IAS পরীক্ষায় প্রথম হয়ে বাবাকে রিকশায় বসিয়ে শহর ঘোরানোর দাবিতে প্রচারিত গল্পটি বানোয়াট 

সম্প্রতি, “যে মেয়েটি রিক্সা টানছে সে ২০১৮ সালের ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) পরীক্ষায় প্রথম হয়েছে। যাত্রী তার বাবা। যার অক্লান্ত পরিশ্রমে তার স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে, তাকে রিক্সায় (কলকাতার) চড়িয়ে সে শহর প্রদক্ষিণ করে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিতে থাকা মেয়েটির ২০১৮ সালের আইএএস (IAS) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং প্রথম হওয়ার পর তার নিজের স্বপ্নপূরণে নেপথ্যে থাকা বাবাকে রিক্সায় চাপিয়ে পুরো শহর ঘুরিয়ে দেখানোর দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং শ্রামণা পোদ্দার নামে ছবির মেয়েটি একজন ট্র্যাভেল ব্লগার, যিনি শখের বশে কলকাতার শোভাবাজারের রাস্তায় ছবিটি তুলেছিলেন।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘mishti.and.meat’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০১৮ সালের ২৫ এপ্রিল তারিখে “So here goes the story behind this” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot from ‘mishti.and.meat’ instagram post 

ইংরেজি ভাষায় ক্যাপশনে প্রচারিত উক্ত পোস্টটিতে লেখা হয়,“ছোটবেলায় উত্তর কিংবা মধ্যে কলকাতায় গেলে এই হাতে টানা রিক্সা দেখতে পেতাম। রিক্সাওয়ালদের দেখলেই মনটা খারাপ হয়ে যেত। কী পরিশ্রমটাই ওনারা করতো। কলকাতায় গিয়ে ভাবলাম নিজে একবার রিক্সা টেনে দেখি। রিক্সাওয়ালা কাকুকে বললাম পিছনে বসতে। শোভাবাজারের রাস্তায় ছবিটি তোলা হয়েছিল।” 

এছাড়া, ‘Union Public Service Commission of India’ এর ওয়েবসাইটে ২০১৮ সালে উত্তীর্ণ IAS পরীক্ষার্থীদের তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০১৮ সালে ‘KANISHAK KATARIA’ নামে এক ব্যক্তি উক্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। 

Screenshot from ‘Union Public Service Commission of India’ website 

অর্থাৎ, শ্রামণা পোদ্দার শখের বশে ইচ্ছে করেই ছবিটি তুলেছিলেন এবং ২০১৮ সালে IAS পরীক্ষায় তার প্রথম স্থান অধিকার করার বিষয়টিও সত্য নয়। 

মূলত, শ্রামণা পোদ্দার একজন ট্র্যাভেল ব্লগার। তিনি স্বভাবত বেড়াতে ভালোবাসেন এবং সেগুলো নিয়ে ব্লগ কনটেন্ট বানিয়ে থাকেন। কলকাতার শোভাবাজারের রাস্তায় ঘুরতে গিয়ে এক রিকশাওয়ালাকে পেছনে বসিয়ে রিকশা টেনে নিয়ে যাওয়ার সময়ে শখের বশে একটি ছবি তুলেছিলেন। সেই ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে ‘মেয়েটি ২০১৮ সালের IAS টপার এবং তিনি তার সাফল্যের নেপথ্যে থাকা বাবাকে রিক্সায় চাপিয়ে পুরো শহর ঘুরিয়ে দেখাচ্ছেন’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালে ভারতে একই মনগড়া ক্যাপশনে ছবিটি প্রচার করা হয়েছিলো। সে সময়ে ভারতীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘Boom’ কর্তৃক শ্রামণা পোদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে, গল্পটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছিলেন। 

সুতরাং, ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) পরীক্ষায় প্রথম হয়ে বাবাকে রিকশায় বসিয়ে শহর ঘোরানোর দাবিতে এক তরুণীর ছবি সম্বলিত প্রচারিত এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img