সম্প্রতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় “হাসিনার ছেলে ফেরারী, মেয়ে ডিভোর্সি এবং নিজে স্যাংশনী” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে ও ছেলেকে নিয়ে আলোচিত মন্তব্যটির ন্যায় কোনো মন্তব্য করেননি। বরং কোনো রকম তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার নামে উক্ত মন্তব্যটি প্রচার করা হচ্ছে।
ফেসবুকে উক্তিটি প্রথম কখন পাওয়া যায়?
দাবিটি নিয়ে অনুসন্ধানে ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল এবং প্রাসঙ্গিক বিভিন্ন কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১০ সেপ্টেম্বর বিএনপির সকল তাজা খবর (আর্কাইভ) নামের একটি ফেসবুক পেজে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।
পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, এটিতে কোনো তথ্যসূত্র ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বরাতে বলা হয়, “বিএনপি’র বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগ। অথচ আজকে জাতির কাছে একেবারেই স্পষ্ট যে হাসিনার ছেলে ফেরারী, মেয়ে ডিভোর্সি এবং নিজে হইলো স্যাংশনী।”
পরবর্তীতে গত ২৫ সেপ্টেম্বর আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির ফেসবুক পেজে ‘ফেরারী, ডিভোর্সি, স্যাংশনী’ শব্দগুলো ব্যবহার করে একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। তবে এ পোস্টে কোনো ব্যক্তির নাম খুঁজে পাওয়া যায়নি।
২৫ সেপ্টেম্বরের এই পোস্টের পর গত ২৮ সেপ্টেম্বর ও তার পরবর্তী সময়ে গয়েশ্বর চন্দ্র রায়ের এরূপ মন্তব্য সংক্রান্ত ভাইরাল হওয়া বেশ কিছু পোস্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
এসব পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, গত ১০ সেপ্টেম্বরের সম্ভাব্য প্রথম পোস্টটির প্রথম অংশ অর্থাৎ ‘বিএনপি’র বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগ’ অংশটি বাদ দিয়ে গয়েশ্বর রায়ের নামে “হাসিনার ছেলে ফেরারী, মেয়ে ডিভোর্সি এবং নিজে হইলো স্যাংশনী” শীর্ষক অংশটুকু প্রচার করা হয়। তবে এই পোস্টগুলোতেও গয়েশ্বর রায় এমন মন্তব্য কোথায় করেছেন, সে সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরও অনুসন্ধানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে খোলা একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২ অক্টোবর গয়েশ্বর চন্দ্র রায়কে উদ্ধৃত করে “হাসিনার ছেলে একজন ফেরারী আসামি, তার মেয়ে ডিভোর্সি স্বামী হারা এবং হাসিনা নিজে একজন স্যাংশনী ও ইন্ডিয়া থেকে ডিভোর্সি” শীর্ষক একটি পোস্ট (আর্কাইভ) করা হয়।
এই পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত পোস্টটিতে উল্লিখিত মন্তব্যটি গয়েশ্বর চন্দ্র রায়ের বলা হলেও এখানে কিছু অতিরিক্ত বাক্যাংশ ‘ফেরারী আসামি’, ‘ ডিভোর্সি স্বামী হারা’, ‘ইন্ডিয়া থেকে ডিভোর্সি’ যোগ করা হয়েছে। যা তার নামে প্রচারিত পূর্বের পোস্টগুলোতে পাওয়া যায়নি।
এ পর্যন্ত অনুসন্ধানে প্রতীয়মান হয় যে, বিভিন্ন সময়ে আংশিক পরিমার্জন ঘটিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই উক্ত মন্তব্যটি প্রচার করা হচ্ছে।
পরবর্তীতে গয়েশ্বর চন্দ্র রায় সত্যিই এরূপ কোনো মন্তব্য করেছেন কী না সে বিষয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বিগত বিভিন্ন সময়ে বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ, ইউটিউব চ্যানেল, দলটির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গয়েশ্বর রায়ের কিছু বক্তব্যের প্রতিবেদন দেখুন
- শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ঠিকানা হবে জেলখানা: গয়েশ্বর
- শেখ হাসিনার অধীনে দেশে কোনও নির্বাচন হবে না: গয়েশ্বর
- শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি হবে না: গয়েশ্বর
- শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পুলিশও ভদ্র হয়ে যাবে : গয়েশ্বর
- দাম বৃদ্ধির মাধ্যমে আ.লীগ ১০ লাখ কোটি টাকা পাচার করেছে: গয়েশ্বর
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপিʼর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর বক্তব্য।
- বিএনপিও ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়: গয়েশ্বর
- BNP Media Cell
পরবর্তীতে দাবিটি সম্পর্কে অধিকতর সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরের সাথে যোগাযোগ করা রিউমর স্ক্যানার টিম।
তিনি রিউমর স্ক্যানারকে জানান, গয়েশ্বর চন্দ্র রায় এরূপ কোনো মন্তব্য করেননি। এছাড়াও বিষয়টিকে গয়েশ্বর চন্দ্র রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে চালানো অপপ্রচার বলে উল্লেখ করেছেন।
মূলত, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে “হাসিনার ছেলে ফেরারী, মেয়ে ডিভোর্সি এবং নিজে হইলো স্যাংশনী” শীর্ষক একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। এ নিয়ে অনুসন্ধানে দেখা যায়, অন্তত গত ১০ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে মন্তব্যটি প্রচার করা হলেও তিনি এই মন্তব্য কবে কোথায় করেছেন তার কোনো উল্লেখ নেই। বরং দেখা যায়, মন্তব্যটি প্রচারের সময়কাল থেকে বিভিন্নভাবে পরিমার্জিত হয়ে তার নামে প্রচার হয়ে আসছে। তবে রিউমর স্ক্যানার টিমের সার্বিক বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে ও ছেলেকে নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরও বিষয়টি অপপ্রচার বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
সুতরাং, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে ও ছেলেকে নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- সময় টিভি: শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ঠিকানা হবে জেলখানা: গয়েশ্বর
- বাংলা ট্রিবিউন: শেখ হাসিনার অধীনে দেশে কোনও নির্বাচন হবে না: গয়েশ্বর
- যুগান্তর: শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি হবে না: গয়েশ্বর
- আরটিভি অনলাইন: শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পুলিশও ভদ্র হয়ে যাবে : গয়েশ্বর
- বাংলা নিউজ ২৪: দাম বৃদ্ধির মাধ্যমে আ.লীগ ১০ লাখ কোটি টাকা পাচার করেছে: গয়েশ্বর
- Facebook Page: BNP Media Cell
- Statement of BNP Chairperson’s Press Wing Member
- Rumor Scanner own investigation