Home Blog Page 541

জাপানে জুলাইতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি

গত জুলাইতে, জাপানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দুইটি  ছবি ব্যবহার করা হয়েছে।

ছবিগুলো ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ডেইলি সান, নয়া দিগন্ত, সাম্প্রতিক দেশকাল, জুম বাংলা এবং নিউজজি২৪

একই ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুইটি সাম্প্রতিক সময়ে জাপানে প্রবল বর্ষণের ঘটনায় সৃষ্ট বন্যার নয় বরং পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে। 

ছবি যাচাই- ১

Screenshot: Bangla Tribune

জাপানে সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার ঘটনার খবরে ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’তে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর “Powerful Typhoon Man-yi hits central Japan” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: BBC

ছবিটির ক্যাপশনে বলা হয়, সে সময় জাপানের কিয়োটোর লোকেরা বন্যা কবলিত রাস্তায় চলাচলের জন্য নৌকায় চড়তে বাধ্য হয়েছিল। 

অর্থাৎ, ছবিটি অন্তত ১০ বছরের পুরোনো। 

ছবি যাচাই- ২

জাপানে সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার ঘটনার খবরে ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ডেইলি সান, নয়া দিগন্ত, সাম্প্রতিক দেশকাল, জুম বাংলা এবং নিউজজি২৪

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Reuters

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর জাপানের ইবারাকি প্রিফেকচারের জোসোতে, টাইফুন ইটাউ দ্বারা সৃষ্ট কিনুগাওয়া নদী দ্বারা প্লাবিত একটি এলাকায় অগ্নিনির্বাপকদের দ্বারা যানবাহন থেকে লোকদের উদ্বার করার সময় ছবিটি তোলা। 

অর্থাৎ, ছবিটি অন্তত ৮ বছরের পুরোনো। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ছবি শীর্ষক কোনো তথ্য উল্লেখ করা হয়নি বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত এবং কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে বিদেশি সংবাদ সংস্থার নাম উল্লেখ করেছে। আবার কোনোটিতে কিছুই উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ কিংবা কোনো তথ্য উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই ছবিগুলো জাপানের সাম্প্রতিক প্রবল বর্ষণের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়। 

মূলত, গত জুলাইতে জাপানে প্রবল বর্ষণের ঘটনায় দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জাপানের ঘটনার দাবিতে দুইটি ছবি ব্যবহার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো উক্ত ঘটনার নয়। ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে জাপানের সাম্প্রতিক প্রবল বর্ষণের ঘটনার খবরে ব্যবহার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো জাপানের সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।

সুতরাং, জাপানের প্রবল বর্ষণের ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দুইটি পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

মেসি ও রোনালদোকে নিয়ে ডেভিড ব্যাকহামের মন্তব্যটি ভুয়া

সম্প্রতি, “মেসি কেবল বার্সেলোনার সাথেই সফল হবেন, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের যেকোনো দলের সাথেই সফল হবেন” শীর্ষক এই মন্তব্যটি ডেভিড ব্যাকহামের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে ডেভিড ব্যাকহামের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি বরং ডেভিড ব্যাকহাম লিওনেল মেসিকেই সেরা বলে করা বিভিন্ন মন্তব্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়।

সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড ব্যাকহামের মন্তব্য দাবিতে প্রচারিত এই বিষয়টির কোনো সূত্র খুঁজে না পাওয়ায় রিউমর স্ক্যানার টিম দাবিটির সূত্রপাত যাচাইয়ের জন্য ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে।

ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, গত ২০ জুলাই রাত ৭ টা ৩১ মিনিটে “Sports Lover” নামক একটি পেজ থেকে এই দাবির পোস্ট (আর্কাইভ) করা হয়। 

পোস্টটির ক্যাপশনে ডেভিড ব্যাকহামকে উদ্ধৃতি করে বলা হয়, মেসি কেবল বার্সেলোনার সাথেই সফল হবেন, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের যেকোনো দলের সাথেই সফল হবেন।

Screenshot: Facebook

পরবর্তীতে একই তারিখে রাত ১১ টা ৮ মিনিটে “Md Imran” নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে আরেকটি পোস্ট (আর্কাইভ) করা হয়। 

তবে, পোস্টগুলোতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। 

কিছু ফেসবুক ব্যবহারকারী মন্তব্যটিকে স্যাটায়ার হিসেবে ব্যঙ্গাত্মক অর্থে প্রচার করলেও আবার অনেকেই এই মন্তব্যটিকে বাস্তব বা ডেভিড ব্যাকহামের আসল মন্তব্য দাবিতে প্রচার করছে।

ডেভিড ব্যাকহাম মেসি ও রোনালদোকে নিয়ে করা মন্তব্য 

অনুসন্ধানে দেখা যায়, ডেভিড ব্যাকহাম পূর্বে বিভিন্ন সময় মেসি ও রোনালদোর প্রসঙ্গে মেসিকে সেরা বলে মন্তব্য করেছেন। 

লিওনেল মেসি বার্সেলোনায় থাকাকালীন মেসি ও রোনালদোকে নিয়ে ডেভিড ব্যাকহামের করা একটি মন্তব্য খেলাধুলা ভিত্তিক গণমাধ্যম Bleacher Report এর একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায় ডেভিড ব্যাকহাম বলেছেন, তাদের (মেসি ও রোনালদো) প্রযুক্তিগত দক্ষতা এবং প্রতিভায় মিল থাকতে পারে এবং ফুটবলের জন্য তাদের উভয়ের উপস্থিতি কল্পনাতিত, তবে মেসিই কেবল বিশ্বের সেরা খেলোয়াড়। 

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ফুটবল বিশ্বে মেগাস্টার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দক্ষতা এবং দক্ষতার তুলনা করতে আগ্রহী।

Screenshot: Bleacher Report

এছাড়া, SPORTS BRIEF এর ওয়েবসাইটে গত ২১ ফেব্রুয়ারি “Ronaldo vs Messi: David Beckham Finally Reveals His Favourite Player” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় ডেভিড ব্যাকহাম সেরা খেলোয়াড় নির্বাচনে বলেছেন, এটা মেসি হতে হবে। আমি বিভিন্ন কারণে লিওকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি কারণ তিনি একজন মহান বাবা। আমি তাকে ভালোবাসি কারণ তিনি একজন মহান ব্যক্তিত্ব, একটি চরিত্র। তিনি একজন মহান ব্যক্তি।

প্রতিবেদনটি থেকে আরো জানা যায় ডেভিড ব্যাকহাম বলেছেন, আমি মনে করি যে সবাই তার সম্পর্কে যা পছন্দ করে তা হল সে যেভাবে খেলাটি খেলে। তিনি আবেগের সাথে খেলাটি খেলেন। তিনি যেভাবে খেলেন ঠিক সেভাবে বিনামূল্যে গেমটি খেলেন।

Screenshot: Sports Brief

পাশাপাশি, খেলাধুলা ভিত্তিক গণমাধ্যম GOAL এর ওয়েবসাইটে গত ৩ ফেব্রুয়ারি “Beckham picks Messi over fellow Man Utd icon Ronaldo as player he most likes to watch” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটিতে, “কোন খেলোয়াড়কে তিনি বেশি পছন্দ করেন?” এমন প্রশ্নে ব্যাকহাম বলেন, এটা মেসি হতে হবে। আমি বিভিন্ন কারণে লিওকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি কারণ তিনি একজন মহান বাবা। আমি তাকে ভালোবাসি কারণ তিনি একজন মহান ব্যক্তিত্ব, একটি চরিত্র। তিনি একজন মহান ব্যক্তি।

মেসিকে সেরা খেলোয়াড় বলে গত ০২ ফেব্রুয়ারি ESPN Argentina কে দেওয়া সাক্ষাৎকারটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। সাক্ষাৎকারটির সাথে প্রদত্ত তথ্যের সত্যতা পাওয়া যায়।

Screenshot: ESPN Argentina Twitter Account

মূলত, ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড ব্যাকহাম “মেসি কেবল বার্সেলোনার সাথেই সফল হবেন, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের যেকোনো দলের সাথেই সফল হবেন” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডেভিড ব্যাকহাম এমন কোনো মন্তব্য করেননি বরং তিনি বিভিন্ন সময়ে মেসিকে সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন। 

উল্লেখ্য, পূর্বে মেসি ও রোনালদোকে নিয়ে ছড়িয়ে পড়া মন্তব্যকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, মেসি এবং রোনালদোকে নিয়ে ছড়িয়ে পড়া মন্তব্যটি ডেভিড ব্যাকহামের মন্তব্য শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

নায়ক রাজ্জাকের ছবিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে প্রচার

আজ (০৬ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে “আওয়ামী লীগের দল আজ দিল্লিতে” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে।

প্রতিবেদনটি দেখুন আনন্দবাজার

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আনন্দবাজারের প্রতিবেদনে প্রচারিত ছবিটি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নয় বরং উক্ত ছবিটি বাংলাদেশের প্রয়াত নায়ক রাজ্জাকের।

এ বিষয়ে অনুসন্ধানে আনন্দবাজারের প্রতিবেদনে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির ক্যাপশন থেকে নিশ্চিত হওয়া যায়, এটি নায়ক রাজ্জাকের ছবি।

পাশাপাশি, অপর একটি দেশীয় সংবাদমাধ্যমে নায়ক রাজ্জাকের আলোচ্য ছবিটি দেখুন দৈনিক ইত্তেফাক

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেক জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি খুঁজে পাওয়া যায়।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি সম্বলিত আরো কিছু প্রতিবেদন দেখুন বাংলা ট্রিবিউন, সমকাল

মুলত, আজ (০৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এর প্রতিবেদনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে যে ছবিটি প্রচার করা হয়েছে তা কৃষিমন্ত্রী রাজ্জাকের নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের প্রয়াত নায়ক রাজ্জাকের ছবিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে প্রচার করেছে পত্রিকাটি।  

সুতরাং, বাংলাদেশের প্রয়াত নায়ক রাজ্জাকের ছবিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

অ্যাডভোকেট জেড আই খান পান্নার মৃত্যুর গুজব

সম্প্রতি ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ইন্তেকাল করেছেন’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন সারাবাংলা

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না ইন্তেকাল করেননি বরং শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সার ইন্তেকাল করেছেন। প্রকৃতপক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না জীবিত এবং সুস্থ আছেন। 

আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্নার মৃত্যু দাবিতে প্রচারিত তথ্যটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে তাঁর মেয়ে Nadeemah Khan এর ফেসবুক অ্যাকাউন্টে এসম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Nadeemah Khan Facebook

উক্ত পোস্ট থেকে জানা যায়,  অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না বর্তমানে জীবিত এবং সুস্থ আছেন।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রথম আলো’র অনলাইন সংস্করণে গত ০৪ আগস্ট ‘পান্না কায়সার মারা গেছেন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Prothom Alo

প্রতিবেদন থেকে জানা যায়, লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার শুক্রবার (০৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। 

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না মারা যাননি।

মূলত, গতকাল (০৪ আগস্ট) সকালে শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। নামের সাথে মিল থাকায় পরবর্তীতে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না মারা গেছেন দাবিতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। প্রকৃতপক্ষে, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না বর্তমানে জীবিত এবং সুস্থ আছেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্নার মেয়ে নাদীমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পূর্বেও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

বলিউড তারকা টাইগার শ্রফের মৃত্যুর গুজব প্রচার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুজব প্রচার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব প্রচার

সুতরাং, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের খবরে গণমাধ্যমে একই নামের ভিন্ন নেতার ছবি প্রচার

সম্প্রতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে আটকের ঘটনায় “সালাহউদ্দিন আহমেদকে আটক করায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ” শীর্ষক শিরোনামে দেশীয় মুলধারার সংবাদমাধ্যম ‘Channel i’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। উক্ত প্রতিবেদনে ঐ নেতার ছবি দাবিতে একটি ছবি সংযুক্ত করা হয়েছে।

‘Channel i’ এর ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদনটি দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মূলধারার সংবাদমাধ্যম ‘Channel i’ এর ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদনে ব্যবহৃত এই ছবিটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের নয় বরং ছবিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর।

অনুসন্ধানের শুরুতে ‘Channel i’ এর ওয়েবসাইটে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে,

“বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি অসত্য ও বানোয়াট মামলায় যাত্রাবাড়ী থেকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছেন সালাহ উদ্দিন।

বৃহস্পতিবার ৩ আগস্ট বিকেলে সংগঠনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান। এর আগে দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয় বলে বিএনপি জানায়।”

Screenshot from ‘Channel i’ website

প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Bangladesh Nationalist Party-BNP’ এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ০৩ আগষ্টে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বার্তা খুঁজে পাওয়া যায়। 

Screenshot from ‘Crowdtangle’

‘Bangladesh Nationalist Party-BNP’ এর ফেসবুক পেজের উক্ত পোস্টে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের একটি ছবি সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের আটকের বিষয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘NTV’ এর ওয়েবসাইটে গত ০৩ আগষ্ট “বিএনপি নেতা সালাহউদ্দিন গ্রেপ্তার” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘NTV’ website

প্রতিবেদনটিতে বলা হয়েছে,

“দলীয় কর্মসূচি ঘিরে রাজধানীতে ভাঙচুর ও নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

~ NTV

তবে, ‘Channel i’ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের ছবির স্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করা হয়েছে। 

Image Comparison by Rumor Scanner

মূলত, গত ০৩ আগষ্টে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপি’র পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে, সালাহউদ্দিন আহমেদের গ্রেফতার এবং এ নিয়ে বিএনপি মহাসচিবের বিবৃতি বিষয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে ‘Channel i’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে।

প্রসঙ্গত, গত ০২ আগষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারতে শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশে ফেরা না ফেরা তার সিদ্ধান্তের বিষয়।’ 

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির (তৎকালীন যুগ্ম মহাসচিব) সদস্য সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। পরবর্তীতে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি ঐ মামলায় মেঘালয়ের শিলং জজ কোর্ট থেকে খালাস পেয়ে গত ০৮ জুন বাংলাদেশে ফেরার অনুমতি পান বিএনপির এই নেতা। 

সুতরাং, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে আটকের ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদের বিষয়ে ‘Channel i’ এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করা হয়েছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

সংবাদ প্রকাশের জেরে কুবি শিক্ষার্থী ইকবালকে এক বছরের জন্য নয়, সাময়িক বহিষ্কার করা হয়েছে

সম্প্রতি,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম  আব্দুল মঈনের দুর্নীতি বিষয়ক একটি বক্তব্যকে ঘিরে সংবাদ প্রকাশের জেরে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা সংস্করণে গত ৩ আগস্ট ‘আরেকটি গাভী বৃত্তান্তের গল্প’ শীর্ষক শিরোনামে একটি মতামত প্রতিবেদন প্রকাশ করা হয়। 

প্রতিবেদনটিতে যা দাবি করা হচ্ছে

প্রতিবেদনটির দাবি করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে।

প্রতিবেদনটি পড়ুন এখানে  আরেকটি গাভী বৃত্তান্তের গল্প

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে এক বছরের জন্য বহিষ্কারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ইকবাল মনোয়ারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে জনকণ্ঠের ওয়েবসাইটে গত ২ আগস্ট ‘ইকবালকে সাময়িক বহিষ্কার করলো কুবি প্রশাসন কুবি প্রতিনিধি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের বক্তব্যকে ‘বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তমূলক মিথ্যা’ তথ্য প্রচার করায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

Screenshot: Janakantho

পরবর্তীতে এই প্রতিবেদনের সূত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

বিজ্ঞপ্তিটিতে প্রদত্ত তথ্যানুযায়ী, ‘গত ৩১ জুলাই, ২০২৩ ইং তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান’ এ মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এর বক্তব্যকে বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তমূলক মিথ্যা তথ্য প্রচার করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে প্রক্টরিয়াল বড়ির প্রাথমিক প্রতিবেদন ও সুপারিশ অদ্য ০২/০৮/২০১৩ ইং তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচ্চপর্যায়ের সভায় অনুমোদিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

Office Notice: Comilla University

ইকবালকে সাময়িক বহিষ্কারের বিষয়ে উক্ত অফিস বিজ্ঞপ্তির সূত্রে  গণমাধ্যমে প্রকাশিত আরও প্রতিবেদন দেখুন 

সংবাদ প্রকাশের জেরে কুবি শিক্ষার্থীকে বহিষ্কার (ঢাকা টাইমস), বক্তব্য বিকৃতের অভিযোগে সাময়িক বহিস্কার (বার্তা বাজার), ইকবালকে সাময়িক বহিস্কার করলো কুবি প্রশাসন (চ্যানেল২৪) 

উল্লেখিত প্রতিবেদন ও অফিস আদেশ থেকে দেখা যাচ্ছে, ইকবাল মনোয়ারকে এক বছরের জন্য নয় বরং সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মূলত, গত ৩১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনের দেওয়া দুর্নীতি বিষয়ক একটি বক্তব্যকে বিকৃত করে সংবাদ প্রকাশের অভিযোগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মনোয়ারকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইকবাল মনোয়ারের এই বহিষ্কারের বিষয়টিকেই ডয়েচে ভেলে বাংলায় প্রকাশিত এক মতামত কলামে এক বছরের জন্য বহিষ্কার দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে এক বছরের জন্য বহিষ্কারের দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

বাংলাদেশের গণমাধ্যমে ভুল: ২০২৩ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান

0

বাংলাদেশের গণমাধ্যমে ভুল তথ্য প্রচারের প্রবণতা বেশ কয়েক বছর ধরেই আলোচিত একটি বিষয়। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ হিসেবে রিউমর স্ক্যানারও প্রতিষ্ঠার লগ্ন থেকেই দেশীয় সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে নিরলস কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) মোট ১৭৯ টি বিষয়ে দেশের ১৭৬ টি সংবাদমাধ্যমে প্রকাশিত সর্বমোট ১৪২৭ টি প্রতিবেদনে থাকা ভুল (তথ্য, ছবি, ভিডিও) শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। উল্লিখিত ১৭৯ টি ঘটনায় ৯৮ টি মিথ্যা, ৭৭ টি বিভ্রান্তিকর, ০১ টি আংশিক মিথ্যা, ০১ টি অধিকাংশই মিথ্যা, ০১ টি স্যাটায়ার এবং ০১ টি বিকৃত তথ্যকে সত্য তথ্য হিসেবে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

এখানে উল্লেখ্য যে, চলতি বছরের ১৫ এপ্রিল এ বছরের প্রথম তিন মাসে গণমাধ্যমের ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। উক্ত পরিসংখ্যান প্রকাশের পর প্রথম তিন মাসের আরও আটটি ভুল সংবাদ শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। উক্ত আটটি ফ্যাক্টচেকে পাওয়া গণমাধ্যমের ভুলগুলো তিন মাসের পরিসংখ্যানে যুক্ত করে প্রথম ছয় মাসের পরিসংখ্যানের সাথে সামঞ্জস্য করা হয়েছে। 

উক্ত আটটি ফ্যাক্টচেক – 

১/  লিয়েন্দ্রো ট্রসার্ড প্রিমিয়ার লিগে প্রথম হ্যাট্রিক অ্যাসিস্ট করা ফুটবলার নন (প্যাভিলিয়ন, অলরাউন্ডার)

২/  মাহের আলী রুশো কলোরাডোতে মাস্টার্সে কোনো স্কলারশিপ পাননি (নিউজ বাংলা২৪, ঢাকা পোস্ট, ইত্তেফাক প্রিন্ট সংস্করণ)

৩/ কঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে তিন বছরের পুরোনো ছবি প্রচার (ডেইলি বাংলাদেশ)

৪/ গাজায় ফেব্রুয়ারিতে ইসরাইলের হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি (যুগান্তর, সোনালী নিউজ)

৫/ পুরোনো ও ভিন্ন স্থানের ছবিকে পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পের দাবি গণমাধ্যমে (সময় টিভি, বাংলাভিশন, ভোরের কাগজ, ডেইলি মেসেঞ্জার)

৬/ পাকিস্তান ও আফগানিস্তানের ভূমিকম্প দাবিতে গণমাধ্যমে পুরোনো ও ভিন্ন স্থানের ছবি প্রচার (সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, ভোরের কাগজ, বৈশাখী টিভি।)

৭/ মালয়েশিয়ায় গত মার্চের বন্যার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি (সময় টিভি)

৮/ জুলিয়েট রোজের বিষয়ে গণমাধ্যমে একাধিক ভুল তথ্য (ডিবিসি নিউজ, দৈনিক করতোয়া, বাংলাদেশ জার্নাল, ঢাকা মেইল, বাহান্ন নিউজ, জাগোনিউজ২৪, ঢাকা টাইমস)

ভুলের সংখ্যায় প্রথম ছয় মাসে শীর্ষে যারা

ছয়
Image: Rumor Scanner 

পুরো তালিকা দেখুন এখানে

চলতি বছরের প্রথম ৩ মাসে গণমাধ্যমে ভুল সংবাদ নিয়ে রিউমর স্ক্যানারের প্রকাশিত পরিসংখ্যান দেখুন এখানে

এবার গণমাধ্যমের চলতি বছরের পরের তিন মাসের (এপ্রিল, মে, জুন) ভুল তথ্য সম্বলিত প্রতিবেদনের একটি টেবিল ডাটায় নজর দেওয়া যাক।

ক্রমিক নংতারিখপ্রতিবেদনের শিরোনামরেটিং
০১০৪ এপ্রিলদানের শাড়ি নিতে গিয়ে বৃদ্ধার হেনস্তা হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বিভ্রান্তিকর
০২০৫ এপ্রিলবঙ্গবাজারে আগুনে অক্ষত দাবিকৃত গ্রন্থটি কোরআন নয়, বুখারী শরিফের ব্যাখ্যাগ্রন্থ মিথ্যা
০৩০৬ এপ্রিলপ্রথম বা দ্বিতীয় নয় বরং তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি মিথ্যা
০৪০৮ এপ্রিল১৯৭৪ এর আলোচিত বাসন্তী মারা যাননি মিথ্যা
০৫০৮ এপ্রিলবঙ্গবাজারে বাইকে করে এসে আগুন লাগানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো মিথ্যা
০৬০৯ এপ্রিললেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
০৭০৯ এপ্রিলবলিউড অভিনেত্রী উর্বশীকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এর বিয়ের প্রস্তাব দেয়ার দাবিটি মিথ্যা মিথ্যা
০৮১০ এপ্রিলউত্তর কোরিয়ার হেইল-২ ড্রোন পানির প্রায় ১ হাজার কিলোমিটার গভীরতায় চালানোর তথ্যটি বিভ্রান্তিকর বিভ্রান্তিকর
০৯১১ এপ্রিলব্রাজিলিয়ান ফুটবলার কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে কোনো পোস্ট করেননি মিথ্যা
১০১১ এপ্রিলইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
১১১৩ এপ্রিলআল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
১২১৫ এপ্রিলগণমাধ্যমে গুজব: সঞ্জয় দত্ত শুটিংয়ে বিস্ফোরণে আহত হননি মিথ্যা
১৩২০ এপ্রিলসোফিয়ান বাউফলের রোনালদোর কান্নায় খুশি হওয়ার তথ্যটি মিথ্যা মিথ্যা
১৪২৫ এপ্রিলগরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলার ঘটনাটি সাত বছরের পুরোনো বিভ্রান্তিকর
১৫২৫ এপ্রিলনিউজিল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পের খবরে গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
১৬২৬ এপ্রিলভিরাট কোহলির মেয়ে দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার মিথ্যা
১৭২৬ এপ্রিলসমগ্র ভারতে নয়, হিজাব আন্দোলনের তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্ণাটক রাজ্যে প্রথম হয়েছেন বিভ্রান্তিকর
১৮২৯ এপ্রিলইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছবি ব্যবহার করে ভিন্ন ব্যক্তির মৃত্যুর খবর প্রচার বিভ্রান্তিকর
১৯২৯ এপ্রিলরোনালদোকে কিনে প্রতারিত হয়েছেন উল্লেখ করে মন্তব্য করেননি আল নাসর সভাপতি মিথ্যা
২০৩০ এপ্রিলভারতে দ্বাদশ পরীক্ষায় প্রথম হওয়া তাবাসসুম শাইক দাবিতে প্রচারিত ছবিটি মুসকানের বিভ্রান্তিকর
২১০২ মেধর্ষণ থেকে রক্ষা করতে পাকিস্তানে নারীদের কবর তালাবদ্ধ করার সংবাদটি মিথ্যা মিথ্যা
২২০২ মেজম্মু-কাশ্মীরের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পাকিস্তানের পুরোনো ছবি মিথ্যা
২৩০৪ মেইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ফেরি ডুবির ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর
২৪০৫ মেগণমাধ্যমে তুরস্কের ছবিকে এপ্রিলে রাশিয়ার ভূমিকম্পের ঘটনার ছবি দাবিমিথ্যা
২৫০৬ মেরুয়ান্ডায় সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবিতে সয়লাব বিভ্রান্তিকর
২৬০৬ মেগ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যুর খবরে যুগান্তরে ভুল ছবি প্রচার মিথ্যা
২৭০৭ মেজাপানের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
২৮১০ মেএই ছবিটি রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর নয় মিথ্যা
২৯১১ মেশিক্ষাছুটিতে থাকা কুবি শিক্ষকদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য বিভ্রান্তিকর
৩০১২ মেনিউজিল্যান্ডের সাম্প্রতিক বন্যায় গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর
৩১১৩ মেঅভিষেক ম্যাচে নয়, নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছেন শান্ত মিথ্যা
৩২১৪ মেক্রিস্টোফার নোলান ও কিলিয়ান মারফিকে ঘিরে ‘বণিক বার্তা’র এক প্রতিবেদনে চারটি ভুল তথ্য মিথ্যা
৩৩১৪ মেইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের ঘটনার দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচারবিভ্রান্তিকর
৩৪১৪ মেঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার মিথ্যা
৩৫১৫ মেঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে কোনো মানুষের মৃত্যু ঘটেনি মিথ্যা
৩৬১৬ মেকঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে তিন বছরের পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
৩৭১৭ মেএরদোয়ান ১৪ মে’র নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হননি বিভ্রান্তিকর
৩৮১৮ মেআষাঢ়ে গল্প; গণমাধ্যমের হাত ধরে কল্পিত অবাস্তব অভিনেতার বাস্তব মৃত্যু মিথ্যা
৩৯১৮ মেমেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২১ মে থেকে কার্যকর দাবিতে গণমাধ্যমে গুজব মিথ্যা
৪০১৮ মেটলিউডের শ্রাবন্তীকে জন সিনা ইনস্টাগ্রামে ফলো করেননি বিভ্রান্তিকর
৪১২০ মেঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে একাত্তর টিভিতে সোমালিয়ার বন্যার ভিডিও প্রচার মিথ্যা
৪২২০ মেকঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি বিভ্রান্তিকর
৪৩২০ মেবাংলাদেশের শেষ আট সিরিজকে সুপার লিগের অংশ দাবিতে সমকালে একগাদা ভুল তথ্য অধিকাংশই মিথ্যা
৪৪২২ মেযুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের খবরে গণমাধ্যমে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
৪৫২২ মেঈশিতা সুরানার বয়স নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকর
৪৬২২ মেকাশ্মীরের রেলসেতুর উচ্চতা এবং আইফেল টাওয়ারের সাথে সেতুটির তুলনায় গণমাধ্যমে ভুল তথ্য  বিভ্রান্তিকর
৪৭২৩ মেসৌদি আরবে ভারী বর্ষণের সংবাদে গণমাধ্যমে ভিন্ন ঘটনার ছবি প্রচার মিথ্যা
৪৮২৪ মেমাটির ৭.৫ মাইল নিচে মানুষের চিৎকারের শব্দ শুনতে পাওয়ার সংবাদটি মিথ্যা মিথ্যা
৪৯২৫ মেগাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের নির্বাচনের পরের দিনে দুবাই যাওয়ার টিকিট কাটার সংবাদটি মিথ্যা  মিথ্যা
৫০২৭ মেবাস্তব আম কিংবা ডিম নয়, ছবিগুলো এআই দ্বারা তৈরি মিথ্যা
৫১২৮ মেগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের জয়ের ব্যবধান নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য মিথ্যা
৫২২৮ মেসার্কাজম যখন খবর হয়ে গণমাধ্যমে; কানাডায় বাংলাদেশি মিলনের সিএনজি চালানোর ভুয়া গল্প   মিথ্যা
৫৩২৮ মে‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ হচ্ছে না মিথ্যা
৫৪৩১ মেরায়না বার্নাভির মহাকাশ থেকে তোলা ভিডিওর দৃশ্য দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার  বিভ্রান্তিকর
৫৫৩১ মেব্রিটেনের প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিনতে না পারার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড মিথ্যা 
৫৬০১ জুনলাওতারো মার্টিনেজের বিয়ের খবরে এমিলিয়ানো মার্টিনেজের ছবি গণমাধ্যমে  বিভ্রান্তিকর
৫৭০২ জুনতুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের ফল বিশ্লেষণ নিয়ে প্রথম আলোয় অনূদিত কলামে বিকৃতি বিভ্রান্তিকর
৫৮০৪ জুনসার্টিফিকেট পুড়িয়ে ভাইরাল হয়ে পাওয়া মুক্তার চাকরিটি সরকারি নয় বিভ্রান্তিকর
৫৯০৫ জুন ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ শীর্ষক মন্তব্যটি সিএমপি কমিশনারের নয় মিথ্যা
৬০০৬ জুনযমুনা টিভিতে তুরস্কের নির্বাচন বিষয়ে দেশটির নাগরিকদের বক্তব্য বিকৃতি  বিভ্রান্তিকর
৬১০৬ জুনমেসিকে বাড়ি ফিরতে বলে মেসির স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট করেননি মিথ্যা
৬২০৭ জুনসুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটি মিথ্যা মিথ্যা
৬৩০৮ জুনসড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবরে গণমাধ্যমে তার জীবিত ভাইয়ের ছবি প্রচার মিথ্যা
৬৪০৮ জুনঢাকাকে জঙ্গল মনে হয় শীর্ষক কোনো বক্তব্য দেননি মেয়র তাপস কৌতুক
৬৫০৯ জুনঅভিনেত্রী সাফা কবির শাহরিয়ার কবিরের মেয়ে নন মিথ্যা
৬৬০৯ জুন বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের লেখা চিঠিটি আসল  মিথ্যা
৬৭১০ জুনমেসির দলবদলকে কেন্দ্র করে তার স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট দেননি মিথ্যা
৬৮১১ জুনপাকিস্তানের লাহোরে সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর
৬৯১১ জুনচৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুজিবুল হক এমপি আহত হননি মিথ্যা
৭০১২ জুনইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে মে মাসের সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচারবিভ্রান্তিকর
৭১১৩ জুনবরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শূন্য ভোট পাননি মিথ্যা 
৭২১৫ জুনসৈয়দপুরের ফাইলেরিয়া হাসপাতাল বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল নয় মিথ্যা
৭৩১৭ জুনআফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবিবিভ্রান্তিকর
৭৪২৪ জুনওশানগেট টাইটানের চালকের মৃত্যুর পর সাবমেরিন চালক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি মিথ্যা 
৭৫২৫ জুননেইমারের বাবা গ্রেফতার দাবিতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকর
৭৬২৫ জুনমিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে বারো বছর পূর্বের ছবি প্রচার বিভ্রান্তিকর
৭৭২৫ জুনব্রাজিল পরপর তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠা একমাত্র দল নয়, এই কৃতিত্ব আছে জার্মানিরও মিথ্যা 
৭৮২৯ জুনবলিউড সিনেমা ‘কর্ম’র চুম্বন দৃশ্য বলিউডের প্রথম স্ক্যান্ডাল নয় মিথ্যা 
৭৯৩০ জুনটাইটানিক দেখতে যাওয়ার নতুন কোনো বিজ্ঞাপন দেয়নি ওশানগেট মিথ্যা 
৮০৩০ জুন যুক্তরাষ্ট্রের নাগরিক ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ নয়, ১৫,০০০ ডলার দান করার দাবি করেছেন বিভ্রান্তিকর
৮১৩০ জুনহজ ২০২৩ এ হাজিদের উপস্থিতির সংখ্যা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকর
৮২৩০ জুনআলেক্সান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে প্রথম হ্যালো বলার দাবিটি সত্য নয় মিথ্যা
৮৩৩০ জুনএগুলো টাইটানের ধ্বংসাবশেষের ছবি নয়মিথ্যা 
৮৪০২ জুলাইচিলির সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
৮৫০৩ জুলাইসুইডেনে কোরআন পোড়ানোর সাম্প্রতিক ঘটনায় ইন্টারনেটে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর
৮৬০৫ জুলাইমাহের আলী রুশো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাননি মিথ্যা
৮৭০৫ জুলাইনেপালে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি বিভ্রান্তিকর
৮৮১১ জুলাইপাকিস্তানে ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি বিভ্রান্তিকর 
৮৯১২ জুলাইদামেস্কে গত জুনের বিমান হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর

এবার বিস্তারিত পরিসংখ্যানে নজর দেওয়া যাক – 

০১/ ফ্যাক্টচেক: ০৪ এপ্রিল, ২০২৩

দাবি: সংসদ সদস্যের শাড়ি নিতে গিয়ে সাম্প্রতিক সময়ে মার খাওয়া বৃদ্ধার ভিডিও।

দাবির পক্ষে: ঢাকা টাইমস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Image: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: ঘটনাটি গত মার্চের নয় বরং এটি ২০২২ সালের ২৭তম রমজানের (২৯ এপ্রিল) ঘটনা।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: দানের শাড়ি নিতে গিয়ে বৃদ্ধার হেনস্তা হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়

০২/ ফ্যাক্টচেক: ০৫ এপ্রিল, ২০২৩

দাবি: বঙ্গবাজারে আগুনের ছাই থেকে উদ্ধার দাবিতে প্রচারিত গ্রন্থটি কোরআন শরীফ (কতিপয় গণমাধ্যমের দাবি গ্রন্থটি বুখারী শরীফ)।

দাবির পক্ষে:  সময় টিভি (ইউটিউব), আরটিভি (ইউটিউব), বাংলাভিশন (ইউটিউব), দৈনিক কালবেলা (ফেসবুক), বিজয় টিভি (ইউটিউব), বায়ান্ন টিভি (ইউটিউব), দ্য ডেইলি ক্যাম্পাস (ইউটিউব), সংবাদ প্রকাশ (ইউটিউব), সোনালী নিউজ (ইউটিউব), ডেইলি মিরর অব বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১০

Screensho Collage by Rumor Scanner

অনুসন্ধানের ফল: এটি হাদিস গ্রন্থ সহীহ বুখারী শরীফ এর ব্যাখ্যাগ্রন্থ “উমদাতুল কারী শারহু সহীহুল বুখারী” এর ১০ নং ভলিউম। গ্রন্থটির রচয়িতা আল্লামা বদরুদ্দীন আইনী।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বঙ্গবাজারে আগুনে অক্ষত দাবিকৃত গ্রন্থটি কোরআন নয়, বুখারী শরিফের ব্যাখ্যাগ্রন্থ 

০৩/ ফ্যাক্টচেক: ০৬ এপ্রিল, ২০২৩

দাবি: প্রথম বাংলাদেশি (কতিপয় গণমাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি দাবি) হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ লাভের সম্মান অর্জন করেছেন মাশরাফি। 

দাবির পক্ষে: একাত্তর টিভি (ইউটিউব), কালের কণ্ঠ, সমকাল, বিডিনিউজ২৪, চ্যানেল আই, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব, ডেইলি সান, ঢাকা প্রকাশ, বৈশাখী টিভি, ঢাকা মেইল, ঢাকা পোস্ট, দেশ রূপান্তর, বাংলাভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, মানবকণ্ঠ, দৈনিক বাংলা, ডেইলি মেসেঞ্জার, প্রতিদিনের বাংলাদেশ, বাংলানিউজ২৪, নয়া দিগন্ত, দৈনিক করতোয়া, বাংলাদেশ টাইমস, বাংলাদেশ প্রতিদিন, জাগোনিউজ২৪, বাহান্ন নিউজ, রাইজিং বিডি, বিজনেস জার্নাল, বিডি২৪ লাইভ, দৈনিক আমাদের সময়, আলোকিত বাংলাদেশ, ডেইলি ক্যাম্পাস, ডেইলি বাংলাদেশ, বিডিক্রিকটাইম, বাংলাদেশ জার্নাল, সময়ের আলো, নতুন সময়, প্রতিদিনের সংবাদ, ডেল্টা টাইমস, অনফিল্ড (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৪১

Screenshot source: Bdnews24

অনুসন্ধানের ফল: ১৯৮২ সালে রাইসউদ্দিন আহমেদ এবং ২০০৩ সালে সাবের হোসেন চৌধুরী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পান। তাদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে (প্রথম বাংলাদেশি ক্রিকেটার) মাশরাফি এই সম্মাননা পান।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: প্রথম বা দ্বিতীয় নয় বরং তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি

০৪/ ফ্যাক্টচেক: ০৮ এপ্রিল, ২০২৩

দাবি: ১৯৭৪ সালে মাছ ধরার জাল পরিয়ে লজ্জা নিবারণের সেই আলোচিত ঘটনার প্রধান চরিত্র বাসন্তী মারা গেছেন।

দাবির পক্ষে: বাংলাদেশ প্রতিদিন (সম্পাদকীয়)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: BD Protidin

অনুসন্ধানের ফল: বাসন্তী বেঁচে আছেন এবং বর্তমানে তিনি সরকার থেকে উপহার হিসেবে পাওয়া বাড়িতে অবস্থান করছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ১৯৭৪ এর আলোচিত বাসন্তী মারা যাননি

০৫/ ফ্যাক্টচেক: ০৮ এপ্রিল, ২০২৩

দাবি: বঙ্গবাজারে বাইকে করে এসে আগুন লাগানোর দৃশ্য এটি।

দাবির পক্ষে: কালবেলা (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা:  ০১

Screenshot source: YouTube/Kalbela 

অনুসন্ধানের ফল: বাইকে এসে বঙ্গবাজারে আগুন লাগিয়ে দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত এক বছরের পুরোনো। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বঙ্গবাজারে বাইকে করে এসে আগুন লাগানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

০৬/ ফ্যাক্টচেক: ০৯ এপ্রিল, ২০২৩

দাবি: লেবানন থেকে ইসরায়েলে ৩০টির বেশি রকেট হামলার ঘটনার সাম্প্রতিক ছবি।

দাবির পক্ষে: বাংলানিউজ২৪, ঢাকা মেইল।  

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Banglanews24

অনুসন্ধানের ফল: ২০২১ সালের ১৫ মে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে গাজা থেকে রকেট ছোঁড়ার দৃশ্য এটি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

০৭/ ফ্যাক্টচেক: ০৯ এপ্রিল, ২০২৩

দাবি: পাকিস্তান ক্রিকেটার নাসিম শাহ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

দাবির পক্ষে: মানবজমিন, যায়যায়দিন, যুগান্তর, সময় টিভি, ভোরের কাগজ, ঢাকা মেইল, আমাদের সময়, চ্যানেল২৪, আজকের পত্রিকা, নিউজ২৪, দৈনিক আমাদের সময়, বিজয় টিভি (ইউটিউব), বাংলাদেশ টুডে, দ্যা ডেইলি ক্যাম্পাস, জুম বাংলা, দ্যা রিপোর্ট লাইভ, ফ্রিডম বাংলা নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৭

Screenshot source: Facebook

অনুসন্ধানের ফল: নাসিম শাহ গত ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে নাসিম শাহকে করা বেশকিছু প্রশ্নের মধ্যে তার বিয়ে নিয়ে এবং ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা সংক্রান্ত দুটি ভিন্ন প্রশ্নের উত্তরের সময়কার বক্তব্য এডিটের মাধ্যমে জোড়া লাগিয়ে উর্বশীকে বিয়ের প্রস্তাব দিলেন নাসিম শাহ শীর্ষক দাবিতে প্রচার করা হয়। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বলিউড অভিনেত্রী উর্বশীকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এর বিয়ের প্রস্তাব দেয়ার দাবিটি মিথ্যা

০৮/ ফ্যাক্টচেক: ১০ এপ্রিল, ২০২৩

দাবি: উত্তর কোরিয়ায় পানির নিচে একটি পারমাণবিক ড্রোন মহড়া চলাকালীন পানির প্রায় ১ হাজার কিলোমিটার গভীরতায় ৭১ ঘণ্টা ৬ মিনিট ধরে চালানো হয়।

দাবির পক্ষে: ইনকিলাব, ডেইলি বাংলাদেশবাংলা ট্রিবিউন

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: ড্রোনটি পানির নিচে এক হাজার কিলোমিটার ব্যাপী দূরত্ব পর্যন্ত স্বয়ংক্রিয় সিস্টেমে হামলা চালাতে সক্ষম।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: উত্তর কোরিয়ার হেইল-২ ড্রোন পানির প্রায় ১ হাজার কিলোমিটার গভীরতায় চালানোর তথ্যটি বিভ্রান্তিকর

০৯/ ফ্যাক্টচেক: ১১ এপ্রিল, ২০২৩

দাবি: ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপ কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

দাবির পক্ষে: চ্যানেল২৪ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: YouTube/ Channel 24

অনুসন্ধানের ফল: ফিলিপ কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে কোনো পোস্ট দেননি বরং কুতিনহোর নামে বাংলাদেশ থেকে পরিচালিত একটি ফ্যান পেজ থেকে উক্ত পোস্টটি দেওয়া হয়। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ব্রাজিলিয়ান ফুটবলার কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে কোনো পোস্ট করেননি

১০/ ফ্যাক্টচেক: ১১ এপ্রিল, ২০২৩

দাবি: ইসরায়েলে এপ্রিলে রকেট হামলার ঘটনার ছবি।

দাবির পক্ষে: ঢাকা মেইল।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Dhaka Mail

অনুসন্ধানের ফল: প্রথম ছবিটি ২০১৪ সালের এবং দ্বিতীয়টি ২০২১ সালের ভিন্ন ঘটনার।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

১১/ ফ্যাক্টচেক: ১৩ এপ্রিল, ২০২৩

দাবি: আল-আকসা মসজিদে এপ্রিলে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার ঘটনার ছবি।

দাবির পক্ষে: অর্থসূচক, ঢাকা মেইল, যুগান্তর, ইনকিলাব, এসএ টিভি, জুমবাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৬

Screenshot source: Arthosuchak

অনুসন্ধানের ফল: ছবিটি ২০২২ সালের ২২ এপ্রিলে আল আকসা মসজিদেই ইসরায়েলি পুলিশ কর্তৃক ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ধারণকৃত।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আল- আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

১২/ ফ্যাক্টচেক: ১৫ এপ্রিল, ২০২৩

দাবি: শুটিংয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

দাবির পক্ষে: চ্যানেল২৪, যমুনা টিভি, নিউজ২৪, প্রথম আলো, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, বৈশাখী টিভি, আজকের পত্রিকা, সময়ের আলো, ঢাকা মেইল, বাংলা ট্রিবিউন, বাহান্ন নিউজ, দীপ্ত টিভি, ডিবিসি নিউজ, বিডিনিউজ২৪, ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর, বাংলানিউজ২৪, বণিক বার্তা, দৈনিক বাংলা, আমাদের সময়, দৈনিক আমাদের সময়, প্রতিদিনের বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, এবিনিউজ২৪, একুশে সংবাদ, রিদ্মিক নিউজ, ভোরের কাগজ, নয়া শতাব্দী, মানবকণ্ঠ, দৈনিক বাংলা, বিজনেস পোস্ট, স্টার সংবাদ, সোনালী নিউজ, ডেল্টা টাইমস, ডেইলি মেসেঞ্জার

Screenshot source: Prothom Alo 

এছাড়াও, সময় টিভি, ঢাকা পোস্ট, ডেইলি বাংলাদেশ, সমকাল এবং বিডি২৪লাইভ এই বিষয়ে সংবাদ পরিবেশন করে পরবর্তীতে তা সংশোধন করে ফেলে। প্রতিবেদনগুলোর পূর্ববর্তী ভার্সনের কোনো আর্কাইভ কপি পাওয়া সম্ভব হয়নি।

Screenshot collage: Rumor Scanner

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৪২

অনুসন্ধানের ফল: সঞ্জয় দত্ত নিজেই এক টুইট বার্তায় বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গণমাধ্যমে গুজব: সঞ্জয় দত্ত শুটিংয়ে বিস্ফোরণে আহত হননি

১৩/ ফ্যাক্টচেক: ২০ এপ্রিল, ২০২৩

দাবি: মরোক্কান ফরোয়ার্ড সোফিয়ান বাউফল পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাতার বিশ্বকাপে কাঁদতে দেখে খুশি হয়েছেন।

দাবির পক্ষে: প্রথম আলো, চ্যানেল আই, প্রতিদিনের বাংলাদেশ, ডেইলি বাংলাদেশ, দেশ রূপান্তর, বিজয় টিভি (ইউটিউব), সোনালী নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৭

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: সোফিয়ান বাউফল ১৬ এপ্রিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম Al Kass এ একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপিকার এক প্রশ্নের উত্তরে সোফিয়ান বাউফল বলেন, রোনালদোর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের কান্না করার চেয়ে তার কান্না করাটাই স্বাভাবিক ছিলো। কিন্তু পরবর্তীতে তার এই উত্তরটিকেই বিকৃত করে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সোফিয়ান বাউফলের রোনালদোর কান্নায় খুশি হওয়ার তথ্যটি মিথ্যা

১৪/ ফ্যাক্টচেক: ২৫ এপ্রিল, ২০২৩

দাবি: প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে এক ব্যক্তি সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন।

দাবির পক্ষে: নাগরিক টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Youtube

অনুসন্ধানের ফল: ২০১৬ সালে ভারতের মধ্য প্রদেশের এক ব্যক্তি অতিরিক্ত তাপমাত্রায় সূর্যদেবতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য আবেদন পত্র জমা দিয়েছিলেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলার ঘটনাটি সাত বছরের পুরোনো

১৫/ ফ্যাক্টচেক: ২৫ এপ্রিল, ২০২৩

দাবি: নিউজিল্যান্ডে গত ২৪ এপ্রিলের ভূমিকম্পের ঘটনার সাতটি ছবি। 

দাবির পক্ষে: জাগোনিউজ২৪, জনকণ্ঠ, দৈনিক করতোয়া, ডিবিসি নিউজ, ইনকিলাব, এবিনিউজ২৪, বাংলাদেশ টাইমস, বার্তা২৪, ডেইলি মেসেঞ্জার, নয়া শতাব্দী, সাম্প্রতিক দেশকাল, আমার সংবাদ, সময় জার্নাল

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৩

Screenshot Collage by Rumor Scanner 
Screenshot Collage by Rumor Scanner 

অনুসন্ধানের ফল: নিউজিল্যান্ডের গত ২৪ এপ্রিলের ভূমিকম্পে গণমাধ্যমে প্রচারিত সাতটি ছবি উক্ত ভূমিকম্পের নয়। ভিন্ন ভিন্ন স্থান ও ঘটনার পুরোনো ছবি এগুলো। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নিউজিল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পের খবরে গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি প্রচার

১৬/ ফ্যাক্টচেক: ২৬ এপ্রিল, ২০২৩

দাবি: ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলির কোলে থাকা মেয়ে শিশুটি কোহলির মেয়ে।

দাবির পক্ষে: যুগান্তর।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Jugantor

অনুসন্ধানের ফল: শিশুটি ভারতীয় ক্রিকেটার হারভাজন সিংহ এবং অভিনেত্রী গীতা বস্র দম্পতির মেয়ে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ভিরাট কোহলির মেয়ে দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার

১৭/ ফ্যাক্টচেক: ২৬ এপ্রিল, ২০২৩

দাবি: ভারতের কর্ণাটকে হিজাব আন্দোলনকারী তাবাসসুম শাইকের ছবি। 

দাবির পক্ষে: সমকাল, জুম বাংলা, নাগরিক টিভি, কালবেলা (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৪

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: ছবির শিক্ষার্থীটির নাম মুসকান খান৷ 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সমগ্র ভারতে নয়, হিজাব আন্দোলনের তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্ণাটক রাজ্যে প্রথম হয়েছেন 

১৮/ ফ্যাক্টচেক: ২৯ এপ্রিল, ২০২৩

দাবি: ইরানের সিনিয়র শিয়া আলেম এবং প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানির ছবি।

দাবির পক্ষে: যমুনা টিভি (ইউটিউব), আরটিভি (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: ছবিগুলো আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানির নয় বরং এগুলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছবি ব্যবহার করে ভিন্ন ব্যক্তির মৃত্যুর খবর প্রচার

১৯/ ফ্যাক্টচেক: ২৯ এপ্রিল, ২০২৩

দাবি: পদত্যাগপত্র জমা দিয়ে সৌদি ফুটবল ক্লাব আল নাসরের সভাপতি মুসাইলি আল মুয়াম্মার বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে চুক্তি স্বাক্ষর করিয়ে তিনি প্রতারিত হয়েছেন। 

দাবির পক্ষে: ঢাকা পোস্ট, ঢাকা টাইমস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Dhaka Post

অনুসন্ধানের ফল: মুসাইলি আল মুয়াম্মার এমন কোনো মন্তব্যই করেননি, এমনকি সে সময়ে তিনি গণমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: রোনালদোকে কিনে প্রতারিত হয়েছেন উল্লেখ করে মন্তব্য করেননি আল নাসর সভাপতি

২০/ ফ্যাক্টচেক: ৩০ এপ্রিল, ২০২৩

দাবি: ভারতের কর্ণাটকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা হিজাব আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী তাবাসসুম শাইকের ছবি।

দাবির পক্ষে: ডিবিসি নিউজ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: YouTube/ DBC News

অনুসন্ধানের ফল: ছবিটি কর্ণাটক রাজ্যের মান্দ্যাইয়া জেলার পিইএস কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের আরেক শিক্ষার্থী মুসকান খানের।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ভারতে দ্বাদশ পরীক্ষায় প্রথম হওয়া তাবাসসুম শাইক দাবিতে প্রচারিত ছবিটি মুসকানের

২১/ ফ্যাক্টচেক: ০২ মে, ২০২৩

দাবি: পাকিস্তানে মৃত নারীদের ধর্ষণ থেকে রক্ষা করতে কবরে তালা দেয়া হচ্ছে।

দাবির পক্ষে: সময়ের আলো, চ্যানেল আই, ঢাকা পোস্ট, বাংলাভিশন, নিউজ২৪, আমাদের সময়, বিবার্তা২৪, ঢাকা টাইমস, মানবজমিন, চ্যানেল২৪, জনকণ্ঠ, ডেইলি বাংলাদেশ, দ্য ডেইলি ক্যাম্পাস, বাহান্ন নিউজ, সংবাদ প্রকাশ, বাংলাদেশ মোমেন্টস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৬

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: পাকিস্তানে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া, যে ছবিটি পাকিস্তানের হিসেবে প্রচার করে উক্ত দাবিটি করা হয়েছে সেটি মূলত ভারতের হায়দ্রাবাদের একটি কবরস্থানের একটি কবর গ্রিলবদ্ধ করার ছবি এবং এই ছবির সাথে ধর্ষণ প্রতিরোধের কোনো সম্পর্ক নেই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ধর্ষণ থেকে রক্ষা করতে পাকিস্তানে নারীদের কবর তালাবদ্ধ করার সংবাদটি মিথ্যা

২২/ ফ্যাক্টচেক: ০২ মে, ২০২৩

দাবি: ৩০ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু- কাশ্মীরে ভূমিকম্পের ঘটনার ছবি।

দাবির পক্ষে: আমাদের সময়,

ভোরের কাগজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Amader Somoy 

অনুসন্ধানের ফল: ২০১৫ সালের ২৬ অক্টোবর পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে ভূমিকম্প আঘাত হানে। উক্ত ঘটনায় পাকিস্তানের কোহাত শহরে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি এটি। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পাকিস্তানের পুরোনো ছবি

২৩/ ফ্যাক্টচেক: ০৪ মে, ২০২৩

দাবি: ইন্দোনেশিয়ার এপ্রিলের ফেরি ডুবির ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: যুগান্তর, মানবজমিন, রাইজিং বিডি, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তর, নয়া শতাব্দী, ডেল্টা টাইমস, বিজনেস বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, নয়া দিগন্ত, আলোকিত বাংলাদেশ, বার্তা২৪, সময় জার্নাল, একুশে টিভি, বাংলাদেশ জার্নাল, প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৭

Screenshot Collage by Rumor Scanner 

অনুসন্ধানের ফল: পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে গত এপ্রিলের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ফেরি ডুবির ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি 

২৪/ ফ্যাক্টচেক: ০৫ মে, ২০২৩

দাবি: এপ্রিলে রাশিয়ার ভূমিকম্পের ঘটনার দৃশ্য।  

দাবির পক্ষে: সময় টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Somoy Tv

অনুসন্ধানের ফল: গত ২০ ফেব্রুয়ারিতে তুরস্কের ভূমিকম্পের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গণমাধ্যমে তুরস্কের ছবিকে এপ্রিলে রাশিয়ার ভূমিকম্পের ঘটনার ছবি দাবি 

২৫/ ফ্যাক্টচেক: ০৬ মে, ২০২৩

দাবি: রুয়ান্ডায় মে মাসে ভারী বর্ষণে সৃষ্ট বন্যার ঘটনার ছবি।

দাবির পক্ষে: কালের কণ্ঠ, দেশ রূপান্তর, বাংলাদেশ জার্নাল, বিবার্তা২৪, ইত্তেফাক, সংবাদ প্রকাশ, জাগো নিউজ২৪, ডেইলি অবজারভার, রাইজিং বিডি, বাংলা২৪ লাইভ নিউজপেপার, বৈশাখী টিভি, বাংলাদেশ প্রতিদিন, ভোরের ডাক, রিদ্মিক নিউজ, ডেইলি নিউ নেশন, জনবাণী, দীপ্ত টিভি (ইউটিউব), ডিবিসি নিউজ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৮

Screenshot Collage by Rumor Scanner  
Screenshot Collage by Rumor Scanner  

অনুসন্ধানের ফল: পূর্বে রুয়ান্ডাসহ ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুরোনো ছবিকে রুয়ান্ডার মে মাসের বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: রুয়ান্ডায় সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবিতে সয়লাব

২৬/ ফ্যাক্টচেক: ০৬ মে, ২০২৩

দাবি: ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসানের ছবি।

দাবির পক্ষে: যুগান্তর।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Jugantor 

অনুসন্ধানের ফল: সংযুক্ত ছবিটি মেহেদী হাসানের নয় বরং এটি গত ২৯ এপ্রিল মারা যাওয়া একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাজু আহমেদের ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যুর খবরে যুগান্তরে ভুল ছবি প্রচার

২৭/ ফ্যাক্টচেক: ০৭ মে, ২০২৩

দাবি: জাপানে গত ০৫ মে’র ভূমিকম্পের ঘটনার ছবি। 

দাবির পক্ষে: ইনকিলাব, বৈশাখী টিভি, ডেইলি বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot source: Daily Bangladesh

অনুসন্ধানের ফল: ছবিগুলো জাপানে গত ০৫ মে’র ভূমিকম্পের সময়ের নয় বরং জাপানে পূর্বে সংঘটিত ভূমিকম্পের পুরোনো ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

২৮/ ফ্যাক্টচেক: ১০ মে, ২০২৩

দাবি: রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর ছবি।

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Daily Bangladesh 

অনুসন্ধানের ফল: কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই ইন্টারনেট থেকে সংগৃহীত এক নারীর ছবিকে রংপুরের বিখ্যাত ব্যক্তিত্বদেবী চৌধুরাণীর ছবি দাবি করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: এই ছবিটি রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর নয় 

২৯/ ফ্যাক্টচেক: ১১ মে, ২০২৩

দাবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২৬৬ জন শিক্ষকের মধ্যে ৬৫ জন শিক্ষা ছুটিতে।

দাবির পক্ষে: রাইজিং বিডি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Rising Bd

অনুসন্ধানের ফল: শিক্ষাছুটিতে থাকা শিক্ষকের সংখ্যা ২০১ জন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: শিক্ষাছুটিতে থাকা কুবি শিক্ষকদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য

৩০/ ফ্যাক্টচেক: ১২ মে, ২০২৩

দাবি: নিউজিল্যান্ডে গত মে মাসে ভারী বর্ষণে সৃষ্ট বন্যার ঘটনার ছবি। 

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ, মানবকণ্ঠসংবাদ প্রকাশ।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot collage: Rumor Scanner  

অনুসন্ধানের ফল: প্রচারিত ছবিগুলো গত মে মাসের নয় বরং গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বন্যার পুরোনো ছবিকে নিউজিল্যান্ডের মে মাসের বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নিউজিল্যান্ডের সাম্প্রতিক বন্যায় গণমাধ্যমে পুরোনো ছবি

৩১/ ফ্যাক্টচেক: ১৩ মে, ২০২৩

দাবি: আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ মে  নাজমুল হোসেন শান্ত অভিষেক (ওয়ানডে) ম্যাচে শতক ছুঁয়েছেন।

দাবির পক্ষে: সমকাল (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Samakal

অনুসন্ধানের ফল: আয়ারল্যান্ডের বিপক্ষে গত ১২ মে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৩ তম ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি করেন তিনি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: অভিষেক ম্যাচে নয়, নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছেন শান্ত

৩২/ ফ্যাক্টচেক: ১৪ মে, ২০২৩

দাবি: পিকি ব্লাইন্ডার্স ড্রামা সিরিজে মারফি অভিনয় করেননি। সিরিজের ছয়টি সিজন তৈরি করেছেন ক্রিস্টোফার নোলান। নোলানের ব্যাটম্যান সিরিজের তিনটি চলচ্চিত্র সহ ইনসেপশন ও ডানকার্ক সিনেমায় মারফিকে অভিনয় করার প্রস্তাব দেননি বা সিনেমাগুলোতে মারফি অভিনয় করেননি। নোলানের ওপেনহেইমার চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয়ের সুযোগ পেয়েছেন কিলিয়ান মারফি। 

দাবির পক্ষে: বণিক বার্তা। 

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Bonik Barta 

অনুসন্ধানের ফল: কিলিয়ান মারফি অভিনিত ড্রামা সিরিজ পিকি ব্লাইন্ডার্স এর এ পর্যন্ত ৬ টি সিজন মুক্তি পেয়েছে। এ ড্রামা সিরিজের পরিচালক ছিলেন যথাক্রমে টম হারপার, অটো বাদার্স্ট, ডেভিড ক্যাফেরি, টিম মিলেন্টস, কম ম্যাক কার্থি, এনথনি বায়ার্ন। এই জুলাই মাসের শেষের দিকে ক্রিস্টোফার নোলান পরিচালিত এবং কিলিয়ান মারফি অভিনীত আসন্ন নতুন চলচ্চিত্র ‘ওপেনহেইমার’ মুক্তি পাবে। এখানে অনুমেয় যে, কিলিয়ান মারফি’র অভিনীত এই সিরিজটির জনপ্রিয়তা এবং ওপেনহাইমারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মারফি সেহেতু সিনেমাটি নিয়ে প্রকাশিত সংবাদে পিকি ব্লাইন্ডার্স সিনেমার নাম ভুলক্রমে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, নোলানের ব্যাটম্যান সিরিজের তিনটি চলচ্চিত্র সহ ইনসেপশন ও ডানকার্ক সিনেমাগুলোতে মারফি প্রধান চরিত্রে অভিনয় করেননি উল্লেখ করতে গিয়ে; নোলানের ব্যাটম্যান সিরিজের তিনটি চলচ্চিত্র সহ ইনসেপশন ও ডানকার্ক সিনেমাগুলোতে মারফি অভিনয় করেননি উল্লেখ করে ফেলেছে দেশীয় গণমাধ্যম “বণিক বার্তা”।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ক্রিস্টোফার নোলান ও কিলিয়ান মারফিকে ঘিরে ‘বণিক বার্তা’র এক প্রতিবেদনে চারটি ভুল তথ্য

৩৩/ ফ্যাক্টচেক: ১৪ মে, ২০২৩

দাবি: এপ্রিলে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের ঘটনার ছবি।  

দাবির পক্ষে: দৈনিক সংগ্রাম, সময় টিভি, নিউজবাংলা২৪, সময়ের আলো, ভোরের কাগজ, ডেইলি মেসেঞ্জার।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৬

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: পূর্বের বিভিন্ন ভূমিকম্পের ঘটনার ছবিকে ইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের ঘটনার দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

৩৪/ ফ্যাক্টচেক: ১৪ মে, ২০২৩

দাবি: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য।

দাবির পক্ষে: একাত্তর টিভি (ইউটিউব), এসএ টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: আলোচ্য ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের ঘটনার নয় বরং এটি গত ০৯ মে গোপালগঞ্জে হওয়া ঝড়ের একটি ভিডিও।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

৩৫/ ফ্যাক্টচেক: ১৫ মে, ২০২৩

দাবি: গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা’র তাণ্ডবে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে দুইজনের মৃত্যুর খবর (কোনো গণমাধ্যমে একজন মৃত্যুর খবর এসেছে) প্রচার।

দাবির পক্ষে: দৈনিক বাংলা, এশিয়ান টিভি, দ্য রিপোর্ট ২৪, নাগরিক টিভি, এটিএন বাংলা, আরটিভি, মাই টিভি, বায়ান্ন টিভি, যুগান্তর, দৈনিক সংগ্রাম, মানবজমিন, আমাদের সময়, যায়যায়দিন, ইনকিলাব, জনকণ্ঠ, ভোরের কাগজ, দেশ রূপান্তর, মানবকণ্ঠ, কালবেলা, ডেইলি অবজারভার, বিজনেস বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, ঢাকা পোস্ট, ঢাকা মেইল, ডেইলি বাংলাদেশ, বাংলাদেশ টাইমস, দ্য বাংলাদেশ মোমেন্টস, দ্য বিজনেস পোস্ট, বাংলাদেশ জার্নাল, ডেইলি ক্যাম্পাস, নিউজজি২৪, বি বার্তা২৪, সংবাদ প্রকাশ, পূর্ব পশ্চিম বিডি, বাংলাদেশ বুলেটিন, এবিনিউজ২৪, বার্তা বাজার, ফেস দ্য পিপল, আজকালের খবর, আমার সংবাদ, রেডিও টুডে, সোনালী নিউজ, বাহান্ন নিউজ, দ্য ডেইলি মেসেঞ্জার, নিউজ নাউ২৪, দৈনিক সরোবর, রিদ্মিক নিউজ, দৈনিক করতোয়া, অর্থসূচক, সময়ের কণ্ঠস্বর, একুশে সংবাদ, ডেল্টা টাইমস, মর্নিং টাইমস, দৈনিক গণমুক্তি, সংবাদ সারাবেলা, স্টার সংবাদ, গ্লোবাল টিভি, সংবাদ, ঢাকা প্রকাশ (ইংরেজি), সানবিডি২৪, সংবাদ প্রতিদিন।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৬২

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে কোনো মানুষের মৃত্যু ঘটেনি

৩৬/ ফ্যাক্টচেক: ১৬ মে, ২০২৩

দাবি: কঙ্গোতে গত ০২ এপ্রিল ভূমিধসের ঘটনার ছবি।

দাবির পক্ষে: সময় টিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ডেইলি সান, দীপ্ত টিভি (ইউটিউব), প্রতিদিনের সংবাদ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

Screenshot source: BSS

অনুসন্ধানের ফল: এটি ২০১৯ সালে কঙ্গোতে ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত সড়কের ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: কঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে তিন বছরের পুরোনো ছবি প্রচার

৩৭/ ফ্যাক্টচেক: ১৭ মে, ২০২৩

দাবি: গত ১৪ মে তুরস্কের জাতীয় নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দাবির পক্ষে: মর্নিং টাইমস (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Facebook 

অনুসন্ধানের ফল: ১৪ মে এর নির্বাচনে এরদোয়ান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হননি। নির্বাচনের বেসরকারি ফলাফলে এরদোয়ান ও অন্য প্রার্থীদের কেউই নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: এরদোয়ান ১৪ মে’র নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হননি

৩৮/ ফ্যাক্টচেক: ১৮ মে, ২০২৩

দাবি: অস্ত্রোপচার করে কানাডীয় অভিনেতা সেইন্ট ভন কলুচি মারা গেছেন। 

দাবির পক্ষে: প্রথম আলো, দ্য ডেইলি স্টার, সময় টিভি, বিডিনিউজ২৪, আজকের পত্রিকা, কালের কণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ (ইউটিউব), চ্যানেল আই, দ্য ডেইলি ক্যাম্পাস, আরটিভি, ঢাকা মেইল, যুগান্তর, ঢাকা টাইমস, ঢাকা পোস্ট, জুম বাংলা, ডেইলি বাংলাদেশ, ডেইলি মেসেঞ্জার, ডেল্টা টাইমস, বাহান্ন নিউজ, বায়ান্ন টিভি, মর্নিং টাইমস, ঢাকা টুডে

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ২২

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি কল্পিত এক অভিনেতার গল্প এবং একইসাথে তার ছবি দাবিতে প্রচারিত ছবিও প্রযুক্তির মাধ্যমে তৈরি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আষাঢ়ে গল্প; গণমাধ্যমের হাত ধরে কল্পিত অবাস্তব অভিনেতার বাস্তব মৃত্যু

৩৯/ ফ্যাক্টচেক: ১৮ মে, ২০২৩

দাবি: ২১ মে থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি কার্যকর হবে। ১৩ মে মেট্রোরেল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দাবির পক্ষে: নয়া দিগন্ত, যমুনা টিভি, জাগোনিউজ২৪, নিউ এজ, বাংলাভিশন, ইত্তেফাক, বাংলা ইনসাইডার, বাংলাদেশ মোমেন্টস, ডেইলি ক্যাম্পাস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৯

Screenshot source: New Age

অনুসন্ধানের ফল: ৩১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচি কার্যকর হয়। ১৩ মে এই নতুন সময়সূচি নিয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২১ মে থেকে কার্যকর দাবিতে গণমাধ্যমে গুজব

৪০/ ফ্যাক্টচেক: ১৮ মে, ২০২৩

দাবি: টলিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীকে হলিউড অভিনেতা জন সিনা ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেছেন।

দাবির পক্ষে: বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট, ঢাকা মেইল, মর্নিং টাইমস, নিউজনাউ২৪, দৈনিক করতোয়া, নিরাপদ নিউজ, পূর্ব-পশ্চিম বিডি, সময়ের কণ্ঠস্বর, প্রাইম নিউজ, সুখবর, আজকের দর্পণ, লাস্ট নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৩

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: জন সিনা শ্রাবন্তীকে টুইটারে ফলো করছেন। তাছাড়া, জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাউকেই ফলো করছেন না।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: টলিউডের শ্রাবন্তীকে জন সিনা ইনস্টাগ্রামে ফলো করেননি

৪১/ ফ্যাক্টচেক: ২০ মে, ২০২৩

দাবি: মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য।

দাবির পক্ষে: একাত্তর টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: YouTube/ Ekattor 

অনুসন্ধানের ফল: প্রতিবেদনের ১ থেকে ১৪ সেকেন্ডের ভিডিও ফুটেজটি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের ঘটনার দৃশ্য নয় বরং এটি এটি গত এপ্রিল মাসে সোমালিয়াতে হওয়া বন্যার ভিডিও।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে একাত্তর টিভিতে সোমালিয়ার বন্যার ভিডিও প্রচার

৪২/ ফ্যাক্টচেক: ২০ মে, ২০২৩

দাবি: কঙ্গোতে গত মে মাসে ভারী বর্ষণের ঘটনার ছবি। 

দাবির পক্ষে: সমকাল, বৈশাখী টিভি, ভোরের কাগজ, মানবকণ্ঠ, নিউজ২৪, বাংলা ট্রিবিউন, আলোকিত বাংলাদেশ, সংবাদ প্রকাশ, ডেইলি মেসেঞ্জার, সাম্প্রতিক দেশকাল, সোনালী নিউজ, একাত্তর টিভি, দৈনিক বাংলা, ঢাকা মেইল, ডেইলি বাংলাদেশ (১), যমুনা টিভি, সময় টিভি, মানবজমিন, চ্যানেল২৪, বাংলাদেশ টুডে, পিবিএ এজেন্সি, বিজয় টিভি, স্টার সংবাদ, ডেইলি বাংলাদেশ (২),বিজনেস পোস্ট।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ২৫

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: পূর্বে কঙ্গোসহ ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুরোনো ছবিকে কঙ্গোর মে মাসের বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: কঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি

৪৩/ ফ্যাক্টচেক: ২০ মে, ২০২৩

দাবি: বাংলাদেশের শেষ আট ওয়ানডে সিরিজ আইসিসির সুপার লিগের অন্তর্ভুক্ত। লিগে মিরাজ সর্বোচ্চ চারবার ম্যাচ সেরা হয়েছেন। তামিম সুপার লিগে একবারও ম্যাচসেরা হননি। লিগের অন্তর্ভুক্ত সিরিজে জিম্বাবুয়ের সাথে ২০২২ সালের সিরিজ হারে বাংলাদেশ।

দাবির পক্ষে: সমকাল, আলোকিত বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Facebook 

অনুসন্ধানের ফল: বাংলাদেশের শেষ আট সিরিজের চারটি ছিল সুপার লিগের অংশ। উক্ত আট সিরিজ ধরে সুপার লিগে বাংলাদেশের ম্যান অব দ্য ম্যাচ বিষয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে। মিরাজ নয়, সাকিব সর্বোচ্চ সংখ্যকবার (৪) ম্যাচ সেরা হয়েছেন। তাছাড়া, তামিম জিম্বাবুয়ের বিপক্ষে একবার ম্যাচসেরা হয়েছেন। একইসাথে সুপার লিগ বর্হিভূত জিম্বাবুয়ের সাথে ২০২২ সালের সিরিজ হারের তথ্যকে সুপার লিগের সিরিজ হারের ঘটনা বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বাংলাদেশের শেষ আট সিরিজকে সুপার লিগের অংশ দাবিতে সমকালে একগাদা ভুল তথ্য

৪৪/ ফ্যাক্টচেক: ২২ মে, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রে মে মাসে সীমান্ত পাড়ি দিয়ে হাজার হাজার শরনার্থী প্রবেশের ছবি। 

দাবির পক্ষে: বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, আমার নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: এটি ২০১৮ সালে আমেরিকার অভিবাসীদের মেক্সিকোতে প্রবেশের সময়ে তোলা ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের খবরে গণমাধ্যমে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার

৪৫/ ফ্যাক্টচেক: ২২ মে, ২০২৩

দাবি: মাত্র ২০ বছর বয়সেই চলে গেলেন ভারতীয় টেলিভিশন ‘আকাশ ৮’ এর যৌথ কর্ণধার ইশিতা সুরানা।

দাবির পক্ষে: কালের কণ্ঠ এবং প্রবাস বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Facebook 

অনুসন্ধানের ফল: ঈশিতা সুরানা ২০ বছর বয়সে মারা যাননি বরং মৃত্যুকালে তার বয়স ছিল ৩৯ বছর।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঈশিতা সুরানার বয়স নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য

৪৬/ ফ্যাক্টচেক: ২২ মে, ২০২৩

দাবি: জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর ওপর ১০৯ ফুট উঁচু রেলসেতুটি আইফেল টাওয়ার থেকে ১০ ফুটের চেয়েও বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে। কতিপয় গণমাধ্যমে রেলসেতুটি আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বা ১১৫ ফুট বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে শীর্ষক দাবিও করা হয়েছে।

দাবির পক্ষে: দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, বণিক বার্তা, প্রথম আলো, বাংলানিউজ২৪, নাগরিক টিভি (ইউটিউব) এটিএন বাংলা (ইউটিউব), দূরবীন নিউজ (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৮

Screenshot source: Daily Star 

অনুসন্ধানের ফল: রেলসেতুটির মোট উচ্চতা ১১৭৮ ফুট এবং এটি আইফেল টাওয়ার থেকে প্রায় ৯৫ ফুট উঁচু।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: কাশ্মীরের রেলসেতুর উচ্চতা এবং আইফেল টাওয়ারের সাথে সেতুটির তুলনায় গণমাধ্যমে ভুল তথ্য

৪৭/ ফ্যাক্টচেক: ২৩ মে, ২০২৩

দাবি: মে মাসে সৌদি আরবে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার দৃশ্য। 

দাবির পক্ষে: মানবকণ্ঠ, বাংলাভিশন

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: ভিন্ন ভিন্ন দেশের বন্যার পুরোনো ছবিকে সৌদি আরবের মে মাসে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সৌদি আরবে ভারী বর্ষণের সংবাদে গণমাধ্যমে ভিন্ন ঘটনার ছবি প্রচার

৪৮/ ফ্যাক্টচেক: ২৪ মে, ২০২৩

দাবি: সাইবেরিয়া অঞ্চলের কোলা ব-দ্বীপে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক খননকৃত পৃথিবীর গভীরতম গর্ত বা কূপের ভেতর থেকে মানুষের চিৎকার শোনা গেছে।

দাবির পক্ষে: চ্যানেল২৪ এবং মাই টিভি। 

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Facebook 

অনুসন্ধানের ফল: ফান্ডিং এবং প্রযুক্তিগত নানা কারণে বন্ধ হয়ে যাওয়া এই প্রজেক্ট ঘিরে আলোচিত দাবিটি প্রজেক্ট চলাকালীন সময়েই ফিনিশ একটি সংবাদপত্রের এপ্রিল ফুল বিষয়ক সংবাদ (যা কিনা একটি পাঠক কলামের গল্প থেকে নেওয়া) থেকে পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যা সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেন প্রজেক্ট প্রধান।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মাটির ৭.৫ মাইল নিচে মানুষের চিৎকারের শব্দ শুনতে পাওয়ার সংবাদটি মিথ্যা

৪৯/ ফ্যাক্টচেক: ২৫ মে, ২০২৩

দাবি: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন (২৬ মে) দুবাইয়ে যাওয়ার জন্য টিকিট কেটেছেন।

দাবির পক্ষে: বাংলাভিশন, ডিবিসি নিউজ, চ্যানেল২৪, ঢাকা টাইমস, ঢাকা মেইল, ভোরের পাতা, জুম বাংলা, ফ্রিডম বাংলা নিউজ, বাহান্ন নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৯

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং ইন্টারনেটে প্রচারিত যে টিকিটটির সূত্র ধরে উল্লেখিত তথ্যটি প্রচার করা হচ্ছে সে টিকিটটি ভুয়া ও বানোয়াট।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের নির্বাচনের পরের দিনে দুবাই যাওয়ার টিকিট কাটার সংবাদটি মিথ্যা

৫০/ ফ্যাক্টচেক: ২৭ মে, ২০২৩

দাবি: ডকমাই আম বা হোয়াইট ম্যাংগো এর ছবি।

দাবির পক্ষে: সংবাদ সারাবেলা (ফেসবুক)। 

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Facebook

অনুসন্ধানের ফল: প্রচারিত ছবিগুলো বাস্তব নয় বরং এগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই টুলস ব্যবহার করে তৈরি করা।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বাস্তব আম কিংবা ডিম নয়, ছবিগুলো এআই দ্বারা তৈরি 

৫১/ ফ্যাক্টচেক: ২৮ মে, ২০২৩

দাবি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন ১৬৯৩০ ভোটে হারিয়েছেন আজমত উল্লা খানকে (কারো দাবি,  ১৬২৪৮ ভোট)

দাবির পক্ষে: বাংলাদেশ টাইমস (ফেসবুক), সোনালী নিউজ, বার্তা বাজার (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: মেয়র পদে জায়েদা খাতুন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খানের প্রাপ্ত ভোটের প্রকৃত ব্যবধান ১৬ হাজার ১৯৭ ভোট। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের জয়ের ব্যবধান নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য

৫২/ ফ্যাক্টচেক: ২৮ মে, ২০২৩

দাবি: বাংলাদেশ থেকে সিএনজি নিয়ে কানাডায় গাড়ি চালান মিলন।

দাবির পক্ষে: জনকণ্ঠ, জুম বাংলা।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Daily Janakantha

অনুসন্ধানের ফল: যুক্তরাজ্যে চলা এই সিএনজিটির চালক একজন নারী। কোনোরকম তথ্যসূত্র ছাড়াই সিএনজিটি একজন বাংলাদেশির বলে বানোয়াট একটি দাবি প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সার্কাজম যখন খবর হয়ে গণমাধ্যমে; কানাডায় বাংলাদেশি মিলনের সিএনজি চালানোর ভুয়া গল্প

৫৩/ ফ্যাক্টচেক: ২৮ মে, ২০২৩

দাবি: তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা।

দাবির পক্ষে: বাংলাভিশন

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source:  Banglavision 

অনুসন্ধানের ফল: টকশোটি নিয়ে ২০২১ সালের জুন-জুলাই মাসের একটি পুরানো ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ হচ্ছে না

৫৪/ ফ্যাক্টচেক: ৩১ মে, ২০২৩

দাবি: সৌদি আরবের নারী নভোচারী রায়না বার্নাভি কর্তৃক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধারণকৃত একটি ভিডিওতে মক্কা নগরীর রাতের দৃশ্য দেখা যায়।

দাবির পক্ষে: ঢাকা মেইল, যায়যায়দিন, দৈনিক জাগরণ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot source: Dhaka Mail

অনুসন্ধানের ফল: ২০১৭ সালে মহাকাশ থেকে তোলা মক্কার পুরোনো ছবিকে গত মে মাসের দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: রায়না বার্নাভির মহাকাশ থেকে তোলা ভিডিওর দৃশ্য দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার

৫৫/ ফ্যাক্টচেক: ৩১ মে, ২০২৩

দাবি: ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিনতে পারেননি জো বাইডেন এবং তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে দিয়ে শ্বেতাঙ্গ এক ভদ্রলোকের সাথে হ্যান্ডশেক করেছেন।

দাবির পক্ষে: সময় টিভি, জাগোনিউজ২৪, কালের কণ্ঠ, ইনকিলাব, যুগান্তর, ঢাকা টুডে, ডেইলি বাংলাদেশ, পূর্ব-পশ্চিম বিডি, জবাবদিহি, এমটি নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১০

Screenshot source: Somoy Tv 

অনুসন্ধানের ফল: সেদিন বাইডেন বিমানবন্দরে নেমেই সর্বপ্রথম ঋষি সুনাকের সাথে করমর্দনের পাশাপাশি কিছু সময় স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ব্রিটেনের প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিনতে না পারার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড

৫৬/ ফ্যাক্টচেক: ০১ জুন, ২০২৩

দাবি: আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে প্রচারিত ছবিটি লাওতারো ও তার স্ত্রীর।

দাবির পক্ষে: যুগান্তর, জুম বাংলা। 

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Jugantor 

অনুসন্ধানের ফল: এটি তার সতীর্থ আরেক আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ এবং তার স্ত্রীর ছবি, যারা ২০১৭ সালেই বিয়ে করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে এমিলিয়ানো মার্টিনেজের ছবি গণমাধ্যমে 

৫৭/ ফ্যাক্টচেক: ০২ জুন, ২০২৩

দাবি: জরিপে দেখা গেছে, তিনি (ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলু) জেলের বাইরে থাকলে ভালোভাবেই প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানকে হারাতে পারতেন। ইমামোলুর অনুপস্থিতিতে সবচেয়ে দুর্বল ভাবমূর্তির নেতা কিলিচদারওলুকে বিরোধীরা সমর্থন দিতে বাধ্য হয়।

দাবির পক্ষে: প্রথম আলো (প্রিন্ট)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Prothom Alo 

অনুসন্ধানের ফল: প্রথম আলোয় ইংরেজি থেকে অনূদিত কলামের তথ্য দাবি করা হলেও মূল ইংরেজি কলামে প্রথম আলোয় প্রকাশিত ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর বিষয়ে তিনি জেলে আছেন এবং তার অনুপস্থিতিতে দুর্বল ভাবমূর্তির নেতা কিলিচদারওলুকে বিরোধীরা সমর্থন দিতে বাধ্য হয় শীর্ষক তথ্যগুলো উল্লেখ নেই। তাছাড়া, নির্বাচনের সময় তিনি কারাবন্দীও ছিলেন না এবং নির্বাচন প্রক্রিয়ায় অনুপস্থিতও ছিলেন না। প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইমামোলুর অনীহা থাকলেও তার দলের প্রার্থীর পক্ষে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের ফল বিশ্লেষণ নিয়ে প্রথম আলোয় অনূদিত কলামে বিকৃতি

৫৮/ ফ্যাক্টচেক: ০৪ জুন, ২০২৩

দাবি: ইডেন কলেজের ছাত্রী মুক্তা সুলতানা নিজের অ্যাকাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে সরকারি চাকরি পেয়েছেন।

দাবির পক্ষে: সমকাল (ফেসবুক), ডেইলি ক্যাম্পাস, লাস্ট নিউজ বিডি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot source: Facebook

অনুসন্ধানের ফল: চাকরিটি সরকারি নয় বরং এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ই-মেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রজেক্টে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে ছয় মাসের চুক্তিভিত্তিক একটি অস্থায়ী চাকরি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সার্টিফিকেট পুড়িয়ে ভাইরাল হয়ে পাওয়া মুক্তার চাকরিটি সরকারি নয় 

৫৯/ ফ্যাক্টচেক: ০৫ জুন, ২০২৩

দাবি: ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’: সিএমপি কমিশনার

দাবির পক্ষে: মর্নিং টাইমস (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Facebook

অনুসন্ধানের ফল: উক্ত মন্তব্যটি চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম করেছেন এমন অভিযোগ তুলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের বরাতে সংবাদ প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। এবং সেই সংবাদের সত্যতা সম্পর্কে চ্যালেঞ্জ জানিয়ে মন্তব্য প্রদান করেছেন সিএমপি কমিশনার।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ শীর্ষক মন্তব্যটি সিএমপি কমিশনারের নয়

৬০/ ফ্যাক্টচেক: ০৬ জুন, ২০২৩

দাবি: এক তুর্কি নারী তার বক্তব্যে বলেছেন, “আল্লাহর কাছে শুকরিয়া এরদোয়ানের জয় হয়েছে। তিনি যদি পরাজিত হতেন, তাহলে তুর্কিরা নিজস্ব যে সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করছে এটা মুছে যেত।”

দাবির পক্ষে: যমুনা টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Youtube 

অনুসন্ধানের ফল: যমুনা টিভিতে তুরস্কের নির্বাচন বিষয়ক ভিডিও প্রতিবেদনে তুরস্কের তিনজন নাগরিকের তুর্কি ভাষায় দেওয়া বক্তব্যের যে বাংলা অনুবাদ প্রচার করা হয়েছে তা সঠিক নয় বরং ভুল এবং অসঙ্গতিতে ভরা বাংলা অনুবাদকে উক্ত তিন ব্যক্তির বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: যমুনা টিভিতে তুরস্কের নির্বাচন বিষয়ে দেশটির নাগরিকদের বক্তব্য বিকৃতি

৬১/ ফ্যাক্টচেক: ০৬ জুন, ২০২৩

দাবি: আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে বাড়ি ফেরার কথা বলে তার স্ত্রী ফেসবুকে পোস্ট দিয়েছেন।

দাবির পক্ষে: নয়া দিগন্ত, চ্যানেল২৪ (সরিয়ে নিয়েছে পরে)। 

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Google

অনুসন্ধানের ফল: আন্তোনেল্লা রোকুজ্জো ফেসবুকে মেসিকে বাড়ি ফেরার কথা বলে কোনো পোস্ট দেননি বরং মেসির স্ত্রীর নামে তৈরি একটি ভেরিফাইড ভুয়া ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে রোকুজ্জোর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মেসিকে বাড়ি ফিরতে বলে মেসির স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট করেননি 

৬২/ ফ্যাক্টচেক: ০৭ জুন, ২০২৩

দাবি: যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিল সুইডেন।

দাবির পক্ষে: চ্যানেল আই, ডেইলি বাংলাদেশ, ডেইলি নিউ নেশন, দ্য রিপোর্ট.লাইভ, একুশে সংবাদ, লাস্ট নিউজ বিডি, তৃতীয় মাত্রা

এছাড়া জাতীয় দৈনিক ‘দৈনিক আমাদের সময়’এর ওয়েবসাইটে একই দাবিতে সংবাদ প্রকাশ করা হলেও গণমাধ্যমটি পরবর্তীতে সংবাদটি সংশোধন করে নেয়। তবে সংশোধন পূর্ববর্তী সংবাদটির আর্কাইভ ভার্সন পাওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৮

Screenshot source: Dainik Amader Somoy 
Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সুইডেন যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে শীর্ষক দাবিতে প্রচার করে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটি মিথ্যা

৬৩/ ফ্যাক্টচেক: ০৮ জুন, ২০২৩

দাবি: সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর খবরে দেড় বছর বয়সী আবদুর রহমান দাবিতে এক শিশুর ছবি প্রচার। কতিপয় গণমাধ্যমে শিশুটির বাবা মাহবুবুরকে জীবিত দাবি।

দাবির পক্ষে: প্রথম আলো, ইত্তেফাক, দৈনিক আমাদের সময়, দৈনিক কালবেলা (প্রিন্ট), কালের কণ্ঠ, ডেইলি অবজারভার, সোনার দেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৭

Screenshot source: Prothom Alo

অনুসন্ধানের ফল: আবদুর রহমানের প্রায় আট বছর বয়সী মেঝো ভাই আবু হুরায়রার ছবিকে আবদুর রহমানের ছবি দাবিতে প্রচার করা হয়েছে। দুর্ঘটনায় শুধু শিশুটিই নয়, ঘটনাস্থলেই মারা গেছে তার বাবা মাহবুব আলম। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবরে গণমাধ্যমে তার জীবিত ভাইয়ের ছবি প্রচার

৬৪/ ফ্যাক্টচেক: ০৮ জুন, ২০২৩

দাবি: ‘রাজধানী ঢাকাকে জঙ্গল মনে হয়। যেখানে-সেখানে অনেক গাছ লাগানো। এগুলো অনেক জায়গা দখল করে আছে। কিন্তু বাতাস পাওয়া যায় কম।‘ শীর্ষক বক্তব্যকে গাছ কাটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্য দাবি।

দাবির পক্ষে: যমুনা টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Jamuna Tv

অনুসন্ধানের ফল: ভাইরাল হওয়া বক্তব্যটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নয় বরং গাছ কাটা সংক্রান্ত বিষয়ে গত ১৩ মে জাতীয় দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় থাকা কল্পিত মেয়রের বক্তব্যকে মেয়র তাপসের আসল বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঢাকাকে জঙ্গল মনে হয় শীর্ষক কোনো বক্তব্য দেননি মেয়র তাপস

৬৫/ ফ্যাক্টচেক: ০৯ জুন, ২০২৩

দাবি: ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের মৃত্যু।

দাবির পক্ষে: ঢাকা টাইমস, বিজনেস পোস্ট, সমকাল, দ্যা রিপোর্ট২৪, বাংলাদেশ জার্নাল, বার্তা বাজার, ডিবিসি নিউজ, সাম্প্রতিক দেশকাল, বাংলাভিশন, দেশ রূপান্তর, ঢাকা প্রকাশ, রাইজিং বিডি, কালের কণ্ঠ, বাংলা নিউজ২৪, বাংলা.২৪ লাইভ নিউজপেপার, বাংলাদেশ মোমেন্টস, রেডিও টুডে, সানবিডি২৪, জনবানী, আগামী নিউজ, বিএনএ নিউজ২৪, আমাদের কাগজ, নিউজ নাউ২৪, স্বাধীন আলো, একুশে সংবাদ, ডেইলি করতোয়া, বাংলা ইনসাইডার, ফেস দ্য পিপল (ফেসবুক), সময়ের আলো, ঢাকা টাইমস (২), বাংলাদেশ মোমেন্টস (২)।

Screenshot source: Twitter 

এছাড়া মূলধারার সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪’ ও ‘দৈনিক আমাদের সময়’ এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলেও পরবর্তীতে তা ঠিক করে নেয়।

Screenshot collage: Rumor Scanner

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৩৩

অনুসন্ধানের ফল: শাহরিয়ার কবিরের যে মেয়ে মারা গেছেন, তার নাম অর্পিতা শাহরিয়ার কবির মুমু, সাফা কবির নয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: অভিনেত্রী সাফা কবির শাহরিয়ার কবিরের মেয়ে নন

৬৬/ ফ্যাক্টচেক: ০৯ জুন, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রের ছয় জন কংগ্রেসম্যান কর্তৃক দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠিটি ভুয়া। 

দাবির পক্ষে: বাংলা ইনসাইডার

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Bangla Insider

অনুসন্ধানের ফল: ২৫ মে প্রকাশিত উক্ত চিঠিটি আসল বলে চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেসম্যান স্কট পেরি’র (PA-10) ডিস্ট্রিক্ট ডিরেক্টর জে ওস্ট্রিচ রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের লেখা চিঠিটি আসল 

৬৭/ ফ্যাক্টচেক: ১০ জুন, ২০২৩

দাবি: আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ফেসবুকে তার পেজে একাধিক পোস্ট দিয়েছেন।

দাবির পক্ষে: একাত্তর টিভি, আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, স্টার সংবাদ, এমটি নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: মেসির স্ত্রীর নামে তৈরি একটি ভেরিফাইড ভুয়া ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে রোকুজ্জোর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মেসির দলবদলকে কেন্দ্র করে তার স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট দেননি

৬৮/ ফ্যাক্টচেক: ১১ জুন, ২০২৩

দাবি: মে মাসে পাকিস্তানের লাহোরে হওয়া বন্যার ঘটনার দৃশ্য। 

দাবির পক্ষে: যমুনা টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Facebook 

অনুসন্ধানের ফল: পাকিস্তানের এই ছবিটি অন্তত পাঁচ বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।  

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: পাকিস্তানের লাহোরে সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি 

৬৯/ ফ্যাক্টচেক: ১১ জুন, ২০২৩

দাবি: কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক আহত হয়েছেন।

দাবির পক্ষে: নিউ এজ (প্রিন্ট)

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: New Age

অনুসন্ধানের ফল: এমপি মুজিবুল হক মুজিব আহত হননি বরং সংঘর্ষের দিন মুজিবুল হক কুমিল্লাতেই ছিলেন না। তিনি সে-সময় ঢাকায় অবস্থান করছিলেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুজিবুল হক এমপি আহত হননি

৭০/ ফ্যাক্টচেক: ১২ জুন, ২০২৩

দাবি: মে মাসে ফিলিস্তিনে ইসরাইলের হামলার ঘটনার দৃশ্য। 

দাবির পক্ষে: সময় টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Somoy Tv

অনুসন্ধানের ফল: ২০২১ সালে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার সময়কার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে মে মাসের সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

৭১/ ফ্যাক্টচেক: ১৩ জুন, ২০২৩

দাবি: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস শূন্য ভোট পেয়েছেন।

দাবির পক্ষে: দীপ্ত টিভি (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: দাবিটি সত্য নয় বরং গত ১২ জুন অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ৬ হাজার ৬৬৫ ভোট পেয়েছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শূন্য ভোট পাননি

৭২/ ফ্যাক্টচেক: ১৫ জুন, ২০২৩

দাবি: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ‘সৈয়দপুর ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতাল  অ্যান্ড ল্যাব’ বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল।

দাবির পক্ষে: আজকের পত্রিকা, সময় টিভি, সময়ের আলো, মানবকণ্ঠ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৪

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: বাংলাদেশের সাভারেই ফাইলেরিয়া হাসপাতাল অ্যান্ড জেনারেল হাসপাতাল নামে ফাইলেরিয়ার জন্য বিশেষায়িত আরেকটি হাসপাতাল আছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সৈয়দপুরের ফাইলেরিয়া হাসপাতাল বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল নয়

৭৩/ ফ্যাক্টচেক: ১৭ জুন, ২০২৩

দাবি: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনার দৃশ্য। 

দাবির পক্ষে: কালবেলা, ঢাকা পোস্ট, সংবাদ প্রকাশ, মানবকণ্ঠ, বৈশাখী টিভি, ডেইলি বাংলাদেশ, যমুনা টিভি, ঢাকা প্রকাশ, সময়ের আলো, বাংলাদেশ টাইমস, পদ্মা নিউজ, নিউজনাউ২৪, বিজনেস জার্নাল, আগামী নিউজ, আমাদের সময়, আরটিভি, প্রাইম নিউজবিডি, একুশে সংবাদ, আমার সংবাদ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৯

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: ইন্টারনেট থেকে সংগৃহীত পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে যথাযথ তথ্যসূত্র ছাড়াই গণমাধ্যমগুলো উক্ত ঘটনার ছবি দাবিতে প্রচার করেছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি।

৭৪/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: সাবমেরিন টাইটান নিখোঁজের সংবাদের পর সাবমেরিনটির মালিকানা প্রতিষ্ঠান ‘ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খুঁজছে।

দাবির পক্ষে: কালবেলা, নিউজজি২৪, জাগো নিউজ২৪, এবিনিউজ২৪, জয় যুগান্তর, চ্যানেল২৪, ঢাকা মেইল।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৭

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: অন্তত ২০২০ সাল থেকেই একই তথ্য সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানটির ওয়েববসাইটে খুঁজে পাওয়া যায়। ইন্টারনেট আর্কাইভ ওয়েবসাইটের মাধ্যমে সর্বশেষ গত ৩০ মেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একই নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ওশানগেট টাইটানের চালকের মৃত্যুর পর সাবমেরিন চালক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি

৭৫/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: নেইমারের বাবা গ্রেফতার। এ ঘটনায় নেইমারের বাবাকে ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়েল জরিমানা করা হয়।

দাবির পক্ষে: ইনডিপেনডেন্ট টিভি, সময় টিভি (ইউটিউব), যমুনা টিভি, ডিবিসি নিউজ, যুগান্তর, ইনকিলাব, কালবেলা, বাংলাভিশন, দৈনিক আমাদের সময়, নিউজবাংলা২৪, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ, ডেইলি অবজারভার, নয়া দিগন্ত, দৈনিক করতোয়া, মানবকণ্ঠ, যায়যায়দিন, ডেইলি মেসেঞ্জার, আমাদের সময়, সংবাদ প্রকাশ, জাগোনিউজ২৪, নিউজজি২৪, বায়ান্ন টিভি, বাহান্ন নিউজ, ঢাকা মেইল, সময়ের আলো, বাংলাদেশ জার্নাল, একুশে সংবাদ, ঢাকা টাইমস২৪, ডেল্টা টাইমস, বিডি২৪ রিপোর্ট, এবিনিউজ২৪, সোনালী নিউজ, জুম বাংলা, এমটি নিউজ, স্বাধীন আলো, রেডিও টুডে

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৩৮

Screenshot source: Independent Tv

অনুসন্ধানের ফল: নেইমারের বাবা নেইমার ডি সিলভা সান্তোসকে স্থানীয় কর্তৃপক্ষ গ্রেফতারের আদেশ দিলেও পরে তা বাতিল করা হয়। তাছাড়া, নেইমার বা তার বাবাকে কোনো জরিমানা করা হয়নি। অভিযোগ প্রমাণ সাপেক্ষে জরিমানা করা হবে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নেইমারের বাবা গ্রেফতার দাবিতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য 

৭৬/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: মিয়ানমারে গত ২০ জুন ভূমিকম্পের ঘটনার ছবি।

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ, একুশে সংবাদ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot source: Daily Bangladesh 

অনুসন্ধানের ফল: এটি ২০১১ সালের ২৪ মার্চ মিয়ানমারের বার্মায় সংঘটিত এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি সেতু ও সড়কের ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে বারো বছর পূর্বের ছবি প্রচার 

৭৭/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: ব্রাজিলই একমাত্র দল যারা পরপর তিনবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে। 

দাবির পক্ষে: চ্যানেল২৪

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Channel24

অনুসন্ধানের ফল: ব্রাজিল ছাড়াও জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) পরপর তিনবার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ব্রাজিল পরপর তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠা একমাত্র দল নয়, এই কৃতিত্ব আছে জার্মানিরও 

৭৮/ ফ্যাক্টচেক: ২৯ জুন, ২০২৩

দাবি: ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কর্ম’ সিনেমায় বলিউডের প্রথম স্ক্যান্ডাল ছিল এবং চার মিনিট স্থায়ী ছিল এই চুম্বন। 

দাবির পক্ষে: DW বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: dw বাংলা

অনুসন্ধানের ফল: ধারাবাহিকভাবে দুই মিনিটের কম সময়ের উক্ত চুম্বনের দৃশ্যের পূর্বে বলিউডের অন্য সিনেমায়ও চুম্বনের দৃশ্য ছিল। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বলিউড সিনেমা ‘কর্ম’র চুম্বন দৃশ্য বলিউডের প্রথম স্ক্যান্ডাল নয় 

৭৯/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: আবারও টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল ওশানগেট।

দাবির পক্ষে: ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলানিউজ২৪, আমাদের সময়, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, মানবজমিন, নিউজ২৪, কালবেলা, আজকের পত্রিকা, যমুনা টিভি, চ্যানেল২৪, নাগরিক টিভি, বাংলাভিশন, ঢাকা মেইল, কালের কণ্ঠ, চ্যানেল আই, ডিবিসি নিউজ, নয়া দিগন্ত, ডেইলি বাংলাদেশ, জুম বাংলা, বিডি২৪রিপোর্ট, অর্থ সংবাদ, কারেন্ট নিউজ, সাম্প্রতিক দেশকাল, নিউজজি২৪, রিদ্মিক নিউজ, প্রাইম নিউজবিডি, নিরাপদ নিউজ, বহুমাত্রিক, বাংলা খবর বিডি। 

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ২৯

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: ইন্টারনেট আর্কাইভ অনুযায়ী উক্ত বিজ্ঞাপনটি টাইটান ধ্বংসের আগে থেকেই ওয়েবসাইটে রয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: টাইটানিক দেখতে যাওয়ার নতুন কোনো বিজ্ঞাপন দেয়নি ওশানগেট

৮০/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাইকেল নামক এক ব্যক্তি বাংলাদেশের একটি দাতব্য সংস্থাকে ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ ডলার দান করেছেন। 

দাবির পক্ষে: চ্যানেল২৪, জুম বাংলা।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot collage: Rumor Scanner: 

অনুসন্ধানের ফল: ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫ হাজার ডলার দান করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নাগরিক ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ নয়, ১৫,০০০ ডলার দান করার দাবি করেছেন

৮১/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: চলতি বছরের হজে অংশে নেওয়া  হাজিদের ভিন্ন ভিন্ন সংখ্যা (৩০ লাখ, ২৫ লাখ, ২০ লাখ, ২৩ লাখ, ১৬ লাখ ৫ হাজার) ও এই হজকে ইতিহাসের সবচেয়ে বড় হজ উল্লেখ করে প্রচার। 

দাবির পক্ষে: দৈনিক আমাদের সময় (১), ডেইলি ক্যাম্পাস, আরটিভি, সময় টিভি (১), কালবেলা, বায়ান্ন টিভি (ফেসবুক), প্রথম আলো, ঢাকা মেইল, চ্যানেল আই  বাংলাদেশ জার্নাল, মানবজমিন, বাংলাদেশ টুডে, জুম বাংলা, বিডি২৪রিপোর্ট, সমকাল, ডিবিসি নিউজ (ইউটিউব) (১), দৈনিক আমাদের সময় (২), জাগরণ, চ্যানেল২৪, রিদ্মিক নিউজ, আলোকিত বাংলাদেশ, ঢাকা টাইমস, সময়ের আলো (১), যমুনা টিভি, ইনডিপেনডেন্ট টিভি, কালের কণ্ঠ, একুশে টিভি, আমাদের সময়, রেডিও টুডে, এনটিভি, বাংলাদেশ জার্নাল, এটিএন বাংলা (ইউটিউব), বিডিনিউজ২৪, ডেইলি বাংলাদেশ (১), দৈনিক বাংলা, অর্থসূচক, দেশ রূপান্তর (১), এসএ টিভি, বৈশাখী টিভি, সময়ের আলো (২), দেশ রূপান্তর (২), প্রতিদিনের বাংলাদেশ, ভোরের কাগজ, ঢাকা ট্রিবিউন, ডেইলি বাংলাদেশ (২), নয়া দিগন্ত, ঢাকা পোস্ট, সময় টিভি (২), ডিবিসি নিউজ (২), অর্থ সংবাদ, ইত্তেফাক, বাংলা ইনসাইডার, সংবাদ, দ্যা রিপোর্ট লাইভ, তৃতীয় মাত্রা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৫৫

Screenshot source: Facebook

অনুসন্ধানের ফল: প্রকৃতপক্ষে এই বছর হজে অংশগ্রহণকারী হাজির সংখ্যা ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন। এছাড়া সদ্য সমাপ্ত হজটিও ইতিহাসের সবচেয়ে বড় হজ নয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: হজ ২০২৩ এ হাজিদের উপস্থিতির সংখ্যা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য

৮২/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: আলেক্সান্ডার গ্রাহাম বেল এর বান্ধবী মার্গারেট হ্যালো। গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন তা হচ্ছে “হ্যালো”।

দাবির পক্ষে: ডিবিসি নিউজ, নিউজ২৪, ডেইলি বাংলাদেশ, ঢাকা মেইল, জুম বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: আলেক্সান্ডার গ্রাহাম বেলের মার্গারেট হ্যালো নামে কোনো গার্লফ্রেন্ড বা বান্ধবী ছিল না এবং টেলিফোন আবিষ্কারের পর তিনি প্রথম শব্দ “হ্যালো” বলেননি বরং গ্রাহামবেলের স্ত্রীর নাম ছিল ম্যাবেল হাববার্ড। এছাড়া ১৮৭৬ সালের ৭ মার্চ বেল যখন প্রথম সফলভাবে টেলিফোনে কল করতে সমর্থ হন, তখন তিনি সর্বপ্রথম কথা বলেছিলেন তার সহযোগী টমাস ওয়াটসনের সঙ্গে। তিনি তাকে বলেছিলেন, “মি. ওয়াটসন, এখানে আসুন। আমি আপনাকে দেখতে চাই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আলেক্সান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে প্রথম হ্যালো বলার দাবিটি সত্য নয়

৮৩/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: টাইটানের ধ্বংসাবশেষের ছবি।

দাবির পক্ষে: যমুনা টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: YouTube 

অনুসন্ধানের ফল: যমুনা টিভি গত ২৩ জুন টাইটানের ধ্বংসাবশেষের দাবিতে যে ছবিটি প্রকাশ করেছে সেটি টাইটান সংশ্লিষ্ট কোনো ছবি ছিল না। তাছাড়া, ছবিটি প্রচারের সময় টাইটানের ধ্বংসাবশেষের কোনো ছবি প্রকাশই করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: এগুলো টাইটানের ধ্বংসাবশেষের ছবি নয়

৮৪/ ফ্যাক্টচেক: ০২ জুলাই, ২০২৩

দাবি: গত জুনে চিলিতে বন্যার ঘটনার দৃশ্য। 

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

Screenshot source: Daily Bangladesh

অনুসন্ধানের ফল: ২০১৫ সালে চিলির বন্যার সময়কার দৃশ্যকে উক্ত ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: চিলির সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার 

৮৫/ ফ্যাক্টচেক: ০৩ জুলাই, ২০২৩

দাবি: সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার সাম্প্রতিক ছবি। 

দাবির পক্ষে: ইনডিপেনডেন্ট টিভি (ইউটিউব), এটিএন নিউজ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: পূর্বে ভিন্ন ভিন্ন সময়ে সুইডেনে কোরআন পোড়ানোর  ঘটনার পুরোনো দুটি ছবিকে সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।  

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সুইডেনে কোরআন পোড়ানোর সাম্প্রতিক ঘটনায় ইন্টারনেটে পুরোনো ছবি প্রচার

৮৬/ ফ্যাক্টচেক: ০৫ জুলাই, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনির্ভার্সিটি অব বিজনেস অ্যান্ড স্যোশ্যাল সায়েন্স মাহের আলী রুশোকো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে।

দাবির পক্ষে: চ্যানেল আই, বাংলাভিশন, ডিজি বাংলা।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

Screenshot source: Channel I

অনুসন্ধানের ফল: ভুয়া ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করে হংকং থেকে পরিচালিত নামসর্বস্ব একটি কথিত বিশ্ববিদ্যালয় থেকে অর্থের বিনিময়ে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন রুশো। 

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মাহের আলী রুশো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাননি 

৮৭/  ফ্যাক্টচেক: ০৫ জুলাই, ২০২৩

দাবি: জুনে নেপালের পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে বন্যার ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: সময় টিভি, ঢাকা পোস্ট, মানবকণ্ঠ, ফিনান্সিয়াল এক্সপ্রেস, সংবাদ প্রকাশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: নেপালের পূর্বের বন্যার ঘটনার পুরোনো ছবিকে দেশটিতে জুনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নেপালে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি 

৮৮/ ফ্যাক্টচেক: ১১ জুলাই, ২০২৩

দাবি: পাকিস্তানে গত জুনে ভারী বর্ষণের ঘটনার ছবি। 

দাবির পক্ষে: চ্যানেল২৪, সময় টিভি, চ্যানেল আই, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, ইনকিলাব, নিউজ২৪, ডিবিসি নিউজ, সাম্প্রতিক দেশকাল, ডেইলি সান, ইত্তেফাক, দেশ রূপান্তর, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, ভোরের কাগজ, দৈনিক আমাদের সময়, সময়ের আলো, বাংলানিউজ২৪, ঢাকা মেইল, সোনালী নিউজ, বার্তা২৪, বাংলাদেশ জার্নাল, এশিয়ান টিভি, ডেইলি মেসেঞ্জার, জাগোনিউজ২৪ (ইউটিউব), ফ্রিডম বাংলা নিউজ, মত ও পথ, ডেল্টা টাইমস, সময়ের কণ্ঠস্বর, বিজনেস পোস্ট, নিউজনাউ২৪, আমাদের বার্তা, আজকালের খবর

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৩৫

Screenshot collage: Rumor Scanner 

অনুসন্ধানের ফল: প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং পূর্বে পাকিস্তানের বিভিন্ন ঘটনার পুরোনো ছবিকে দেশটির গত জুনের ভারী বর্ষণের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: পাকিস্তানে ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি

৮৯/ ফ্যাক্টচেক: ১২ জুলাই, ২০২৩

দাবি: সিরিয়ার রাজধানী দামেস্কে জুনে ইসরায়েলের বিমান হামলার ঘটনার দৃশ্য। 

দাবির পক্ষে: দৈনিক নয়া দিগন্ত, দ্য রিপোর্ট লাইভ, নিউজ২৪, আলোকিত বাংলাদেশ (ই-পেপার), এবিনিউজ২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), একুশে টিভি এবং তরঙ্গ নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৮

Screenshot collage: Rumor Scanner

অনুসন্ধানের ফল: সিরিয়ায় ইসরায়েলি হামলার পূর্বের ঘটনার পুরোনো ছবিকে দেশটিতে গত জুনের বিমান হামলার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: দামেস্কে গত জুনের বিমান হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি 

পরিশেষে 

ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমের বিকাশের ফলে ভুল তথ্যের প্রচার সহজ হয়ে উঠেছে। ফলশ্রুতিতে গণমাধ্যমগুলোতেও ভুল সংবাদ প্রকাশিত হতে দেখা যাচ্ছে নিয়মিত। তথ্য যাচাইয়ে যথাযথ গুরুত্ব না দেওয়া, দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতাসহ নানান কারণে এই ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে লক্ষণীয়। এটি যেমন গণমাধ্যমের নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে তেমনি মানুষের মধ্যে বিভ্রান্তি ও অবিশ্বাসের সৃষ্টি করছে। গণমাধ্যমে ভুল তথ্যের প্রচার গণমাধ্যমের ওপর পাঠক ও দর্শকের আস্থাকেও দূর্বল করছে। এজন্য ভুল তথ্য প্রচার কমিয়ে আনতে তথ্য যাচাই প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। প্রযুক্তির অগ্রগতি যেমন ভুল তথ্য প্রচার করাকে আরও সহজ করে তুলেছে, তেমনি তথ্য যাচাই করার প্রক্রিয়াও আরও সহজতর হয়েছে। রিউমর স্ক্যানার টিম বিশ্বাস করে, দর্শক ও পাঠকের কাছে যাচাই সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশনের প্রবণতা কমিয়ে আনা এবং মানুষের নিকট আস্থার জায়গা হিসেবে গণমাধ্যমের সেই অবস্থান বজায় রাখা সম্ভব।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দেননি

সম্প্রতি ‘গোপন বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দিলো পিটার হাস’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচার করা হচ্ছে। 

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কর্তৃক বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দেওয়ার দাবিটি সঠিক নয় বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

গত ০৩ আগস্ট Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘গোপন বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দিলো পিটার হাস’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে উক্ত ভিডিওটি প্রচার করা হয়।

Screenshot: Sabai Sikhi YouTube

২ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওটিতে বলা হয়, ‘এবার আওয়ামী লীগের সাথে পিটার হাসের গোপন বৈঠক ফাঁস। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান। যদি আগামী নির্বাচন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না দেওয়া হয় তাহলে কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়বে বাংলাদেশ সরকার।’

উক্ত প্রতিবেদনের সূত্র ধরে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও, গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে উল্লিখিত দাবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

তবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে আলোচিত ভিডিওটি প্রকাশের তারিখে (০৩ আগস্ট) দেশের মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের অনলাইন সংস্করণে ‘আ. লীগ নেতাদের সঙ্গে বৈঠকে পিটার হাস’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: The Daily Star

প্রতিবেদনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং আওয়ামী লীগের মধ্যে বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে উল্লেখ করা হয়।

পরবর্তী অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে মূলধারার গণমাধ্যম বিডিনিউজ ২৪ এর ওয়েবসাইটে একই তারিখে (০৩ আগস্ট) ‘নির্বাচন কীভাবে সেটা রাজনৈতিক দলগুলোর বিষয়: পিটার হাস’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: bdnews24.com

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নির্বাচন দলীয় সরকার না তত্ত্বাবধায়কের অধীনে হবে, প্রধান দুই দলের এই বিরোধের জায়গায় নিজেকে জড়াতে রাজি নন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, “এটা রাজনৈতিক দলগুলোর বিষয়। আমাদের আগ্রহ শুধু সহিংসতামুক্ত, অবাধ, সুষ্ঠু, নির্বাচন।”

মতবিনিময় শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের সঙ্গে এ বৈঠক, বাংলাদেশে সব দলের সঙ্গে যে সিরিজ বৈঠক করেছি তারই অংশ। আমি অন্য রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছি, এটা আমি করেছি আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে। 

“প্রতিটি মিটিংয়ে আমি একই বার্তার পুনরাবৃত্তি করেছি। এটা আমেরিকার পলিসি- আমরা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করি। কারো দ্বারা কোনো সহিংসতা চাই না।” 

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রত্যেকের ভূমিকা পালন করার আছে। সরকারের ভূমিকা আছে, গণমাধ্যমে ভূমিকা আছে, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নিরাপত্তা বাহিনী; অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেকেরই ভূমিকা পালন করার আছে। 

“আমি আবারও বলছি, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি, যে পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের পরবর্তী সরকার বেছে নেবে।” 

অর্থাৎ, ওই বৈঠকে বা তার আগেপরে আওয়ামী লীগের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের  তত্ত্বাবধায়ক সরকার কিংবা ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনাই হয়নি।

পাশাপাশি, ২০১১ সালে বাংলাদেশে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্ম্পকিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। পরবর্তীতে এই ব্যবস্থা আর পূর্ণবহাল করা হয়নি।

তাছাড়া, বাংলাদেশের আইন অনুযায়ী, জাতীয় সংসদে বিল পাশ হওয়ার পূর্বে এধরণের বিষয়ে কোনো ব্যক্তির হস্তক্ষেপেরও সুযোগ নেই। এছাড়াও বিদেশি কোনো রাষ্ট্রদূতের পক্ষে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। 

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবিটি সঠিক নয়। 

মূলত, সম্প্রতি ‘গোপন বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দিলো পিটার হাস’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানের প্রেক্ষিতে দেখা যায়, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিতে কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ নেই এবং আলোচিত দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কর্তৃক বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং বাংলাদেশের আইন অনুযায়ী কোনভাবেই বিদেশি কোনো রাষ্ট্রদূতের পক্ষে এমন কাজ করার সুযোগও নেই।

উল্লেখ্য, পূর্বেও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ইন্টারনেটে একাধিক ভুয়া তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। 

সুতরাং, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি 

গত জুলাইতে, দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাতটি ভিন্ন ছবি ব্যবহার করে হয়েছে। 

ছবিগুলো ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), নয়া দিগন্ত (১), বৈশাখী টিভি, নয়া শতাব্দী, ডেইলি বাংলাদেশ, জুম বাংলা, বাংলা টিভি, ডেইলি এশিয়ান এজ, ডেইলি অবজার্ভার, দ্যা রিপোর্ট.লাইভ, নয়া দিগন্ত (২), মানবকণ্ঠ (১), মানবকণ্ঠ (২), দৈনিক ভোরের পাতা এবং আলোকিত বাংলাদেশ। 

একই ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার ভারী বর্ষণ ও বন্যার ঘটনার নয় বরং পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে। 

ছবি যাচাই- ১

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে নয়া দিগন্ত। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে কোরিয়া ভিত্তিক সংবাদ সংস্থা YONHAPNEWS এর একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Yonhapnews

ওয়েবসাইট থেকে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট ছবিটি ওয়েবসাইটে আপলোড করা হয়। 

অর্থাৎ, ছবিটি প্রায় তিন বছরের পুরোনো।

ছবি যাচাই- ২

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বৈশাখী টিভি এবং মানবকণ্ঠ। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ সংস্থা Reuters এ ২০২২ সালের ১০ আগস্ট “Torrential rain lessens in S.Korean capital amid heavy flood damage” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Reuters

ছবিটির ক্যাপশনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সিউলের হান নদীতে প্রবল বৃষ্টিতে ডুবে যাওয়া হান নদী পার্কের একটি সাধারণ দৃশ্য।

অর্থাৎ, ছবিটি অন্তত এক বছরের পুরোনো।

ছবি যাচাই- ৩

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে নয়া শতাব্দী। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তজার্তিক সংবাদ মাধ্যম CNN এর ওয়েবসাইটে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: CNN

ছবিটির ক্যাপশনে বলা হয়, সেসময় দক্ষিণ কোরিয়ার বন্যায় ডুবে যাওয়া একজনকে ভূগর্ভস্থ পার্কিং থেকে উদ্ধার করেছেন।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

ছবি যাচাই- ৪

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি বাংলাদেশ। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম Voice Of America’র ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Voice Of America

Voice Of America’র ওয়েবসাইটে ছবিটি ২০১১ সালের ২৭ জুলাই প্রকাশিত হয়। 

ছবিটির ক্যাপশনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সিউলে ভারী বৃষ্টির পর যানবাহন বন্যার পানিতে তলিয়ে গেছে। 

অর্থাৎ, ছবিটি অন্তত ১২ বছরের পুরোনো। 

ছবি যাচাই- ৫

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে জুম বাংলা, বাংলা টিভি, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ডেইলি এশিয়ান এজ, ডেইলি অবজার্ভার, দ্যা রিপোর্ট. লাইভ এবং দৈনিক নয়া দিগন্ত

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে কোরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম News1 এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: News1

ছবিটির ক্যাপশনে বলা হয়, ২০২০ সালের ৮ আগস্ট ছবিটি প্রকাশিত হয় যা সেসময় সানমাক-ডং, গুয়াংসান-গু, গুয়াংজু এর কাছে ১১৯ জন উদ্ধারকর্মীর নৌকা ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করার দৃশ্য। 

অর্থাৎ, ছবিটি অন্তত তিন বছরের পুরোনো। 

ছবি যাচাই- ৬

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে মানবকণ্ঠ এবং দৈনিক ভোরের পাতা। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম BBC এর ওয়েবসাইটে ২০২০ সালের ৫ আগস্ট “South Korea battles deadly floods and landslides” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: BBC

ছবিটির ক্যাপশনে বলা হয়, মধ্য দক্ষিণ কোরিয়ার ডেজিওনে প্রবল বর্ষণে অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে চলে গেছে।

অর্থাৎ, এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়।

ছবি যাচাই- ৭ 

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে আলোকিত বাংলাদেশ। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে কোরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম The JoongAng ২০২০ সালের ৩ আগস্ট “Crisis warning level in preparation for localized heavy rain, ‘warning’ ‘severe’ issuance” (ইংরেজি অনুবাদ) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: The JoongAng

ছবিটির ক্যাপশনে বলা হয়, দক্ষিণ চুংচেং প্রদেশের চেওনানে ৩ তারিখে প্রবল বৃষ্টির মধ্যে নাগরিকরা তাদের গাড়ি পানিতে ফেলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে।

অর্থাৎ, ছবিটি অন্তত তিন বছরের পুরোনো। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ছবি শীর্ষক কোনো তথ্য উল্লেখ করা হয়নি বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত এবং কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ কিংবা কোনো তথ্য উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই ছবিগুলো দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়। 

মূলত, গত জুলাইতে দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় ঘটনায় দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার ঘটনার দাবিতে সাতটি ছবি ব্যবহার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো উক্ত ঘটনার নয়। ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার ঘটনার খবরে ব্যবহার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। 

সুতরাং, দক্ষিণ কোরিয়ার ভারী বর্ষণ ও বন্যার ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একাধিক পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

কানাডার আদালত বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন বলেনি

সম্প্রতি ‘বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন বললো কানাডার আদালত’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন একাত্তর, সময় টিভি, আরটিভি, আজকের পত্রিকা ,কালের কণ্ঠ , দৈনিক বাংলা, নিউজ২৪, বাংলা ট্রিবিউন, কালবেলা, বার্তা২৪, বাংলা নিউজ২৪ , সমকাল, প্রতিদিনের বাংলাদেশ, দেশ টিভি, চ্যানেল আই, নিউজ বাংলা ২৪, দেশ রূপান্তর, ইত্তেফাক, ডিবিসি নিউজ, ডেইলি সান, বাংলাদেশ পোস্ট, ভোরের কাগজ ,বৈশাখী টিভি, সারা বাংলা ডট নেট, দীপ্ত টিভি, আজকালের খবর ,ঢাকা টাইমস, একুশে টিভি, জিটিভি, ভোরের পাতা, বাংলাদেশ বুলেটিন, বার্তা বাজার, এশিয়ান টিভি, জনবানী, বাংলা টিভি, নিউজ জি ২৪, বাংলাদেশ জার্নাল, গণকণ্ঠ, গ্রামের কাগজ, বিজনেস বাংলাদেশ , বাংলা ইনসাইডার , বহুমাত্রিক ,রিদমিক নিউজ ,ওমেন আই ,লাস্ট নিউজ বিডি, ওয়ান নিউজ বিডি। 

এছাড়া মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরেও এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে তা পরিবর্তন করা হয়। তবে নিউজটির আর্কাইভ ভার্সন পাওয়া যায়নি।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট  (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) । 

ইউটিউবে প্রকাশিত ভিডিও দেখুন সময় টিভি, একাত্তর টিভি, আরটিভি। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সংবাদ প্রতিদিন

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপিকে কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক এবারও সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করার দাবিটি সঠিক নয় বরং দেশটির উক্ত কোর্ট গত ১৫ জুন দেওয়া রায়ে বিএনপি’র সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি খুঁজে না পাওয়ার কথা জানিয়েছে।

দাবিটির সূত্রপাত যেভাবে

চলতি বছরের গত ১৫ জুন কানাডার টরেন্টোর একটি ফেডারেল কোর্ট ‘Haque v. Canada (Public Safety and Emergency Preparedness)‘ শীর্ষক একটি বিচার বিভাগীয় পর্যালোচনার আবেদনে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। 

এই আবেদনটি করেছিলেন মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক ব্যক্তি, যিনি ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপির একজন কর্মী ছিলেন। বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য এই আবেদনে মোহাম্মদ জিপসেদ ইবনে হক ২০২২ সালের ১০ জুন কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের ইমিগ্রেশন ডিভিশন (আইডি)’র দেওয়া একটি সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন।

ইমিগ্রেশন ডিভিশন (আইডি)’র সিদ্ধান্তটি কি ছিল?

কানাডার ইমিগ্রেশন ডিভিশন (আইডি) আবেদনকারী অর্থাৎ মোহাম্মদ জিপসেদ ইবনে হক কানাডায় নিরাপত্তাজনিত কারণে দেশটির দ্যা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্টের ধারা ৩৪(১)(এফ) অনুচ্ছেদ অনুযায়ী বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য নয় বলে জানায়।

Screenshot: Haque v. Canada (Public Safety and Emergency Preparedness)

আইডির সিদ্ধান্তে উপধারাটি আরও নির্দিষ্ট করে দিয়ে বলা হয়, মোহাম্মদ জিপসেদ ইবনে হক এমন একটি সংগঠনের সদস্য, ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্টের ধারা ৩৪(১) (বি)  অনুচ্ছেদ অনুযায়ী, যেই সংগঠনের বিরুদ্ধে সরকারকে বলপ্রয়োগ করে উৎখাতের চেষ্টা করার বা এর সাথে জড়িত থাকার মতো ব্যাপারে যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

আইডির সিদ্ধান্তে আরও বলা হয়, মোহাম্মদ জিপসেদ ইবনে হক ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কর্মী ছিলেন। আইডি এই সময়ে এমন কিছু যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে, যার মাধ্যমে প্রতীয়মান হয় যে,  বিএনপি এমন একটি সংগঠন, যারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে বলপ্রয়োগ করে উৎখাতের চেষ্টা করার বা এই চেষ্টার সাথে জড়িত ছিল। 

Screenshot: Haque v. Canada (Public Safety and Emergency Preparedness)

তবে আইডি বিএনপি সন্ত্রাসবাদে লিপ্ত সংগঠন বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পায়নি।

এছাড়া কানাডার  PUBLIC SAFETY AND EMERGENCY PREPAREDNESS মন্ত্রণালয়ের মিনিস্টারও আইডির সিদ্ধান্ত তথা ‘আবেদনকারী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নন’ বিষয়টির সাথে দ্বিমত পোষণ করেননি, অর্থাৎ একমত পোষণ করেছেন।

Screenshot: Haque v. Canada (Public Safety and Emergency Preparedness)

উপরের এই অংশ থেকে আরও বোঝা যায়, আবেদনকারী এমন কোনো সংগঠনের সদস্য ছিলেন না যা অনুচ্ছেদ 34(1)(f) এবং (c) এর অধীনে সন্ত্রাসবাদে জড়িত বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অর্থাৎ 34(1)(f) এর অধীনে থাকা সন্ত্রাসবাদ তথা c এর সন্ত্রাসবাদের সাথে আবেদনকারীর সংগঠনকে বিবেচনা করা হয়নি।

অর্থাৎ দেখা যাচ্ছে, কানাডার ইমিগ্রেশন ডিভিশন (আইডি) দেশটির দ্যা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্টের ধারা ৩৪(১)(এফ), [নির্দিষ্ট করে (বি)] অনুচ্ছেদ অনুযায়ী, বিএনপির একজন কর্মীকে দেশটিতে থাকার অনুমতি দেয়নি। কারণ, উল্লেখিত আইনের ৩৪(১) (বি) অনুচ্ছেদ অনুযায়ী বিএনপির বিরুদ্ধে সরকারকে বলপ্রয়োগ করে উৎখাতের চেষ্টা করার বা এর সাথে জড়িত থাকার মতো ব্যাপারে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তবে আইডি বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে যথাযথ কোনো ভিত্তি খুঁজে পায়নি। ফলে এটি প্রতীয়মান হয় যে, বিএনপিকে কানাডার আদালত এই রায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেনি। 

কানাডার যে আইন নিয়ে এত আলোচনা, চলুন দেখে আসি সেই আইনে কি আছে

দ্যা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্ট (আইআরপিএ) কানাডার অভিবাসন সংক্রান্ত একটি আইন, যার উদ্দেশ্য বাস্তুচ্যুত, নির্যাতিত বা বিপদগ্রস্ত ব্যক্তিদের শরনার্থী বিষয়ক সুরক্ষা প্রদান।

Screenshot: Justice Laws Website

এই আইনের ৩৪ ধারা অনুযায়ী, কোনো অভিবাসী বা বিদেশী নাগরিক নিরাপত্তার কারণে দেশটিতে অগ্রহণযোগ্য হবেন যদি তিনি 

এ. গুপ্তচরবৃত্তির কাজে জড়িত হন যা কানাডার বিরুদ্ধে বা কানাডার স্বার্থের পরিপন্থী

বি. যে কোন সরকারকে বলপ্রয়োগ করে উৎখাতের চেষ্টা করেন, এর সাথে জড়িত থাকেন বা কাউকে প্ররোচিত করেন

বি (১). কোনো গণতান্ত্রিক সরকার, প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার বিরুদ্ধে জড়িত হন

(সি)  সন্ত্রাসে জড়িত হন

(ডি)  কানাডার নিরাপত্তার জন্য বিপদ হিসেবে প্রতীয়মান হন

(ই)  সহিংসতায় জড়িত হন যা কানাডার নাগরিকদের জীবন বা নিরাপত্তাকে বিপন্ন করতে পারে বা হতে পারে

(এফ) এমন কোনো সংগঠনের সদস্য হন, যে সংগঠনটি অনুচ্ছেদ (এ), (বি), (বি ১) কিংবা (সি) তে উল্লেখিত কাজগুলোতে জড়িত, বর্তমানে নিযুক্ত বা ভবিষ্যতে নিযুক্ত হবে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে৷

কানাডার কোনো অভিবাসী বা বিদেশী নাগরিক উপরিউক্ত বিষয়গুলোর কোনোটির সাথে সম্পৃক্ত হলে তিনি দেশটিতে থাকার জন্য অনুমতি পান না। 

সম্প্রতি এই আইনের যে ধারায় মোহাম্মদ জিপসেদ ইবনে হককে কানাডায় থাকার বিষয়ে অনুমতি দেওয়া হয়নি তার সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই। এই আইন অনুযায়ী, সন্ত্রাসবাদের ধারাটি হচ্ছে ৩৪(১) (সি), অপরদিকে মোহাম্মদ জিপসেদ ইবনে হককে যে ধারায় দেশটিতে থাকার অনুমতি দেওয়া হয়নি সেটি নির্দিষ্ট করে ৩৪(১) (বি) বা ৩৪(১) (এফ) এর অন্তর্ভুক্ত (বি)। অর্থাৎ এই পর্যালোচনায় আবেদনকারীর আশ্রয় আবেদন নাকচ করার পিছনে (সি) তথা সন্ত্রাসবাদ উল্লেখ নেই। এদিকে পূর্বের একাধিক ঘটনায় যখন ‘বিএনপি সন্ত্রাসবাদে যুক্ত’ এই যুক্তিসঙ্গত বিশ্বাসের কথা উল্লেখ করা হয়েছিল, তখন সেখানে সরাসরি (সি) উপধারার উল্লেখ দেখা গেছে৷ এক্ষেত্রে জিপসেদ ইবনে হকের ঘটনায় সি উপধারাটি (সন্ত্রাসে জড়িত হওয়া) উল্লেখ করা হয়নি। 

Screenshot: Haque v. Canada (Public Safety and Emergency Preparedness

এছাড়াও এই বিচার বিভাগীয় পর্যালোচনাটি মূলত হয়েছে অনুচ্ছেদ 34(1)(b) তথা বল প্রয়োগ করে সরকার উৎখাতের উদ্দেশ্য থাকা না থাকার বিষয়ে। বিএনপি বলপ্রয়োগ করে সরকার উৎখাতের চেষ্টা করেছে বা প্ররোচিত করেছে আইডি এটি বিশ্বাসের যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছিল। অপরদিকে আবেদনকারী যুক্তি দেখিয়ে বিএনপি সরকার উৎখাতের চেষ্টা করছে এমন কোনো প্রমাণ না থাকার দাবি করে তাদের হরতাল, আন্দোলন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের উদ্দেশ্যে ছিল বলে যুক্তি উপস্থাপন করে। তবে শেষ পর্যন্ত বিচার বিভাগীয় পর্যালোচনায় আদালত আইডির সিদ্ধান্তের বিপক্ষে প্রমাণযোগ্য কোনো ক্রটি পায়নি এবং আবেদনকারীর আবেদন নাকচ করে এটি খারিজ করে দেয়।

Screenshot: Haque v. Canada (Public Safety and Emergency Preparedness

অর্থাৎ মোহাম্মদ জিপসেদ ইবনে হক বা বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো বিষয় উত্থাপন করা হয়নি। বরং তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন বলপ্রয়োগ সরকার উৎখাতের চেষ্টা বা প্ররোচনা উপধারায় নাকচ করা হয়।

তবে এই আইনের অধীনেই একাধিকবার কানাডা বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলেছে

সাম্প্রতিক ঘটনায় এই আইনের অধীনে কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন না বললেও ইতোপূর্বে চারবার এই আইনের অধীনেই দলটির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি আনা হয়েছে। 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এই সংক্রান্ত প্রথম ঘটনাটি পাওয়া যায় ২০১৭ সালে। সে বছরের ২৫ জানুয়ারি দেশটির ফেডারেল কোর্টের ‘Gazi v. Canada (Citizenship and Immigration)‘ শীর্ষক একটি বিচার বিভাগীয় পর্যালোচনায় মুহাম্মদ জুয়েল হোসেন গাজী নামে এক বিএনপি কর্মীর আইআরপিএ’র ৩৪(১)(এফ) [সংগঠনের সদস্য] ও ৩৪(১) (সি) [সন্ত্রাসমূলক কার্যক্রম] এর সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় অভিবাসী হওয়ার আবেদন বাতিল করে দেওয়া হয়। 

Screenshot: Gazi v. Canada (Citizenship and Immigration)

এই সংক্রান্ত দ্বিতীয় ও তৃতীয় ঘটনাটি খুঁজে পাওয়া ২০১৮ সালের মে ও অক্টোবর মাসে।

২০১৮ সালের ৪ মে দেশটির ফেডারেল কোর্টের ‘Kamal v. Canada (Immigration, Refugees and Citizenship)‘ শীর্ষক একটি বিচার বিভাগীয় পর্যালোচনায় বিএনপির সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতা ও সরকারকে বলপ্রয়োগ করে উৎখাতের চেষ্টা ও এর সাথে জড়িত থাকার কারণ দেখিয়ে মুহাম্মদ মুস্তফা কামাল নামে এক বিএনপি কর্মীর শরণার্থী হওয়ার আবেদন বাতিল করে দেওয়া হয়। এক্ষেত্রেও আইআরপিএ’র ৩৪(১)(সি) ও ৩৪(১) (বি) কে মানদণ্ড ধরা হয়। 

Screenshot: Kamal v. Canada (Immigration, Refugees and Citizenship)

অনুরূপভাবে একই বছরের ২৯ অক্টোবর ‘Rana v. Canada (Public Safety and Emergency Preparedness)’ শীর্ষক আরেকটি বিচার বিভাগীয় পর্যালোচনায় মাসুদ রানা নামে এক বিএনপি কর্মীর শরনার্থী হওয়ার আবেদন  আইআরপিএ’র ৩৪(১)(এফ) [এমন কোনো সংগঠনের সদস্য হন, যে সংগঠনটি অনুচ্ছেদ (এ), (বি), (বি ১) বা (সি) তে উল্লেখিত কাজগুলোতে জড়িত, বর্তমানে নিযুক্ত বা ভবিষ্যতে নিযুক্ত হবে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে৷],  ৩৪(১)(সি) [সন্ত্রাসে জড়িত হওয়া],  ৩৪(১) (বি) [যে কোন সরকারকে বলপ্রয়োগ করে উৎখাতের চেষ্টা,  এর সাথে জড়িত থাকা বা কাউকে প্ররোচিত করা], ও ৩৪(১) (বি.১) [কোনো গণতান্ত্রিক সরকার, প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার বিরুদ্ধে জড়িত হওয়া] অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যাখ্যান করা হয়।

Screenshot: Rana v. Canada (Public Safety and Emergency Preparedness)

এছাড়া ২০২২ সালের ২৮ নভেম্বর ‘Badsha v. Canada (Citizenship and Immigration)’ শীর্ষক আরেকটি বিচার বিভাগীয় পর্যালোচনায় সেলিম বাদশা নামে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মীর আবেদনও প্রত্যাখ্যান করা হয় আইআরপিএ’র ৩৪(১)(এফ) ও ৩৪(১)(সি) এর অধীনে।

Screenshot: Badsha v. Canada (Citizenship and Immigration)

অর্থাৎ দেখা যাচ্ছে, কানাডায় আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে করা উপরিউক্ত আবেদনগুলো প্রত্যাখ্যাত হওয়ার ক্ষেত্রে প্রতিটিতেই কারণ হিসেবে আইআরপিএ’র ধারা ৩৪ (১) (সি) অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ রয়েছে। যা সম্প্রতি আলোচিত মোহাম্মদ জিপসেদ ইবনে হকের আবেদনের পর্যালোচনায় উল্লেখ নেই। এখান থেকেও প্রতীয়মান হয় যে, কানাডার ফেডারেল আদালত এবার বা পঞ্চমবার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেনি। 

মূলত, চলতি বছরের গত ১৫ জুন কানাডার ফেডারেল আদালত মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক বিএনপি কর্মীর কানাডায় আশ্রয় গ্রহণের আবেদন বাতিল করে দেয়। সেই বাতিলের রায়ে উল্লেখ করা হয়, মোহাম্মদ জিপসেদ ইবনে হক কানাডায় নিরাপত্তাজনিত কারণে দেশটির দ্যা ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্টের ধারা ৩৪(১)(এফ) অনুচ্ছেদ অনুযায়ী বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য নয়। কারণ, মোহাম্মদ জিপসেদ ইবনে হক বিএনপির কর্মী এবং ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্টের ধারা ৩৪(১) (বি)  অনুচ্ছেদ অনুযায়ী, বিএনপির বিরুদ্ধে সরকারকে বলপ্রয়োগ করে উৎখাতের চেষ্টা করার বা এর সাথে জড়িত থাকার মতো ব্যাপারে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এই রায়ে বিএনপির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা না পাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, রায়ের এই বিষয়টিকেই ভিত্তিহীনভাবে বাংলাদেশের গণমাধ্যমে বিএনপিকে কানাডার আদালত কর্তৃক ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যায়িত করার দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, বিএনপিকে কানাডার আদালতে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করার দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র