শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

চাচাতো বোনের সাথে ৫ বছরের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ের দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি ‘চাচাতো বোনের সাথে ৫ বছর রিলেশন করার পরে। বিয়ে করতে যাচ্ছে অন্য এক জনকে‘ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চাচাতো বোনের সাথে ৫ বছর সম্পর্ক শেষে অন্য মেয়েকে বিয়ে করার দাবিতে প্রচারিত তথ্যটি সত্য নয় বরং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি একটি স্ক্রিপ্টেড ভিডিও। 

দাবিটির সত্যতা অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত এই সংক্রান্ত ভিডিওগুলোর কমেন্টবক্স যাচাই করে। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এটিকে বানানো, ভুয়া, অভিনয় ও স্ক্রিপ্টেড হিসেবে উল্লেখ করেন।

Screenshot Collage: Rumor Scanner 

এসব কমেন্টের সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে Proyojon TV নামের একটি চ্যানেলে গত ১৮ মে ‘চাচাতো বোনের সাথে প্রেম হলোনা আর বিয়ে করা!!‘ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Proyojon Tv Youtube

ভিডিওটির শুরুতে একজনকে বলতে শোনা যায়, চাচাতো বোনের সাথে প্রেম, পারিবারিক কলহের কারণে প্রেমকে অস্বীকার করে অন্যত্র বিয়ের পিড়িতে বসে চাচাতো ভাই। অত:পর যা ঘটে। 

এরপর ভিডিওটি চলতে শুরু করে এবং ভিডিওটির শেষ অংশে পুনরায় বলা হয়, ‘যারা প্রেম করেন, তারা আজকের ভিডিওটির কথা একটু চিন্তা করবেন। এমনটি ঘটতে পারে আপনার সাথেও। আবেগের বশে কখনো প্রেম করা উচিত নয়। কারণ, যখন বিবেক জাগ্রত হয়, তখন আর সে প্রেম, আর প্রেম থাকে না। ছিন্নভিন্ন হয়ে যায়।’ পুরো ভিডিওটির কোথাও ঘটনাটি সংগঠনের স্থান, সময় সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না।

তবে ইউটিউব চ্যানেলটির বিস্তারিত বিবরণী অনুসন্ধান করে দেখা যায়, প্রয়োজন টিভি বাংলাদেশ থেকে পরিচালিত একটি চ্যানেল। এই চ্যানেলটি বিভিন্ন ইসলামী বিষয়, শিক্ষামূলক ঘটনা, সাক্ষাৎকার, শর্টফিল্ম, ইসলামী নাটক, নাটক, চলচ্চিত্র ইত্যাদি প্রচার করে থাকে।

Screenshot: Proyojon Tv Youtube

অর্থাৎ এটি একটি বিনোদনধর্মী ইউটিউব চ্যানেল।

পরবর্তীতে চ্যানেলটির সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  Proyojon TVProyojon TV BD নামে দুইটি পেইজ খুঁজে পাওয়া যায়। 

Image Collage: Rumor Scanner 

পেইজ দুটিতে চাচাতো বোনের সাথে ৫ বছর সম্পর্ক শেষে অন্য মেয়েকে বিয়ে করার দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা ব্যক্তিদের একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Image Collage: Rumor Scanner 

ভিডিওগুলোতে তাদেরকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতেও দেখা যায়। 

Image Collage: Rumor Scanner 

এমন কিছু ভিডিও দেখুন 

অর্থাৎ চাচাতো বোনের সাথে ৫ বছর সম্পর্ক শেষে অন্য মেয়েকে বিয়ে করার দাবিতে প্রচারিত ভিডিওটিও এভাবেই ধারণকৃত একটি স্ক্রিপ্টেড ভিডিও। 

দর্শকের বিভ্রান্তি 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উক্ত ভিডিওগুলোর কমেন্টবক্সে কেউ কেউ ভিডিওগুলোকে বানানো, ভুয়া, অভিনয় ও স্ক্রিপ্টেড হিসেবে উল্লেখ করলেও বিপরীতে এমন অনেক মন্তব্য পাওয়া যায়, যেখানে দর্শকেরা ঘটনাটিকে সত্য হিসেবে ধরে নিয়েছেন। 

যেমন, আহমেদ ইকবাল নামে একজন লিখেছেন, ‘এই মেয়েটিকে ফেলে যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে শুধু অন্যায় হবে না পাপও হবে, মানুষের মন থেকে ভালবাসা নামক বিশ্বাস উঠে যাবে, আমিও একজন ছেলে এমনটা আমার সাথে হলে কখনও তাকে ফেলে রেখে চলে যেতে পারব না, এই মেয়েকে বিয়ে করলে আর কিছু না হলেও জীবনে সুখি হবে ছেলেটি, মায়া মমতা ভালবাসায় সারাটিজীবন আগলিয়ে রাখবে,,।’ 

আলমগীর হোসেন বাবুল নামে একজন লিখেছেন, ‘মেয়েটা যেহেতু লাভ করে তা হলে বিয়ে ঠিক হওয়ার আগে কেন এসব কাহিনি করলো না। এখন যদি এই মেয়ে টা কে বিয়ে করে তা হলে অন্য দিকে আরেক টা মেয়ের লাইফ নষ্ট। এভাবে কেউ বিয়ে বন্ধ করে না। ‘

Image Collage: Rumor Scanner 

এমডি জুয়েল এমডি রানা নামে একজন লিখেছেন, ‘এটা পাগলামি ছাড়া আর কিছু না। এ সময় যত ভালবাসা থাকুক না কেন উল্টে গেলে আর একটি মেয়ের জীবন লাইফ নষ্ট হয়ে যাবে যে মেয়েটা তার জন্য বধু সেজে বসিয়া আছে সে মেয়েটি তো সমাজের কাছে কলঙ্কিত হয়ে থাকবে।’

কোনো কোনো দর্শককে আবার ঘটনার সবশেষ পরিণতি জানতে চেয়েও মন্তব্য করতে দেখা গেছে পোস্টগুলোতে।

মূলত, গত ১৮ মে ইউটিউবে Proyojon TV নামের একটি চ্যানেলে ‘চাচাতো বোনের সাথে প্রেম হলোনা আর বিয়ে করা!!’ শীর্ষক একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে থাকা একজন নারী দাবি করেন, তার সাথে ৫ বছর সম্পর্ক শেষে সেখানে বর সাজে উপস্থিত ব্যক্তিটি অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। পরবর্তীতে উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ‘চাচাতো বোনের সাথে ৫ বছর রিলেশন করার পরে। বিয়ে করতে যাচ্ছে অন্য এক জনকে’ শীর্ষক দাবিতে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিতে ভিডিওটি প্রথম যেখানে প্রচার করা হয়েছিল সেটি একটি বিনোদনধর্মী ইউটিউব চ্যানেল। এছাড়া অনুসন্ধানে উক্ত ভিডিওটিতে থাকা ব্যক্তিদের বিভিন্ন ঘটনা নিয়ে দৃশ্যায়িত একাধিক ভিডিওতে খুঁজে পাওয়া যায়। 

সুতরাং, চাচাতো বোনের সাথে ৫ বছর সম্পর্ক শেষে অন্য মেয়েকে বিয়ে করার ঘটনা উল্লেখ করে একটি স্ক্রিপ্টেড ভিডিওকে সত্য ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img