সম্প্রতি ‘ইউক্রেনে যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার‘ শীর্ষক একটি তথ্য দেশীয় মূলধারার গণমাধাম এসএ টিভির অনলাইন সংস্করণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ হতে প্রচার হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, রাশিয়া পুরো ইউক্রেনে যুদ্ধ বিরতির কোনো ঘোষণা দেয় নি বরং বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মূলত, গত ০৫ মার্চ শনিবার বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার পথ তৈরি করতে ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ প্রকাশ করে রাশিয়ান সংবাদমাধ্যম গুলো। রুশ সংবাদমাধ্যম গুলো বলছে, এই যুদ্ধ বিরতি মস্কোর স্থানীয় সময় সকাল ১০ টা থেকে সাময়িক সময়ের জন্য কার্যকর হবে। রাশিয়ান সংবাদমাধ্যম গুলোর সূত্র ধরে আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমগুলোতে উক্ত সংবাদটি গুরুত্ব সহকারে প্রচার করা হয়।
তবে উক্ত সংবাদটি গণমাধ্যম আসার পর অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী বিষয়টিকে পুরো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিরতি ঘোষণা ভেবে খণ্ডিত আকারে প্রচার করে।
পরবর্তীতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দেশীয় ইলেকট্রনিক সংবাদমাধ্যম এসএ টিভির অনলাইন সংস্করণে গত ০৫ মার্চ “সামরিক অভিযানের ১০ দিনের মাথায় ইউক্রেনে যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ আছে।
‘এসএ টিভি’ অনলাইন এর প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশ-
“ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া। শনিবার সকাল ১০টা থেকে এ বিরতি কার্যকর হবে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটি এবং স্পুটনিক বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার আগ পর্যন্ত রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালায়। খেরশন ও নোভা কাখোভকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে পুতিন বাহিনী।”
এসএ টিভি অনলাইনে উক্ত প্রতিবেদনটি রাশিয়ান গণমাধ্যম ‘স্পুটনিক’ এর বরাত দিয়ে প্রকাশ করলেও ‘স্পুটনিক‘ এ আলোচিত বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইউক্রেনে দুটি শহরে যুদ্ধ বিরতি ঘোষণার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে।
‘স্পুটনিক’ এর প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশের বঙ্গানুবাদ-
“রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সাংবাদিকদের জানিয়েছে, আজ ৫ মার্চ সকাল ১০ টা থেকে রাশিয়া ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছে এবং বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে মানবিক করিডোর খুলে দিয়েছে।”
তবে, এসএ টিভির প্রতিবেদনের কোথাও দুটি শহরে যুদ্ধ বিরতির ঘোষণার কথা উল্লেখ না করে সরাসরি লিখা হয়েছে যে ইউক্রেণে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিল রাশিয়া। অতএব দেশীয় ‘এসএটিভি’তে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিরতির ঘোষণার বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী বিষয়টি বিস্তারিত না জেনে কপি ও শেয়ারের মাধ্যমে প্রচার করে।
Also Read: ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশি ব্যক্তি দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার
উল্লেখ্য, রাশিয়া যুদ্ধ বিরতির ঘোষণা দিলেও সেই ঘোষণা কার্যকর না করে ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার।
সুতরাং, বেসামরিক নাগরিকদের ছেড়ে শহর যাওয়ার পথ তৈরি করতে ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে রাশিয়ার সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করার তথ্যটিকে ইউক্রেনে রাশিয়ার সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা দাবিতে দেশীয় সংবাদমাধ্যম এসএটিভির অনলাইন সংস্করণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বিকৃত ভাবে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইউক্রেনে যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার
- Claimed By: Facebook Posts & Media Outlets
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Russia Resumes ‘Offensive’ After Mariupol Ceasefire – Ministry – The Moscow Times
- Russia Declares Ceasefire in Ukraine From 07:00 GMT to Open Humanitarian Corridors for Civilians – 05.03.2022, Sputnik International
- Tass: https://tass.com/defense/1417117
- Russia declares partial ceasefire to allow humanitarian corridors in Ukraine | Reuters
- Russia declares ceasefire in 2 Ukraine cities, opens corridors for civilians | The Daily Star
- ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি, মানবিক করিডর চালুর ঘোষণা রাশিয়ার | প্রথম আলো
- Kyiv: Russia violates temporary ceasefire | Russia-Ukraine Conflict | World English News | WION