Home Blog Page 562

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিরতি ঘোষণা শিরোনামে দেশীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

0

সম্প্রতি ‘ইউক্রেনে যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার‘ শীর্ষক একটি তথ্য দেশীয় মূলধারার গণমাধাম এসএ টিভির অনলাইন সংস্করণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ হতে প্রচার হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, রাশিয়া পুরো ইউক্রেনে যুদ্ধ বিরতির কোনো ঘোষণা দেয় নি বরং বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মূলত, গত ০৫ মার্চ শনিবার বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার পথ তৈরি করতে ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ প্রকাশ করে রাশিয়ান সংবাদমাধ্যম গুলো। রুশ সংবাদমাধ্যম গুলো বলছে, এই যুদ্ধ বিরতি মস্কোর স্থানীয় সময় সকাল ১০ টা থেকে সাময়িক সময়ের জন্য কার্যকর হবে। রাশিয়ান সংবাদমাধ্যম গুলোর সূত্র ধরে আন্তর্জাতিকদেশীয় সংবাদমাধ্যমগুলোতে উক্ত সংবাদটি গুরুত্ব সহকারে প্রচার করা হয়।

Screenshot from TASS

তবে উক্ত সংবাদটি গণমাধ্যম আসার পর অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী বিষয়টিকে পুরো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিরতি ঘোষণা ভেবে খণ্ডিত আকারে প্রচার করে।

পরবর্তীতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়,  দেশীয় ইলেকট্রনিক সংবাদমাধ্যম এসএ টিভির অনলাইন সংস্করণে গত ০৫ মার্চ “সামরিক অভিযানের ১০ দিনের মাথায় ইউক্রেনে যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ আছে।

‘এসএ টিভি’ অনলাইন এর প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশ-

“ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া। শনিবার সকাল ১০টা থেকে এ বিরতি কার্যকর হবে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটি এবং স্পুটনিক বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার আগ পর্যন্ত রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালায়। খেরশন ও নোভা কাখোভকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে পুতিন বাহিনী।”

Screenshot from SA TV website

এসএ টিভি অনলাইনে উক্ত প্রতিবেদনটি রাশিয়ান গণমাধ্যম ‘স্পুটনিক’ এর বরাত দিয়ে প্রকাশ করলেও স্পুটনিক এ আলোচিত বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইউক্রেনে দুটি শহরে যুদ্ধ বিরতি ঘোষণার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে।

রাশিয়া
Screenshot from Sputnik

‘স্পুটনিক’ এর প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশের বঙ্গানুবাদ-

“রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সাংবাদিকদের জানিয়েছে, আজ ৫ মার্চ সকাল ১০ টা থেকে রাশিয়া ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছে এবং বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে মানবিক করিডোর খুলে দিয়েছে।”

তবে, এসএ টিভির প্রতিবেদনের কোথাও দুটি শহরে যুদ্ধ বিরতির ঘোষণার কথা উল্লেখ না করে সরাসরি লিখা হয়েছে যে ইউক্রেণে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিল রাশিয়া। অতএব দেশীয় ‘এসএটিভি’তে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিরতির ঘোষণার বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী বিষয়টি বিস্তারিত না জেনে কপি ও শেয়ারের মাধ্যমে প্রচার করে।

Also Read: ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশি ব্যক্তি দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার

উল্লেখ্য, রাশিয়া যুদ্ধ বিরতির ঘোষণা দিলেও সেই ঘোষণা কার্যকর না করে ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

সুতরাং, বেসামরিক নাগরিকদের ছেড়ে শহর যাওয়ার পথ তৈরি করতে ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে রাশিয়ার সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করার তথ্যটিকে ইউক্রেনে রাশিয়ার সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা দাবিতে দেশীয় সংবাদমাধ্যম এসএটিভির অনলাইন সংস্করণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বিকৃত ভাবে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনে যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার
  • Claimed By: Facebook Posts & Media Outlets
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Russia Resumes ‘Offensive’ After Mariupol Ceasefire – Ministry – The Moscow Times
  2. Russia Declares Ceasefire in Ukraine From 07:00 GMT to Open Humanitarian Corridors for Civilians – 05.03.2022, Sputnik International
  3. Tass: https://tass.com/defense/1417117
  4. Russia declares partial ceasefire to allow humanitarian corridors in Ukraine | Reuters
  5. Russia declares ceasefire in 2 Ukraine cities, opens corridors for civilians | The Daily Star
  6. ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি, মানবিক করিডর চালুর ঘোষণা রাশিয়ার | প্রথম আলো
  7. Kyiv: Russia violates temporary ceasefire | Russia-Ukraine Conflict | World English News | WION

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আজহারীর বক্তব্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, “রা’শিয়া ও ই’উক্রেনের যু’দ্ধ নিয়ে এ কি বললেন মিজানুর রহমান আজহারী” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

আজহারীর

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২০ সালের ১৭ মার্চ মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজ হতে স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের ব্যাপারে গণসচেতনতা মূলক আলোচনা নিয়ে প্রচারিত পুরোনো লাইভ ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Mizanur Rahman Azhari এর ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে ২০২০ সালের ১৭ মার্চে “স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে লাইভটি সবাই শেয়ার করুন। ধন্যবাদ” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূলত, ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী ২০২০ সালের ১৭ মার্চ স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের বিষয়ে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে গণসচেতনতা মূলক একটি লাইভ করেন। ঐ লাইভ ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মিজানুর রহমান আজহারীর বক্তব্য দাবিতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও ‘Elias Hossain’ নামের উক্ত ফেসবুক পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত একাধিক ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলেমদের মুক্তি চেয়ে হেফাজতের কর্মসূচি দাবিতে প্রচার

সুতরাং, ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত ভেরিভাইড ফেসবুক পেজ হতে ২০২০ সালের ১৭ মার্চে স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের বিষয়ে প্রচারিত একটি গণসচেতনতামূলক ফেসবুক লাইভ ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মিজানুর রহমান আজহারীর বক্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে এ কি বললেন মিজানুর রহমান আজহারী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

Mizanur Rahman Azhari FB Live: https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=215722933119582

এক বছর পুরোনো ভিডিওকে আলেমদের মুক্তি চেয়ে রাজপথে মুসলমান দাবিতে প্রচার

সম্প্রতি, “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে মুসলমান” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

আলেম

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে মোদি বিরোধী আন্দোলনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সিলেটে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘golden sylhet tv’ নামের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৯ মার্চে ” সিলেটে তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওর এর সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়া, “বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট” নামের ফেসবুক পেজে ২০২১ সালের ২৯ মার্চের একটি পোস্টে প্রচারিত ছবিগুলোর সাথে আলোচিত লাইভ ভিডিওর একই ঘটনায় ধারণকৃত কিছু স্থিরচিত্রের মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে ২০২১ সালের ২৬ মার্চ রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সারাদেশে মোদি বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিলো। ঐ ঘটনার প্রতিবাদে ২০২১ সালের ২৯ মার্চ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের আয়োজনে সিলেটে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঐ বিক্ষোভ মিছিল চলাকালে ধারণকৃত একটি ভিডিওই বর্তমানে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে কারাবন্দী আলেমদের মুক্তির চেয়ে রাজপথে মুসলমান দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মোদির আগমন বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানেতালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলের ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে মুসলমান দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
পাকিস্তান

  • Claim Review: জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে মুসলমান
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. golden sylhet tv YouTube: https://youtu.be/E7VHEGMM4Eg
  2. বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট FB Page: https://www.facebook.com/Admin.puvz/posts/777504373199044
  3. মোদীবিরোধী বিক্ষোভে নিহত পাঁচ, রবিবার হেফাজতের হরতাল | বিষয় | DW | 26.03.2021

দেলাওয়ার হোসাইন সাঈদীর কাবা ঘরের ভেতর থেকে বের হওয়ার ছবিটি এডিটেড

0

সম্প্রতি, “শিক্ষাঙ্গনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আল্লাহর এক নিয়ামত। আলহামদুলিল্লাহ।” শীর্ষক শিরোনামে দেলাওয়ার হোসেন সাঈদী’র কাবা শরীফ থেকে বের হওয়ার সময়কালীন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি দেলাওয়ার হোসেন সাঈদীর নয় বরং নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারী এর কাবা ঘর থেকে বের হওয়ার সময়কালীন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে উক্ত ছবিটি সম্পাদন করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, নাইজেরিয়ান সংবাদমাধ্যম The Guardian Nigeria এর ওয়েবসাইটে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারিতে “Buhari visits Ka’aba chambers” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from The Guardian Nigeria website

পরবর্তীতে, নাইজেরিয়ান সংবাদমাধ্যম pulse.ng এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে একই ছবিটির অস্তিত্ব পাওয়া যায়।

সাঈদীর
Screenshot from Pulse NG website

পাশাপাশি, উক্ত বিষয়টি নিয়ে পূর্বেও দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে মাসুদ সাঈদী ছবিটিকে নকল/এডিটেড হিসেবে চিহ্নিত করে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন।

মূলত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনায় দেশটির রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারী এবং তার একটি প্রতিনিধি দল মক্কার কাবা শরীফে প্রবেশ করেছিলেন। সেসময়ে দোয়া শেষে পবিত্র কাবাঘরের ভেতরের কক্ষ থেকে বেরিয়ে আসার সময়ে ধারণকৃত একটি ছবিকেই বিকৃত করে সাম্প্রতিক সময়ে দেলাওয়ার হোসেন সাঈদীর ছবি বসিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: চাঁদের উপরে আরবিতে আল্লাহ্‌ লিখা উক্ত ছবিটি এডিটেড

প্রসঙ্গত, দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর ভাষ্যমতে ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের মিমাংসা বৈঠকে আমন্ত্রিত মেহমান হিসেবে প্রথমবারের মতো কাবা শরীফে প্রবেশ করেন সাঈদী। তবে কাবা ঘরে প্রবেশের বা বের হওয়ার কোনো ছবি তাদের সংগ্রহে নেই বলেও ফেসবুক পোস্টে নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বর্তমানে তিনি ঐ মামলায় সাজাভোগ করছেন।

অর্থাৎ, ২০১৬ সালে নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারী এর কাবা শরীফ থেকে বের হওয়ার সময় ধারণকৃত একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখমণ্ডল যুক্ত করে সম্পাদিত ছবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: শিক্ষাঙ্গনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আল্লাহর এক নিয়ামত
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Guardian NG: Buhari visits Ka’aba chambers, | The Guardian Nigeria News 
  2. Pulse News: Umrah: President Buhari leaves Madinah for Makkah | Pulse Nigeria 
  3. Masood Sayedee FB: https://www.facebook.com/permalink.php?story_fbid=1712345638859377&id=523458437748109
  4. সাঈদীর আমৃত্যু কারাদণ্ড | প্রথম আলো

ফুটবল বিশ্বকাপে রাশিয়াকে বাদ দেওয়ায় পুতিনের হুমকি দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

0

সম্প্রতি “রাশিয়াকে বাদ দিলে ২০২২ (কাতার) বিশ্বকাপ ফুটবল খেলা হবে না- পুতিন। ” শীর্ষক একটি তথ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উক্তি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাশিয়াকে বাদ দিলে ২০২২ বিশ্বকাপ ফুটবল খেলা হবে না শীর্ষক কোনো বক্তব্য দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরং উক্ত তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত

সামাজিক মাধ্যম ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলসের সহায়তায় অনুসন্ধান করে দেখা যায়, “African Report files” নামের একটি ফেসবুক পেজে গত ৪ মার্চ সকাল ১১.৩৩ মিনিটে এই বিষয়ে প্রথম একটি পোস্ট প্রকাশিত হয়েছিলো।

যেখানে কোনো তথ্য সূত্র ছাড়াই ভ্লাদিমির পুতিন এর সতর্কমূলক বক্তব্য দাবিতে উল্লেখ করা হয় – “Russia will play at the Qatar 2022 FIFA world cup or there will be no world cup to talk about…” এরপরই বিষয়টি খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে বাংলাদেশেও বিষয়টি “রাশিয়াকে বাদ দিলে ২০২২ (কাতার) বিশ্বকাপ ফুটবল খেলা হবে না- পুতিন” শিরোনামে প্রচার হতে থাকে।

তথ্য যাচাই

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি কোনো ধরণের সূত্র উল্লেখ ছাড়াই ছড়িয়ে পড়ার পর বিষয়টির সত্যতা যাচাই এর চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম।

তবে, ইংলিশ এবং রুশ ভাষায় প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও পুতিনের এই সংক্রান্ত কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নি। এছাড়াও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর এই সংক্রান্ত কোনো বক্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বেই ইউক্রেনের উপর সামরিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)। এই নিষেধাজ্ঞার ফলে চলতি বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে খেলা হচ্ছে না রাশিয়ার এবং শেষ হয়ে যাচ্ছে ফিফা ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগও।

Screenshot from The Guardian website

ফিফা ও উয়েফার এই নিষেধাজ্ঞা নিয়ে রুশ প্রেসিডেন্ট এখনো উল্লেখযোগ্য কোনো মন্তব্য করেন নি। তবে উক্ত বিষয়ে রাশিয়ান ফুটবল ইউনিয়ন এর প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায়। আর সেটি হলো, ‘রাশিয়ার ওপর দেওয়া ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)।’

পুতিন
Screenshot from The Daily Mail website

অর্থাৎ, রাশিয়াকে ফিফা কর্তৃক নিষিদ্ধ করার বিষয়ে ভ্লাদিমির পুতিন এর উল্লেখযোগ্য কোনো মন্তব্য পাওয়া না গেলেও ফিফার এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে রাশিয়া আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে বলে জানা যায়। আপিল করার বিষয়টি ই মূলত এই নিষেধাজ্ঞায় রাশিয়ার উল্লেখযোগ্য পদক্ষেপ, যা নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে খুঁজে পাওয়া যায়।

মূলত, ইউক্রেনের উপর সামরিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় ফুটবল দলকে ফিফা কর্তৃক নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর নামে ফিফাকে সতর্ক করার ভুয়া বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়াও, আফ্রিকা অঞ্চলে বিষয়টি ছড়িয়ে পড়ার পর দাবিটিকে মিথ্যা শনাক্ত করে আফ্রিকা ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান PesaCheck এর বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কেনিয়া ভিত্তিক দৈনিক The Star (Kenya).

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ‘রাশিয়াকে বাদ দিলে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল খেলা হবে না’ শীর্ষক শিরোনামে পুতিনের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়াকে বাদ দিলে ২০২২ (কাতার) বিশ্বকাপ ফুটবল খেলা হবে না- পুতিন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. African Report files: https://m.facebook.com/story.php?story_fbid=505461964277388&id=100044407664978 
  2. Russia suspended from all Fifa and Uefa competitions until further notice | Fifa | The Guardian 
  3. Russia will appeal FIFA and UEFA decision to ban football team from international competitions | Daily Mail Online
  4. The Star Kenya: https://www.the-star.co.ke/news/fact-checker/2022-03-04-president-putins-warning-on-no-world-cup-without-russia-fake/

পাকিস্তানে মসজিদে বোমা হামলার সংবাদে দেশীয় গণমাধ্যমে ভুল ছবি প্রচার

0

সম্প্রতি, “পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০” শীর্ষক শিরোনামে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদের একটি ছবি সম্বলিত প্রতিবেদন দেশীয় গণমাধ্যম ‘যমুনা টিভি’র অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়। একই ছবি সম্বলিত বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২১ সালের অক্টোবরে আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলার ছবি।

মূলত, পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে গত ০৪ মার্চ শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উক্ত বোমা হামলায় প্রায় ৫৬ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। এই বোমা হামলার ঘটনা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উক্ত হামলার ছবি সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে, দেখুন এখানে এবং এখানে

Screenshot from Prothom Alo

তবে, অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সাথে দেশীয় গণমাধ্যম যমুনা টিভিতে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবিটির মিল না থাকায় তা যাচাই করার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম।

Screenshot from Jamuna TV Website

পরবর্তীতে, ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২১ সালের ৮ অক্টোবরে ‘আফগানিস্তানে মসজিদে বোমা হামলা’ শীর্ষক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে হবহু মিল খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে, এখানে

পাকিস্তান
Screenshot from FirstPost

এছাড়াও, আফগানিস্তানে বোমা হামলার ঘটনায় ঐ সময় যমুনা টিভিতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ২০২১ সালে আফগানিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনায় ধারণকৃত ছবিকে সম্প্রতি পাকিস্তানের বোমা হামলার ছবি দাবিতে দেশীয় মূলধারার গণমাধ্যম যমুনা টিভিতে সংবাদ প্রচারিত হয়েছে।

উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও দেশীয় গণমাধ্যমে প্রচারিত ছবিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

Also Read: ভারতীয় যুবকের গুগলের ভুল ধরিয়ে ৬৫ কোটি টাকা পাওয়ার খবরটি মিথ্যা

সুতরাং, ২০২১ সালের ৮ অক্টোবরে আফগানিস্তানের কুন্দুজ শহরে এক মসজিদে বোমা হামলার ঘটনায় ধারণকৃত একটি পুরোনো ছবি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মসজিদে বোমা হামলার ছবি হিসেবে উল্লেখ করে দেশীয় মূলধারার গণমাধ্যম যমুনা টিভি সহ সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
পাকিস্তান

  • Claim Review: পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০
  • Claimed By: Facebook Posts & Media Outlets
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. আফগানিস্তান: কুন্দুজের মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলা – BBC News বাংলা
  2. At least 56 killed in suicide bombing at Pakistan mosque
  3. পাকিস্তানে মসজিদে হামলার দায় নিল আইএস, নিহত বেড়ে ৫৬ | প্রথম আলো
  4. Pakistan bombing kills dozens in Shia mosque in Peshawar – BBC News
  5. ISIS Claims Bombing of Pakistani Mosque, Killing Dozens – The New York Times
  6. Afghan Shias stunned but not broken by mosque blast
  7. Blast targeting mosque in Afghanistan’s Kunduz kills at least 100 | Daily Sabah
  8. IS bomber kills 55 at mosque in Kunduz – Newspaper – DAWN.COM

পর্ণহাবে রাশিয়ানদের প্রবেশাধিকার নিষিদ্ধের তথ্যটি মিথ্যা

0

সম্প্রতি, “পর্ণহাব ওদের ওয়েবসাইটে রাশিয়ানদের এ্যাকসেস ব্লক করে দিয়েছে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Screenshot from Facebook Post

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানেএবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পর্ণহাব কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে রাশিয়ানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেনি বরং রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই একটি ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ হতে উক্ত তথ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তথ্য যাচাই 

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, dip.org.ua নামের ইউক্রেনভিত্তিক একটি ভূঁইফোড় ওয়েবসাইটে ‘Pornhub has blocked Russian access to its content’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে পর্ণহাব কর্তৃপক্ষ কর্তৃক রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য পর্ণহাবে প্রবেশাধিকার নিষিদ্ধ করার তথ্যটি উল্লেখ করা হয়েছে। তবে উক্ত প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত উল্লেখ করা হয়েছে যে,

“বিশ্বের সবচেয়ে বিখ্যাত পর্ণ সাইট – পর্ণহাব তাদের ওয়েবসাইটে রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। রাশিয়া থেকে তাদের সাইটে প্রবেশ করা যাবে না। রাশিয়ানরা যখন সাইটটিতে প্রবেশ করছেন তখন পর্ণ ভিডিওর পরিবর্তে ইউক্রেনের পতাকা লোড হচ্ছে এবং রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় জনগণকে সমর্থন করার আহ্বানও দেখতে পাচ্ছেন তারা।”

Screenshot from DIP website

মূলত, “Bengali Sarcasm” নামের একটি Satire ফেসবুক পেজ থেকে dip.org.ua ওয়েবসাইটের আলোচিত প্রতিবেদনটির একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়। উক্ত পেজ হতে বিষয়টি প্রচারের পরবর্তীতে তথ্যটি কপি ও শেয়ার হওয়ার মাধ্যমে ঘটনাটি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়ে।

এছাড়াও, ভিপিএন(ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) এ রাশিয়ান প্রক্সি ব্যবহার করে পর্ণহাব সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে বলে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘Motherboard Vice’ এর রিপোর্টার ‘Samantha Cole’।

তাছাড়া, সামাজিক মাধ্যম টুইটারে একই তথ্যটি ছড়িয়ে পড়লে উক্ত বিষয়ে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘স্নোপস’ একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে এবং প্রচারিত তথ্যটি নিয়ে প্রতিষ্ঠানটি পর্ণহাব এর মুখপাত্রের সাথে যোগাযোগ করে দাবিকৃত বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করেছে।

পর্ণহাব
Screenshot from Snopes website

Also Read: রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতি জানানোর দাবিটি মিথ্যা

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মূলধারার কোনো গণমাধ্যমে রাশিয়ানদের জন্য পর্ণহাব নিষিদ্ধ শীর্ষক কোন সংবাদ খুঁজে পাওয়া যায় নি। তবে ২০১৬ সালে রাশিয়ান সরকার কর্তৃক বিভিন্ন পর্ণ ওয়েবসাইটে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি পুরোনো সংবাদ খুঁজে পাওয়া যায়।

সুতরাং, রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই একটি ভূঁইফোড় সাইটে প্রকাশিত সংবাদকে সূত্র ধরে ‘পর্ণহাব কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে রাশিয়ানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে’ শীর্ষক তথ্যটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: পর্ণহাব ওদের ওয়েবসাইটে রাশিয়ানদের এ্যাকসেস ব্লক করে দিয়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলেমদের মুক্তি চেয়ে হেফাজতের কর্মসূচি দাবিতে প্রচার

সম্প্রতি, “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত!” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোন আন্দোলনের নয় বরং এটি ২০২১ সালের ২৬ মার্চ মোদি বিরোধী আন্দোলনে মৃত্যুর ঘটনায় পরদিন ২৭ মার্চে হেফাজত ইসলামের ডাকা হরতাল সমর্থনে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ চলাকালীন ধারণকৃত ভিডিও।

ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Nazmul Hasan Chowdhury’ নামের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৭ মার্চে “হেফাজতের মিছিলে পূর্ণ সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ইসলামী আন্দোলন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘Abrar Ibrahim’ নামের ফেসবুক আইডি থেকে ২০২১ সালের ২৭ মার্চে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে মানুষ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের #শায়েখে_চরমোনাই এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল এর কিছু অংশ।” শীর্ষক দাবিতে একই ঘটনায় ভিন্ন কোণ হতে ধারণকৃত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, দেশীয় একাধিক সংবাদমাধ্যমে ২০২১ সালের ২৭ মার্চে ঢাকায় হেফাজতের হরতাল সমর্থনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে এবং এখানে।

ভিডিও
Screenshot from Sarabangla website

মূলত, ২০২১ সালের ২৬ মার্চ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিন চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে পাঁচ হেফাজত সমর্থকের মৃত্যু হয়েছিলো। পাঁচ কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে পরদিন ২৭ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে হেফাজতে ইসলাম। হেফাজতের ডাকা হরতালকে সমর্থন করে ২৭ মার্চ ঢাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামি আন্দোলন বাংলাদেশ। ঐ বিক্ষোভ চলাকালে ধারণকৃত একটি ভিডিও-ই বর্তমানে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে কারাবন্দী আলেমদের মুক্তির জন্যে হেফাজতের মিছিল দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতি জানানোর দাবিটি মিথ্যা

0

সম্প্রতি, “রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে আর কারো লাভ না হোক পাকিস্তানের লাভ হইছে ষোল আনা! এই যুদ্ধে এমেরিকা ইউরোপীয় ইনিয়ন যেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পাকিস্তান সেখানে চামে চামে তাদের কাছে রাশিয়ার যে কোটি কোটি ডলার ঋণ আছে তা না শোধ করার সিদ্ধান্ত নিয়েছে!” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাশিয়াকে ঋণ পরিশোধে অস্বীকৃতি কিংবা পাকিস্থান কর্তৃক রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি বরং উক্ত দাবিতে প্রচারিত তথ্যটি একটি ব্যঙ্গাত্মক(Satire) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, The Fauxy নামের একটি ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারিতে “Pakistan Imposes Economic Sanctions On Russia, Refuses To Repay Loans” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতি সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়া যায়।(S 1)যেখানে উল্লেখ করা হয়েছে “রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে করা এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। পাকিস্তান রাশিয়ার ওপর কোন ধরণের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তা জানতে চাইলে ইমরান খান গণমাধ্যমকে জানান রাশিয়ার নিকট পাকিস্তানের ঋণের দেনা বাবদ যে ১ বিলিয়ন ডলার রয়েছে তা পাকিস্তান এখন শোধ করবে না।”

Screenshot The Fauxy Website

অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, The Fauxy নামের ওয়েবসাইটটি একটি ব্যঙ্গাত্মক (Satire) ও বিনোদনমূলক ওয়েবসাইট। ওয়েবসাইটটি মূলত বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক প্রতিবেদন প্রকাশ করে থাকে। তারা তাদের ফেসবুক পেজের ক্যাটাগরিতে নিজেদের ওয়েবসাইটকে Satire এবং Parody ওয়েবসাইট হিসেবে উল্লেখ করেছে এবং তাদের About us সেকশনে ডিসক্লেইমার দিয়ে জানানো রয়েছে, “The Fauxy একটি বিনোদনমূলক পোর্টাল। এই ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে প্রচারিত হয় এবং এই সাইটে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রকৃত এবং সত্য মনে করে বিভ্রান্ত না হওয়ার জন্য পাঠকদের অনুরোধ করা হয়েছে।

Screenshot The Fauxy Website

মূলত, ‘The Fauxy’ নামের ভারতীয় Satire ওয়েবসাইটে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বরাত দিয়ে রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতি শীর্ষক তথ্যটি ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে তথ্যটি কপি ও শেয়ার হওয়ার মাধ্যমে ব্যঙ্গাত্মক/বানোয়াট ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে অনেকে ঘটনাটিকে সত্য ভেবেই প্রচার করতে থাকে।

প্রসঙ্গত, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সাথে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করতে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ায় যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Screenshot aljazeera website

পুতিন-ইমরান বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুতিনের সঙ্গে বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর ওপর রাশিয়া-ইউক্রেন সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেন, সংঘাত কারও স্বার্থে যায় না। সংঘাতের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো সব সময় অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান বিশ্বাস করে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধের সমাধান করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

হাসিনা-পুতিনের সাক্ষাৎকারের পুরোনো ভিডিওকে চলমান সংঘাতে রাশিয়ার পক্ষে হাসিনার অবস্থান দাবিতে প্রচার

সম্প্রতি “বিশ্ব যুদ্ধে হাত মিলালেন শেখ হাসিনা ও পুতিন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটক এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিওর আর্কাইভ ভার্সন দেখুন এখানে । টিকটক প্রচারিত ভিডিও দেখুন এখানে এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের কোনো সাক্ষাৎকারের ভিডিও নয় বরং এটি ২০১৩ সালে মস্কোর ক্রেমলিনে শেখ হাসিনার সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকারের ভিডিও। 

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে,  আন্তর্জাতিক সংবাদমাধ্যম Associated Press এর ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৩১ জুলাইয়ে “Bangladeshi PM Sheikh Hasina meets Russian President Putin, statements” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

পাশাপাশি, বাংলাদেশের মূলধারার গণমাধ্যম “bdnews24” এর অনলাইন সংস্করণে ২০১৯ সালে ০২ জানুয়ারিতে “Russia’s Putin greets Hasina on her re-election as Bangladesh PM” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ভিডিওটির একটি স্থিরচিত্র পাওয়া যায় খুঁজে পাওয়া যায়।

হাসিনা
Screenshot from bdnews24

মূলত, ২০১৩ সালের ১৪ জানুয়ারিতে ক্রেমলিনে (রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক চলাকালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন এবং রাশিয়ান অস্ত্র কেনার জন্য সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সময় ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ‘বিশ্ব যুদ্ধে হাত মিলালেন শেখ হাসিনা ও পুতিন’ শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফরে যাননি। আর চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে কারো পক্ষেই অবস্থান নেয়নি বাংলাদেশ। দেশীয় মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ‘যমুনা টেলিভিশন‘ এর ইউটিউব চ্যানেলে গত ২৮ ফেব্রুয়ারিতে “রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কারো পক্ষ নেবে না বাংলাদেশ” শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। উক্ত প্রতিবেদনে কৃষিমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিব এর বক্তব্য পাওয়া যায়। তারাও সেখানে কোনো পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি উল্লেখ করেছেন। তবে, ‘যুদ্ধ জড়ালে বাংলাদেশের সাহায্য পাবে না কোনো পক্ষই শীর্ষক’ কোনো তথ্য ঐ প্রতিবেদনে পাওয়া যায়নি।

এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন,

“বাংলাদেশ ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য অনুযায়ী কোনো পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ থাকবে। বাংলাদেশের বিশ্বাস ও প্রত্যাশা এই যে, দু’পক্ষের আলোচনার মধ্য দিয়েই সংকটের শান্তিপূর্ণ সমাধান আসবে।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০১৫ সালের পুরোনো ও ভিন্ন ঘটনায় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি রাশিয়া-ইউক্রেনে সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব যুদ্ধে হাত মিলালেন শেখ হাসিনা ও পুতিন ঘটনার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটক ও ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বিশ্ব যুদ্ধে হাত মিলালেন শেখ হাসিনা ও পুতিন
  • Claimed By: TikTok & Facebook users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Bangladeshi PM Sheikh Hasina meets Russian President Putin, statements
  2. Russia’s Putin greets Hasina on her re-election as Bangladesh PM
  3.  রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কারো পক্ষ নেবে না বাংলাদেশ | Ukraine_War
  4. সংকট দীর্ঘায়িত হলে চ্যালেঞ্জে পড়বে দেশ