাপশনে একই  ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, সেসময় একই ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট (, , , , ) হতে দেখা যায়।

সুতরাং, ২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতির ভিডিওকে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের মাঠ দখলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img