প্রাক্তন মিস ইউক্রেন অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা

সম্প্রতি, “সেনাবাহিনীতে যোগ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমেছেন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা” শীর্ষক দাবিতে কিছু ছবি সম্বলিত একাধিক প্রতিবেদন বেশ কয়েকটি মূল ধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা সেনাবাহিনীতে যোগ দিয়ে অস্ত্র হাতে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে নামেননি বরং অস্ত্র হাতে প্রচারিত ছবিগুলো পূর্বে তার এয়ারসফট খেলা চলাকালীন ধারণ করা হয়েছিলো।

মূলত, আনাস্তাসিয়া লেনা হলেন একজন প্রাক্তন মিস ইউক্রেন। যিনি ২০১৫ সালের মিস গ্র্যান্ড আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় ইউক্রেইনের প্রতিনিধিত্ব করেছিলেন। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে রাশিয়ার বিপক্ষে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন দাবিতে তার অস্ত্র হাতে তোলা কিছু ছবি সংযুক্ত করে দেশীয় মূলধারার একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি দেশীয় ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘সময় টিভি’ এর ইউটিউব চ্যানেলে আনাস্তাসিয়ার অস্ত্র হাতে তোলো কিছু ছবি সংযুক্ত করে প্রচারিত ভিডিও প্রতিবেদনে বলা হয়,

“মিস ইউক্রেন আনাস্তাসিয়া রাশিয়ান আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ইন্টারনেটে আনাস্তাসিয়ার অস্ত্রসহ যুদ্ধে অংশগ্রহণের ছবি ভাইরাল হচ্ছে।”

Screenshot from SOMOY TV YouTube channel

 

গত ০১ মার্চ ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘নিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলে আনাস্তাসিয়ার অস্ত্র হাতে তোলো কিছু ছবি সংযুক্ত প্রচারিত এক ভিডিও প্রতিবেদনে বলা হয়, 

“রুশ বাহিনীর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং যুদ্ধ যাওয়ার প্রস্তুতির একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।”

Screenshot from NEWS24 website

গত ০২ মার্চ ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘চ্যানেল ২৪’ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়,

“প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া দেশকে ভালোবেসে গ্লেমারের দুনিয়া ছেড়ে যোগ দিয়েছেন রণক্ষেত্রে। রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন এবং সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।”

Screenshot from channel 24 youtube

এছাড়া, সম্প্রতি দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ডিবিসি, আরটিভি, বাংলা ভিশন, ইত্তেফাক এবং ভোরের কাগজ এর অনলাইন সংস্করণে ও বিডিনিউজ২৪বাংলা ট্রিবিউন এর ওয়েবসাইটে মিস ইউক্রেন রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করতে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দাবিতে আনাস্তাসিয়ার অস্ত্র হাতে তোলো কিছু ছবি সংযুক্ত করে সংবাদ প্রচারিত হয়। এছাড়া মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই, আরটিভি, যুগান্তর, সমকাল, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনআজকের পত্রিকার অনলাইন সংস্করণে প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন দাবিতে সংবাদ প্রচার করা হয়।

Screenshot from Bangla Tribune website

তাছাড়াও, প্রায় একই দাবিতে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪, বাংলা নিউজ২৪, নিউজবাংলা২৪, ঢাকা পোস্ট, ডেইলি ক্যাম্পাস, দেশ রুপান্তর, সারাবাংলা, ঢাকা টাইমস, সময়ের আলো, বাংলাদেশ টুডে, বাংলাদেশ জার্নাল, পূর্ব-পশ্চিম বিডি২৪রিপোর্ট এর ওয়েবসাইটে আনাস্তাসিয়ার অস্ত্র হাতে তোলো কিছু ছবি সংযুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়।

মিস ইউক্রেন
Screenshot from Jagonews24 website

পরবর্তীতে, সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য, আনাস্তাসিয়ার অস্ত্র হাতে যুদ্ধ যোগদান দাবিতে দেশীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আনাস্তাসিয়ার ব্যক্তিগত ভেরিফাইড ইন্সটাগ্রাম একাউন্ট হতে গত ২২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারি ২৪ জানুয়ারি, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর২৮ অক্টোবর এবং ২০২০ সালের ১৮ অক্টোবরে প্রচারিত মূল ছবিগুলো খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে দেখা যায়, আনাস্তাসিয়ার ভেরিফাইড ইন্সটাগ্রাম একাউন্ট হতে গত ২২ ফেব্রুয়ারিতে #stanwithukraine #handsoffukraine শিরোনামে প্রচারিত অস্ত্র হাতে তোলা একটি ছবিকে কেন্দ্র করেই কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম উক্ত ছবিটিকে প্রাক্তন মিস ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ নামার ছবি দাবিতে সংবাদ প্রচার করে। পরবর্তীতে উক্ত সংবাদ গুলো এবং আনাস্তাসিয়ার অস্ত্র হাতে তোলা ছবিকে সূত্র ধরে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোও অস্ত্র হাতে প্রাক্তন মিস ইউক্রেনের যুদ্ধে যোগদানের ছবি দাবিতে সংবাদ প্রচার করে।

উক্ত সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হলে গত ২৮ ফেব্রুয়ারিতে ব্যক্তিগত ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্ট হতে দেওয়া এক পোস্টে প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া জানান,

উক্ত পোস্টের উল্লেখযোগ্য অংশের বঙ্গানুবাদ,

“আমি একজন সাধারন নাগরিক, সামরিক বাহিনির সদস্য নই। আমি একজন এয়ারসফট খেলোয়াড়। সম্প্রতি ভাইরাল ছবিটি ‘এয়ারসফট’ নামের এক গেম খেলার সময় তোলা হয়েছিল। আমার প্রোফাইলের সমস্ত ছবি মানুষকে অনুপ্রাণিত করার জন্য পোস্ট করা হয়েছে। হঠাৎ রাশিয়ানরা ইউক্রেনে আক্রমণ করেছে। রাশিয়ানদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমি প্রার্থনা করছি।”

এয়ারসফট কি?

এয়ারসফট হল সামরিক বিভাগের আয়োজন করা বিভিন্ন স্পোর্টস। এই স্পোর্টে অংশ নেওয়া খেলোয়াড়রা হাতে অস্ত্র নিয়ে সেনার সাজে সামরিক নিয়ম মেনে মক কমব্যাট করেন।

প্রসঙ্গত, বাংলাদেশের অধিকাংশ সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’, ‘নিউইয়র্ক পোস্ট’, ‘নিউজ১৮’ আনন্দবাজার ও এনডিটিভি নামের কিছু বিদেশি সংবাদমাধ্যমকে সূত্র হিসেবে উল্লেখ করে প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়ার রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ অংশগ্রহণের সংবাদ প্রকাশ করেছে। তবে ঐ বিদেশি সংবাদমাধ্যমগুলোও মিথ্যা তথ্য প্রকাশ করেছে যা গত ২৮ ফেব্রুয়ারিতে লেনার ভেরিফাইড ইন্সটাগ্রাম থেকে দেওয়া পোস্ট থেকেই প্রমাণিত হয়।

Also Read: ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিরতি ঘোষণা শিরোনামে দেশীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

উল্লেখ্য, প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা কিয়েভের স্লাভিস্টিক বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পাঁচটি ভাষায় দক্ষতা রয়েছে তার এবং তিনি দোভাষী হিসেবেও কাজ করেছেন।

সুতরাং, প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়ার এয়ারসফট খেলার সময় অস্ত্র হাতে তোলা পূর্বের কিছু ছবিকে সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে প্রাক্তন মিস ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন দাবিতে দেশীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সেনাবাহিনীতে যোগ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমেছেন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা
  • Claimed By: Facebook Posts & Media outlets
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

Anastasiia Lenna Imstagram:

Fox Airsoft: https://www.youtube.com/watch?v=ZJZyK88_3qE

আরও পড়ুন

spot_img