বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ের দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে(আর্কাইভ)

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে(আর্কাইভ)।

টুইটারে প্রচারিত দুইটি টুইট দেখুন এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)।

টিকটকে একই দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ)।

যা দাবি করা হচ্ছে:

টুইটারে প্রচারিত টুইটগুলোর হিন্দি ভাষার ক্যাপশন বাংলায় অনুবাদ করে দেখা যায় সেখানে লেখা আছে, 

“বাবার বাবা অর্থাৎ দাদা হালাল করেছেন। দাদা জারজ হয়ে উঠল, নাতির স্ত্রীকে ফিরিয়ে দিতে অস্বীকার করল। স্ত্রীও আনন্দের আস্বাদন করলেন এবং স্ত্রী নিজেও দাদী হয়ে গেলেন। ধর্ম এক রঙ্গে বহু, তাই সহজে ধর্ম ছাড়ে না কেউ।”

অর্থাৎ, ভিডিওটিকে বাস্তব ঘটনা দাবিতে এসব টুইটে প্রচার করা হচ্ছে।

এছাড়াও, টিকটকে প্রচারিত ভিডিওটির ক্যাপশনে “১০০% রিয়েল” লেখা দাড়া ভিডিওটিকে সত্য দাবিতে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ে দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই তথ্যটি সত্য নয় বরং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি একটি স্ক্রিপ্টেড ভিডিও। 

দাবিটির সত্যতা যাচাইয়ে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচ্য ভিডিওর মূল উৎস হিসেবে ২০২২ সালের ২৫শে নভেম্বর ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে আপলোডকৃত একই ভিডিওটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

৮০ বছরের দাদার সাথে ছোট মেয়ের হিল্লা বিয়ে দিলো জামাই | রহস্য জনক ঘটনা | Sharmin Shakil 2022” শীর্ষক শিরোনামের সেই ভিডিওর ডেসক্রিপশন পর্যালোচনা করে জানা যায়, ভিডিওটি নেহাতই বিনোদনের উদ্দেশ্যে তৈরিকৃত।

Source: Youtube

পাশাপাশি, আলোচ্য ভিডিওটি Sharmin Shakil নামের যে ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল সেই চ্যানেলে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার। ইউটিউব চ্যানলটি পর্যবেক্ষণ করে, একই ব্যক্তির একাধিক ভিডিওতে উপস্থিতি শনাক্ত করা হয়। অর্থাৎ, একই ব্যক্তিকে বিভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

Collage by Rumor Scanner

উক্ত ইউটিউব চ্যানেলে আপলোডকৃত এরূপ কিছু ভিডিও দেখুন:

অর্থাৎ, বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ের দাবিতে প্রচারিত ভিডিওটি এভাবেই ধারণকৃত একটি বিনোদনমূলক স্ক্রিপ্টেড ভিডিও।

হিল্লা বিয়ে কী?

হিল্লা বিয়ের প্রথা মূলত একটি কুসংস্কার। এই কুসংস্কার মতে, কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার যদি ঐ স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, তালাক দেওয়া স্ত্রীকে প্রথমে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। পরে আগের স্বামী যদি রাজি থাকেন, তবেই পুনরায় ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন। মূলত, তালাক দেওয়া স্ত্রীর সাথে পুনরায় সাংসারিক বন্ধনে আবদ্ধ হতে চাইলে স্ত্রীকে প্রথমে অন্য পুরুষের সাথে বিয়ে দেওয়ার যে প্রথা সেটিই হিল্লা বিয়ে নামে পরিচিত। বাংলাদেশের প্রচলিত আইনে হিল্লা বিয়ের প্রথা একটি দণ্ডনীয় অপরাধ।

Source: Prothom Alo

মূলত, ২০২২ সালের ২৫শে নভেম্বর Sharmin Shakil নামের ইউটিউব চ্যানেলে “৮০ বছরের দাদার সাথে ছোট মেয়ের হিল্লা বিয়ে দিলো জামাই | রহস্য জনক ঘটনা | Sharmin Shakil 2022” শীর্ষক একটি ভিডিও আপলোড করা হয়। পরবর্তীতে, সেই ভিডিওকে সত্যি ঘটনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচ্য ভিডিও ব্যবহার করে বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ের যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি স্ক্রিপ্টেড এবং নেহায়েতই বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। এছাড়াও, ভিডিওটির এক ব্যক্তিকে একাধিক ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

উল্লেখ্য, পূর্বেও চাচাতো বোনের সাথে ৫ বছরের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ের ঘটনার একটি স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ের একটি স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ন মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img