এনসিপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় নয়, ভিডিওর যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে চুরির অভিযোগে

সম্প্রতি, যাত্রাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে পোস্ট করায় যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে- দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি যাত্রাবাড়ীর নয় এবং ফেসবুকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরুদ্ধে পোস্ট করার কার ভিডিওর যুবককে পিটিয়ে হত্যা করা হয়নি। প্রকৃতপক্ষে, এটি গত ২৭ জুন গাজীপুরের কোনাবাড়িতে চুরির অপবাদ দিয়ে কারখানার অফিসে জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও। 

অনুসন্ধানে মূলধারার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে “শিরোনাম উল্লেখ” গত ৩০ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিও থেকে জানা যায়, গত জুন মাসে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত গ্রীনল্যান্ড লিমিটেড নামে একটি কারখানার ভেতরে হৃদয় নামের এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করেছে। নিহত হৃদয়ের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। উক্ত ঘটনায় নিহতের ভাইয়ের করা মামলায় হাসান মাহমুদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লিখিত সংবাদ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ঢাকা পোস্টের ওয়েবসাইটে এক তারিখে “কোনাবাড়ীতে শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Screenshot: Dhaka Post Website 

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২৭ জুন দিবাগত রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত গ্রীনল্যান্ড লিমিটেড নামে একটি কারখানার ভেতরে চুরির অপবাদ দিয়ে কারখানার অফিসে জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। শ্রমিকে বেঁধে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৯ জুন রাতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। 

একই তথ্যে প্রথম আলোও সংবাদ প্রকাশ করেছিল। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে পোস্ট করায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনার নয়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, গাজীপুরের কোনাবাড়ীতে চুরির অভিযোগে  যুবককে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিওকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img