ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

সম্প্রতি, “আল-আকসায় পুলিশি অভিযান, বৃষ্টির মতো ইসরায়েলে রকেট হামলা” শীর্ষক শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলে প্রকাশিত প্রতিবেদনে দুইটি ছবি ব্যবহার করা হয়েছে।

Screenshot from Dhaka Mail

ঢাকা মেইলের প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের পর লেবানন থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলার ঘটনায় ঢাকা মেইলে ব্যবহৃত ছবি দুইটি সাম্প্রতিক সময়ের নয় বরং প্রথম ছবিটি ২০১৪ সালের এবং দ্বিতীয়টি ২০২১ সালের ভিন্ন ঘটনার।

প্রথম ছবির বিষয়ে অনুসন্ধান 

ঢাকা মেইলের প্রতিবেদনে উল্লিখিত প্রথম ছবিটি ইসরায়েলের আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেমের। ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম CNN এর ওয়েবসাইটে ২০১৪ সালের ০৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot from CNN

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ইসরায়েলের আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেমের ছবিটি ২০১৪ সালের ০৮ জুলাই তুলেছে এএফপি। সিএনএন ছবিটি সংগ্রহ করেছে গেটি ইমেজেস থেকে। 

পরবর্তীতে অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ এর ওয়েবসাইটে ২০১৪ সালের ৮ জুলাই “Tension Remain High At Israeli Gaza Border” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Getty Images

উক্ত ছবির ক্যাপশনে থেকে জানা যায়, আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেম ২০১৪ সালের ৮ জুলাই ইসরায়েলের অ্যাশডোড শহরের উপরের একটি রকেট আটকাতে ফায়ার করার সময়ের ছবি এটি। 

অর্থাৎ, ঢাকা মেইলের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত প্রথম ছবিটি সাড়ে আট বছরেরও বেশি সময়ের পুরোনো। 

দ্বিতীয় ছবিটির বিষয়ে অনুসন্ধান 

ঢাকা মেইলের প্রতিবেদনে উল্লিখিত দ্বিতীয় ছবিটিও ইসরায়েলের আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেমের। ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে সৌদি আরবের সংবাদমাধ্যম ‘Al Arabiya News’ এর ওয়েবসাইটে গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনের আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Al Arabiya News

উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, ইসরায়েলের আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেমের ছবিটি ২০২১ সালের ১২ মে তুলেছে এএফপি।  

পরবর্তীতে অধিকতর অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ এর ওয়েবসাইটে ২০২১ সালে ১২ মে প্রকাশিত “ISRAEL-PALESTINIAN-CONFLICT” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Getty Images

অর্থাৎ, ঢাকা মেইলের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত দ্বিতীয় ছবিটি প্রায় দুই বছরের পুরোনো।

মূলত, ২০১৪ এবং ২০২১ সালে ভিন্ন ভিন্ন সময়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হলে সেগুলো আইরন ডোম দিয়ে বাধা দেওয়ার সময় ধারণকৃত ছবি দুইটি সাম্প্রতিক সময়ে লেবানন থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সুনির্দিষ্ট প্রেক্ষাপট উল্লেখ না করে ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়েছে।

প্রসঙ্গত, পূর্বে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার করলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০১৪ এবং ২০২১ সালের দুটি ছবিকে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img