মার্টিনেজ জামাল ভূঁইয়াকে ফোন করে সরি বলেননি

সম্প্রতি, ‘জামাল ভুইয়াকে নিজে থেকে ফোন করে সরি বলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

জামাল ভূঁইয়া

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জামাল ভূঁইয়াকে ফোন করে সরি বলেননি বরং মার্টিনেজের ভারত-বাংলাদেশ সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জামালকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। 

দাবিটি নিয়ে সত্যতা যাচাইয়ে জাতীয় দৈনিক সমকালে গত ৮ জুলাই ‘জামালকে ‘সরি’ বলেছেন মার্টিনেজের কলকাতা এজেন্ট’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় আসার পর বাংলাদেশের ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে দেখা না হওয়ায় সমালোচনায় পড়েন আয়োজকেরা। এরপর নিজের ভুল বুঝতে পেরে জামাল ভূঁইয়াকে ফোন দিয়ে ‘সরি’ বলেছেন  মার্টিনেজের ভারত-বাংলাদেশ সফর আয়োজনের উদ্যোক্তা শতদ্রু দত্ত।

Screenshot: Daily Samakal

পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভিতে একইদিনে ‘জামালের জন্য জার্সি পাঠালেন মার্তিনেজ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায় যে, শতদ্রুই মূলত জামাল ভূঁইয়াকে সরি বলেছেন।

  Screenshot: Desh TV

এছাড়া দেশের অন্য কোনো গণমাধ্যম সূত্রেও ‘মার্টিনেজ জামাল ভূঁইয়াকে ফোন দিয়ে নিজে সরি বলেছেন’ এমন দাবির পক্ষে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে জামাল ভুঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজে তার সময় টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ খুঁজে পাওয়া যায়। 

Screenshot source: Facebook 

ভিডিওতে জামালকে বলতে শোনা (৪২ সেকেন্ড সময় থেকে) যায়, মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ইন্ডিয়া (ভারত)। উনাকে/উনি আমাকে ফোন দিসে ইন্ডিয়া থেকে। বলসে, আমি খুব দুঃখিত। আমার খুব লজ্জা লাগতেসে কারণ আমি জানতাম না আপনি এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। মার্টিনেজ নিজে দেখসে নিউজটা। কলকাতার ওরা নিউজ করসে। মার্টিনেজ সবকিছু দেখসে। আমার জন্য একটা গিফট দিসে। একটা জার্সি সাইন দিসে। এটা ভালো লাগসে।” 

অর্থাৎ, ভিডিওতে জামালের বক্তব্য থেকে স্পষ্ট হওয়া যায়নি, প্রকৃতপক্ষে কে তাকে ফোন করেছিলেন। 

এ বিষয়টি নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম তাই মার্টিনেজের ভারত-বাংলাদেশ সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তের সাথে যোগাযোগ করে। তিনি রিউমর স্ক্যানারকে জানান, জামালকে ফোন মার্টিনেজ নয়, তিনি (শতদ্রু) নিজেই দিয়েছিলেন।

মূলত, গত ৩ জুন ঢাকায় আসেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একইদিনে বাংলাদেশ ফুটবল দল ভারতের ব্যাঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফিরে। সেই সময় বাংলাদেশ সফর শেষে বিমানবন্দরে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেখানে তার  সাথে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে শেষ পর্যন্ত তার সাথে দেখা হয়নি জামালের। এ নিয়ে  গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এরই প্রেক্ষিতে পরবর্তীতে মার্টিনেজের এই সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জামাল ভূঁইয়াকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেন। তবে তার দুঃখ প্রকাশের এই ঘটনাটিকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্টিনেজ জামাল ভূঁইয়াকে ফোন দিয়েছেন দাবিতে প্রচার করা হয়।

সুতরাং, জামাল ভুঁইয়াকে এমিলিয়ানো মার্টিনেজ নিজে থেকে ফোন করে সরি বলেছিলেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img