শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

ব্রাজিলে সাম্প্রতিক ভবন ধসের ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

গত ০৮ জুলাই ব্রাজিলে ভবন ধসের ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি ব্যবহার করা হয়েছে। 

উক্ত ছবি ব্যবহার করে ব্রাজিলের সাম্প্রতিক ভবন ধসের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি বাংলাদেশ, জনবাণী এবং নিউজ বিডি টাইপ। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং চলতি বছরের ২২ ফেব্রুয়ারিতে ব্রাজিলের সাও সেবাস্তিয়াওয়ে ভূমিধসের সময়কার দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম REUTERS এর ওয়েবসাইটে গত ২৪ ফেব্রুয়ারি ‘Brazil downpours leave at least 50 dead as rescue ship arrives’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: REUTERS

প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২২ ফেব্রুয়ারিতে ব্রাজিলের সাও সেবাস্তিয়াওয়ে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসের স্থানে একজন ফায়ার ফাইটার এবং অপর এক ব্যক্তি দাঁড়িয়ে থাকার ছবি।

অর্থাৎ, ব্রাজিলে ভবনধসের সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে। 

এছাড়াও, গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে ছবিটি সংগৃহীত বলে উল্লেখ করা হয়েছে, কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে সংগৃহীত উল্লেখ করা বা কোন তথ্য উল্লেখ না করায় স্বাভাবিকভাবেই ছবিটি ব্রাজিলের সাম্প্রতিক সময়ের ভবন ধসের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়। 

মূলত, গত ০৮ জুলাই ব্রাজিলে ভবন ধসের ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি প্রচারের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি এবছরের ২২ ফেব্রুয়ারিতে ব্রাজিলের সাও সেবাস্তিয়াওয়ে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসের স্থানে একজন ফায়ার ফাইটার এবং অপর এক ব্যক্তি দাড়ানোর ছবি। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিটির ক্যাপশনে পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য না দেওয়ায় ছবিটি সাম্প্রতিক ভবন ধসের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। 

উল্লেখ্য, পূর্বে কঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি ব্যবহার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ব্রাজিলে সাম্প্রতিক সময়ে ভবন ধসের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img