দুবাইয়ে বিশ্বের ২য় বৃহত্তম মন্দির উদ্বোধন শীর্ষক দাবিটি মিথ্যা

সম্প্রতি, “দুবাইয়ে বিশ্বের ২য় বৃহত্তম মন্দির উদ্বোধন” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু দাবি দেখুন, এখানে, এখানেএখানে, এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানেএখানে এবং এখানে।

টিকটকে ছড়িয়ে পড়া কিছু দাবি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দুবাইয়ে সম্প্রতি একটি মন্দির উদ্বোধন করার বিষয়টি সত্য হলেও সেই মন্দিরটি বিশ্বের ২য় বৃহত্তম মন্দির নয় বরং এটি কেবল সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির।

কি-ওয়ার্ড সার্চ করার মাধ্যমে arytvnews.com নামের একটি ওয়েবসাইটে “UAE’s second largest temple inaugurated in Dubai” শীর্ষক শিরোনামে গত ৬ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম থেকে জানা যায় এটি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম মন্দির।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়,

“সংযুক্ত আরব আমিরাতের আন্তঃধর্মীয় সম্প্রীতির মন্ত্রী শেখ আল নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান ৭০,০০০ বর্গফুট মন্দিরের উদ্বোধন করেছেন, যেখানে সরকারী কর্মকর্তাদের সাথে বিপুল সংখ্যক হিন্দু উপস্থিত ছিলেন।”

ভারতীয় সংবাদমাধ্যম Time of India তেও একই তারিখে  “Hindu temple built in Dubai at a cost of $16 million; open for all faiths” শীর্ষক প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, 

“সম্প্রতি, সংযুক্ত আরব আমিরাতে (UAE) ভারতীয় এবং আরব নকশার মিশ্রণে একটি জমকালো হিন্দু মন্দির উদ্বোধন করা হয়েছে। দশেরার শুভ উপলক্ষ্যে ৫ অক্টোবর দুবাইতে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় পূজারীদের জন্য। 

মন্দিরটি বিশাল ৭০,০০০ বর্গফুট (প্রায় ১.৬ একর) এলাকা জুড়ে বিস্তৃত এবং দুবাইয়ের জেবেল আলি অঞ্চলে গুরু নানক দরবারের কাছে নির্মিত।”

অর্থাৎ, দুবাইয়ে সম্প্রতি নির্মিত মন্দিরটির আয়তন প্রায় ১.৬ একর বা ৭০ হাজার বর্গফুট।

অপরদিকে ভারতীয় অপর একটি পোর্টাল The Siasat Daily তে ‘Abu Dhabi’s first hindu temple will last over 1,000 years’  শিরোনামের একটি প্রতিবেদন থেকে আবুধাবির একটি মন্দিরের তথ্য পাওয়া যায়। সেখান থেকে মন্দিরটির আয়তন জানা যায় ২৭ একর।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মন্দির বিষয়ক ওয়েবসাইট mandir.ae থেকেও আবুধাবিতে অবস্থিত The BAPS Hindu Mandir মন্দিরটি ২৭ একর জমির ওপর অবস্থিত বলে জানা যায়।

অর্থাৎ দুবাইয়ে সম্প্রতি উদ্বোধন করা মন্দিরটি সংযুক্ত আমিরাতের মধ্যেও বৃহত্তমও নয়।

এছাড়াও বিশ্বের বৃহত্তম মন্দিরগুলোর আয়তন পর্যালোচনা করে দেখা গেছে আয়তনে বিশ্বের বড় প্রথম দুটি মন্দিরের কোনটির-ই আয়তন ১০০ একর এর কম নয়। গিনেস রেকর্ডের তথ্য অনুযায়ী ভারতের তামিলনাড়ুতে অবস্থিত SRIRANGAM TEMPLE বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির,  যার আয়তন ১৫৬ একর।

মূলত, সম্প্রতি দুবাইয়ের জেবেল আলি এলাকায় নির্মিত একটি হিন্দু মন্দির উদ্বোধন করা হয়েছে। যেটি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম মন্দির। উক্ত মন্দির উদ্বোধন এর তথ্য প্রচার করতে গিয়ে কেউ কেউ এটিকে বিশ্বের সবচেয়ে বড় মন্দির হিসেবে উল্লেখ করে ভুলভাবে প্রচার করেছে।  

সুতরাং, দুবাইয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির উদ্বোধন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img