সম্প্রতি, কঙ্গোতে ভারী বর্ষণের ঘটনায় বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পাঁচটি ছবি ব্যবহার করা হয়েছে।

উক্ত ছবিগুলো যুক্ত করে গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু প্রতিবেদন দেখুন সমকাল, বৈশাখী টেলিভিশন, ভোরের কাগজ, মানবকণ্ঠ, নিউজ২৪, বাংলা ট্রিবিউন, আলোকিত বাংলাদেশ, সংবাদ প্রকাশ, ডেইলি মেসেঞ্জার, সাম্প্রতিক দেশকাল, সোনালি নিউজ, একাত্তর টিভি, দৈনিক বাংলা, ঢাকা মেইল, ডেইলি বাংলাদেশ (১), যমুনা টিভি, সময় টিভি, মানবজমিন, চ্যানেল২৪, বাংলাদেশ টুডে, পিবিএ এজেন্সি, বিজয় টিভি, স্টার সংবাদ, ডেইলি বাংলাদেশ (২), বিজনেস পোস্ট, ডেইলি অবজারভার, ডেইলি বাংলাদেশ (৩)।

উক্ত ছবিগুলো ব্যবহার করে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কঙ্গোতে ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সাথে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং পূর্বে কঙ্গোসহ ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুরোনো ছবিকে কঙ্গোর সাম্প্রতিক বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।
গত ০৪ মে কঙ্গোর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ঘটনা ঘটে। সাউথ কিভু প্রদেশের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০৪ মে) প্রদেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে একটি নদীর পানি উপচে পড়ে এবং বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
ঘটনাটির বিষয়ে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। ছবিগুলো যাচাই করে রিউমর স্ক্যানার দেখেছে, উক্ত ঘটনায় ২৩ টি গণমাধ্যমের ২৪ টি প্রতিবেদনে মোট ০৫ টি ভুল ছবি প্রচার করা হয়েছে।
ছবি যাচাই ১

কঙ্গোর সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে সমকাল, বৈশাখী টেলিভিশন, ভোরের কাগজ, মানবকণ্ঠ, নিউজ২৪, বাংলা ট্রিবিউন, আলোকিত বাংলাদেশ, সংবাদ প্রকাশ, ডেইলি মেসেঞ্জার, সাম্প্রতিক দেশকাল, সোনালি নিউজ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম Jakarta Post এর অনলাইন সংস্করণে ‘Floods, landslide kill nine in West Sumatra, Riau’ শীর্ষক শিরোনামে ২০১৮ সালের ১৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে (আর্কাইভ) আলোচিত ছবিটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ২০১৮ সালের ১২ অক্টোবর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় বন্যা ও ভূমিধসে একটি ক্ষতিগ্রস্ত রাস্তার।

এছাড়াও, এ বিষয়ে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে ব্যবহৃত আলোচিত ওই ছবিটির সোর্স হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের নাম উল্লেখ করা হলেও রয়টার্সে এ বিষয়ে প্রকাশিত দুটো প্রতিবেদনের কোনোটিতেই উক্ত ঘটনার ছবিটি খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে গত ০৫ মে এবং ০৬ মে রয়টার্সে প্রকাশিত দুটো প্রতিবেদন দেখুন।
- At least 176 found dead in flooded east Congo villages, provincial governor says
- Nearly 200 killed in Congo floods
অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি কঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনার নয়।
ছবি যাচাই ২

কঙ্গোর সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে একাত্তর টিভি, দৈনিক বাংলা, ঢাকা মেইল, ডেইলি বাংলাদেশ, ডেইলি অবজারভার।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম Reuters এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ২০২২ সালের ১৩ ডিসেম্বর কঙ্গোতে ভারী বর্ষণের ঘটনার।

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি কঙ্গোর সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার নয়।
ছবি যাচাই ৩

কঙ্গোর সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে যমুনা টিভি।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম Reuters এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ২০২২ সালের ১৩ ডিসেম্বর কঙ্গোতে ভারী বর্ষণের ঘটনার।

Screenshot source: Reuters
অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি কঙ্গোর সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার নয়।
ছবি যাচাই ৪

কঙ্গোর সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে সময় টিভি, মানবজমিন, চ্যানেল২৪, বাংলাদেশ টুডে, পিবিএ এজেন্সি, বিজয় টিভি, স্টার সংবাদ, বিজনেস পোস্ট, ডেইলি বাংলাদেশ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
International Center for Investigative Reporting Nigeria এর ওয়েবসাইটে ২০২২ সালের ০৮ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি নাইজেরিয়ায় কোগি অঙ্গরাজ্যের বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ার ঘটনার দৃশ্য।

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি কঙ্গোর ভারী বর্ষণের ঘটনার নয়।
ছবি যাচাই ৫

কঙ্গোতে সাম্প্রতিক বন্যার ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে ডেইলি বাংলাদেশ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
নাইজেরিয়ান সংবাদমাধ্যম The News Nigeria এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নাইজেরিয়ায় ২০২০ সালের বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ার ছবি এটি।

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি কঙ্গোর সাম্প্রতিক ভারী বর্ষণের ঘটনার নয়।
গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহিত, কেউ-বা ছবিসূত্র হিসেবে বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ করেছে। কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখে নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহিত উল্লেখ, বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিগুলো কঙ্গোর সাম্প্রতিক আকস্মিক বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।
মূলত, গত ০৪ মে কঙ্গোর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এই ঘটনায় দেশীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে কঙ্গো এবং ভিন্ন ভিন্ন দেশের পাঁচটি ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে সাম্প্রতিক ঘটনার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো কঙ্গোর সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
উল্লেখ্য, পূর্বেও গণমাধ্যমে ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সম্প্রতি কঙ্গোতে ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে একাধিক পুরোনো ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Jakarta Post: Floods, landslide kill nine in West Sumatra, Riau
- Al Jazeera: At least 176 people killed in eastern DR Congo floods
- The News Nigeria: Floods Sack Kogi communities
- International Center for Investigative Reporting Nigeria: Flood at the Confluence: When Kogi flood victims queried FG’s sincerity on multi-billion dredging contracts
- Reuters: Floods kill at least 120 in Congolese capital