সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ইতিহাস সম্পর্কিত একটি প্রতিবেদনে অনলাইন পোর্টাল ঢাকা ট্রিবিউন দাবি করে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে নাম পরিবর্তন করে Comilla University (CU) থেকে Cumilla University ধারণ করে।

গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন University name changes in history

গণমাধ্যমটির ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করে Comilla University (CU) থেকে Cumilla University ধারণ করার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়টি ইংরেজি নামের বানান পরিবর্তন করলেও পরবর্তীতে একই বছরে আবার পূর্বের বানানে ফিরে যায়। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের সংক্ষিপ্ত রূপও CU নয় বরং CoU।
নামের বানান পরিবর্তনের ঘটনাটি যখনের
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের সাথে সংগতি রেখে নিজেদের ইংরেজি নামের বানান পরিবর্তন করে Comilla University (CU) থেকে Cumilla University ধারণ করেছে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানান পরিবর্তনের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ৫ মার্চ।

এ নিয়ে বিশ্লেষণে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির তৎকালীন রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত নিকারের ১১৫তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান Comilla এর পরিবর্তন করে Cumilla হিসেবে সংশোধন করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম সে অনুযায়ী Comilla University এর পরিবর্তে Cumilla University করার নিমিত্তে সিন্ডিকেটের ৭২ তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ইংরেজি নাম Cumilla University হিসেবে ব্যবহারের জন্য বলা হয়েছে।
অপরদিকে অনুসন্ধানে আরও দেখা যায়, বিশ্ববিদ্যালয়টি ২০১৯ সালের ৫ মার্চ নামের ইংরেজি বানান পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে একই বছরের ৩ জুলাই পুনরায় আগের বানানে অর্থাৎ Cumilla University এর পরিবর্তে Comilla University তে ফিরে যায়।

পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ অনুযায়ীও বিশ্ববিদ্যালয়টির ইংরেজি নামের বানান এখনো Comilla University-ই রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট ঘেটেও দেখা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ইংরেজি নামের বানান Comilla University-ই লিখছে।

অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করেনি। কেবল বিশ্ববিদ্যালয়টি ইংরেজি নামের বানান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরবর্তীতে বিষয়টি পুনরায় পরিবর্তন করে আগের ইংরেজি নামের বানানে ফিরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রূপ CU নয়
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের (Comilla University) এর সংক্ষিপ্ত রূপ CU।

তবে অনুসন্ধানে দেখা যায়, CU কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয় বরং এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (University of Chittagong) এর সংক্ষিপ্ত রূপ।

অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট লিংক www.cou.ac.bd.com। অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ হলো CoU।
মূলত, ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় কুমিল্লাসহ পাঁচটির জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এ হিসেবে কুমিল্লা জেলার ইংরেজি বানান Comilla থেকে Cumilla করা হয়। নিকারের এই সিদ্ধান্তের ভিত্তিতে ২০১৯ সালের ৫ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের নামের ইংরেজি বানান পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে একই বছরের ৩ জুলাই পুনরায় আগের বানানে অর্থাৎ Cumilla University এর পরিবর্তে Comilla University তে ফিরে যায়। তবে সম্প্রতি গণমাধ্যমে উক্ত বিষয়টিকেই বিস্তারিত উল্লেখ না করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করেছে দাবিতে মূলধারার অনলাইন গণমাধ্যম ঢাকা ট্রিবিউন সংবাদ প্রকাশ করেছে।
সুতরাং, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করেছে দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangla news24: কুবি’র নামের ইংরেজি বানান পরিবর্তন
- Daily Campus: নামের ইংরেজি বানান নিয়ে সন্তুষ্ট নয় কুবি, ফের পরিবর্তন
- Comilla University Law: কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন
- Comilla University website: https://www.cou.ac.bd/
- University of Chittagong website: https://cu.ac.bd/
- Daily Prothom Alo: পাল্টে গেল ৫ জেলার ইংরেজি বানান