১৫ আগস্ট উপলক্ষে নরেন্দ্র মোদি থেকে শেখ হাসিনার সাথে সাক্ষাতের অনুমতিপত্র পাওয়ার দাবিটি বানোয়াট

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘Tamanna Akhter Yesman’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে নরেন্দ্র মোদির ছবি প্রচার করে দাবি করা হয়েছে,  শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য ভারত সরকারের কাছে ৭ আগস্ট একটি আবেদন করেছিলাম এর প্রেক্ষিতে আজ (১৪ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতিপত্র পেয়েছি। 

অর্থাৎ দাবি করা হয়েছে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে মোদির সাথে করমর্দনরত নারী তামান্না আক্তার ইয়াসমান।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে নরেন্দ্র মোদির সাথে করমর্দনরত নারীর নাম তামান্না আক্তার ইয়াসমান নয়, তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করার সময়ের ছবি এবং ছবিতে মোদির সাথে করমর্দনরত নারী সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি। এছাড়া, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে নরেন্দ্র মোদির কাছে থেকে অনুমতিপত্র নেওয়ার মতোও কোনো ঘটনা ঘটেনি।


এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘ANI News’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ‘Prime Minister Narendra Modi concludes UAE visit, emplanes for Qatar’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই দিনের সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে কাতার গমন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী, দোহায় প্রধানমন্ত্রী মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন।


এ বিষয়ে সেসময় বিভিন্ন গণমাধ্যমে একই তথ্যসংবলিত সংবাদ (,,) প্রকাশিত হয়। 

এছাড়া, ছবিতে থাকা নারীর নাম রিম বিনতে রিম আল হাশিমি, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০২৪ সালে নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি ও নরেন্দ্র মোদির করমর্দনরত ছবি দিয়ে কথিত তামান্না আক্তার ইয়াসমান বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে শেখ হাসিনার সাথে সাক্ষাতের অনুমতিপত্র নিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img