Home Blog Page 537

সাব্বির রহমানকে পিএসএলে পেশোয়ার জালমির দলে নেওয়ার গুজব

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর ফ্রেঞ্চাইজি পেশোয়ার জালমি বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানকে ১০ কোটি টাকায় দলে নিয়েছে।

পিএসএলে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে ফেসবুকে সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৫ লাখ ৭৫ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ৩৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে প্রায় আড়াই হাজার মন্তব্য করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পিএসএলের চলতি আসরের জন্য পেশোয়ার জালমি বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানকে ক্রয় করেনি বরং নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে পেশোয়ার জালমির অফিশিয়াল ওয়েবসাইটে চলতি মৌসুমে দলের ক্রিকেটারদের নিয়ে প্রকাশিত একটি তালিকা খুঁজে পাওয়া যায়।

উক্ত তালিকায় দলটির পক্ষ থেকে ২০২৪ মৌসুমের জন্য ক্রয়কৃত ক্রিকেটারদের নামসহ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

Screenshot: Peshawar Zalmi website

উক্ত তালিকায় বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানের নাম পাওয়া যায়নি।

পরবর্তীতে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর অফিশিয়াল ওয়েবসাইটে পেশোয়ার জালমির ২০২৪ মৌসুমের স্কোয়াড তালিকা পর্যবেক্ষণ করে সেখানেও সাব্বির রহমানের নাম খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: Pakistan Super League website

তাছাড়া, দেশীয় গণমাধ্যম এনটিভি’র ওয়েবসাইটে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর ‘পিএসএল ২০২৪ : এক নজরে ছয় দলের স্কোয়াড’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটারের নাম ড্রাফটে থাকলেও তাদের কেউই দল পাননি।

অর্থাৎ, পিএসএলের এবারের আসরের বাংলাদেশি কোনো ক্রিকেটারকে ক্রয় করা হয়নি।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ড্রাফট পরবর্তী সময়েও সাব্বির রহমানকে পেশোয়ার জালমির পক্ষ থেকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, পিএসএল এর চলতি আসরে খেলার জন্য সাব্বির রহমানকে পেশোয়ার জালমি ক্রয় করেনি।

মূলত, গত ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর নবম আসর শুরু হয়েছে। উক্ত আসরে খেলার জন্য পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের নেতৃত্বাধীন ফ্রেঞ্চাইজি পেশোয়ার জালমি বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানকে ১০ কোটি টাকায় দলে নিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এবং শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, পিএসএলের চলতি আসরের জন্য পেশোয়ার জালমির খেলোয়াড় তালিকায় বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানের নাম নেই।

উল্লেখ্য, পূর্বে পাকিস্তান সুপার লীগে তামিম ইকবালের খেলার প্রসঙ্গে ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানকে চলতি মৌসুমে পিএসএল ফ্রেঞ্চাইজি পেশোয়ার জালমি দলে নিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

কোচ হাথুরুসিংহেকে জড়িয়ে প্রধান নির্বাচক লিপুর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হারের পর তামিম ইকবাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে জড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নামে একটি মন্তব্য শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

মন্তব্য হলো, ‘তামিম তুমি আসো হাথুরেসিংকে লাথি মেরে বের করে দিবো! লঙ্কানদের কাছে হেরে ক্ষেপেছে এবার নতুন প্রধান নির্বাচক লিপু’। 

কোচ হাথুরাসিংহকে

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড-এর নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সিরিজ হারের পর তামিম ও হাথুরুসিংহেকে জড়িয়ে এরূপ  কোনো মন্তব্য করেননি বরং আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক ও হান্নান সরকারকে নির্বাচক হিসেবে নির্বাচিত করার পর বিসিবি’র প্রাঙ্গনে তাদের করা এক সংবাদ সম্মেলনের ভিডিওর কিছু অংশ কাট করে তার সাথে আলোচিত দাবিটি যুক্ত করে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির শুরতে আশরাফ হোসেন লিপুর একটি ভিডিও দেখতে পাওয়া যায়। যেখানে তাকে ‘মিনহাজুল আবেদীন নান্নু… তিনি দেখেন আমি এই পদে নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে’ শীর্ষক কথা বলতে শোনা যায়। এরপরই ভিডিওটির উপস্থাপক দাবি করেন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে কোনো খেলোয়াড়ই ভালো রান সংগ্রহ করতে না পারায় বাংলাদেশের হারের পর প্রধান নির্বাচক ক্ষেপে গিয়ে তামিম ইকবালকে দলে ফেরার আহ্বান জানিয়ে ‘তামিম তুমি আসো হাথুরেসিংকে লাথি মেরে বের করে দিবো’ কথা বলেছেন। কিন্তু আলোচিত ভিডিওটির কোথাও আশরাফ হোসেন লিপুর এমন কোনো ফুটেজ দেখানো হয়নি।

তাই এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির শুরুতে দেখানো আশরাফ হোসেন লিপুর ফুটেজটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি‘র খেলাধুলা বিষয়ক প্ল্যাটফর্ম  খেলাযোগ-এর ইউটিউব চ্যানেলে নিজের পরিকল্পনা জানাচ্ছেন চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক হান্নান সরকার শীর্ষক শিরোনামে সরাসরি সম্প্রচারকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর শুরুতে দেখানো আশরাফ হোসেন লিপুর ভিডিওটি ধারণ করার এঙ্গেলের সাথে এটির হুবহু মিল না থাকলেও উক্ত ভিডিওটি একই সংবাদ সম্মেলনের পূর্ণাঙ্গ ভিডিও। যার বেশকিছু অংশের সাথে আলোচিত ভিডিওতে দেখানো ফুটেজের হুবহু মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner

তবে ভিডিওটির কোথাও বিসিবি’র নতুন এই প্রধান নির্বাচককে আলোচিত দাবির বিষয়ে কোনো কথাই বলতে শোনা যায়নি। এছাড়াও ভিডিওটি প্রধান নির্বাচক পদে গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক পদে হান্নান সরকারের নির্বাচিত হওয়ার পরদিন সরাসরি সম্প্রচার করা হয়। যা বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের বেশ আগে। 

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে একইদিনে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বাংলা সংস্করণের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনেও সেদিন তার দেওয়া বিভিন্ন বক্তব্য থাকলেও ক্রিকেটার তামিম ইকবাল ও চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে তার করা কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে বিসিবি’র প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপুর নামে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

মূলত, গত ফেব্রুয়ারিতে গাজী আশরাফ হোসেন লিপুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচক এবং খান আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারকে নির্বাচক হিসেবে নির্বাচিত করা হয়। এর প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি তারা বিসিবিতে যান। সেখানে থাকা গণমাধ্যমকর্মীদের তারা দলকে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানান। উক্ত ঘটনায় প্রকাশিত একটি ভিডিও ক্লিপ সম্প্রতি, বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হারের পর বিসিবি’র প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ক্ষেপে গিয়ে তামিম ইকবালকে দলে ফেরার আহ্বান জানিয়ে ‘তামিম তুমি আসো হাথুরেসিংকে লাথি মেরে বের করে দিবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

সুতরাং, বিসিবি’র প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু ‘তামিম তুমি আসো হাথুরেসিংকে লাথি মেরে বের করে দিবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

২৪ জুন, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে ইউটিউবেও একই দাবি সম্বলিত ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

তাসকিন আহমেদ পিএসএলের এবারের আসরে অংশ নিচ্ছেন না

সম্প্রতি, ঢাকায় ব্যর্থ হলেও কপাল খুললো PSL-এ ১৩ কোটিতে বাবরের দলে খেলবেন তাসকিন!- শীর্ষক শিরোনামে এবং থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ফেসবুকে প্রচারিত এই ভিডিওটি প্রায় ৫ লক্ষ ৬০ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে প্রায় ৩১ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে ৬৪ বার।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  বাংলাদেশি বোলার তাসকিন আহমেদ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর এবারের আসরে খেলছেন না বরং তাসকিনের ভিন্ন প্রেক্ষিতে দেওয়া পুরোনো বক্তব্যকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে চটকদার থাম্বনেইল এবং শিরোনামে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানের শুরুতেই মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম NTV এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর “পিএসএল ২০২৪ : এক নজরে ছয় দলের স্কোয়াড” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটারের নাম ড্রাফটে থাকলেও তাদের কেউই দল পাননি।

অর্থাৎ, পিএসএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলার সুযোগ পাননি।

এছাড়া, বাবর আজমের দল পেশোয়ার জালমিতে তাসকিন আহমেদের যোগ দেওয়ার দাবির সত্যতা জাতীয় ও আন্তজার্তিক গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে জানা যায়নি।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে বিডিনিউজ ২৪ এর ওয়েবসাইটে আজ (১৩ মার্চ) “শরিফুল-তাসকিনকে সামলে শ্রীলঙ্কার ভালো শুরু” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

Screenshot: bdnews24 

প্রতিবেদন থেকে জানা যায়, তাসকিন আহমেদ বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার ওয়ানডে সিরিজে খেলছেন। 

অর্থাৎ, তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার ওয়ানডে সিরিজে খেলছেন।

মূলত, বাংলাদেশি বোলার তাসকিন আহমেদ  পাকিস্তান সুপার লিগে বাবর আজমের দল পেশোয়ার জালমির হয়ে অংশ নিচ্ছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার ওয়ানডে সিরিজে অংশ নিয়েছেন। 

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সুপার লিগে তামিম ইকবালের অংশ নেওয়ার দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, তাসকিন আহমেদ বাবর আজমের দল পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নিচ্ছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

তামিম ইকবাল পিএসএলের এবারের আসরে খেলবেন না

সম্প্রতি, “পিএসএলে বাবর আজমের দলে খেলবেন তামিম! আজ রাতেই পিএসএলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তামিম” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

তামিম ইকবাল

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় যে, তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগ(পিএসএল) এর এবারের আসরে অংশগ্রহণ করছেন না বরং তিনি বর্তমানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)  অংশ নিয়েছেন।

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানের শুরুতেই ntv এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর “পিএসএল ২০২৪ : এক নজরে ছয় দলের স্কোয়াড” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Source:ntv 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান সুপার লিগ(পিএসএল) এর এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটারের নাম ড্রাফটে থাকলেও তাদের কেউই দল পাননি।

অর্থাৎ, পিএসএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলার সুযোগ পাননি।

এছাড়া, বাবর আজমের দল পেশোয়ার জালমিতে তামিম ইকবালের যোগ দেওয়ার দাবির সত্যতা জাতীয় ও আন্তজার্তিক গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে জানা যায়নি। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে চ্যানেল ২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১১ মার্চ “জয় দিয়েই মিশন শুরু তামিম ইকবালের” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Source: Channel 24

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর উদ্বোধনী দিনে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইন পুকুর ক্রিকেট ক্লাবের মধ্যবর্তী ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭১ রানে জয়লাভ করেছে। 

এছাড়াও, খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট cricinfo’তে গত ১১ মার্চ অনুষ্ঠিত শাইনপুকুর বনাম প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচের স্কোরকার্ড খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Source: cricinfo 

উক্ত স্কোরকার্ড বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত ম্যাচে তামিম ইকবাল প্রাইম ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন এবং ব্যাট হাতে ২৬ বলে ১৭ রানের ইনিংসও খেলেন তিনি।

অর্থাৎ, তামিম ইকবাল বর্তমানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন।

মূলত, বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগে বাবর আজমের দল পেশোয়ার জালমির হয়ে অংশ নিচ্ছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। তামিম ইকবাল বর্তমানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে(ডিপিএল) অংশ নিয়েছেন।

উল্লেখ্য, পূর্বেও তামিম ইকবালের বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, তামিম ইকবাল বাবর আজমের দল পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নিচ্ছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

সুমাইয়া ইউশাহ বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক নয়

গত বছরের (২০২৩) ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলা কেন্দ্র করে ইসরায়েল-হামাস সংঘাত শুরু হয়, যা এখনো চলছে। সংঘাতের মধ্যেই ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে এই সংঘাত সংক্রান্ত নানা তথ্য আসছে। সম্প্রতি, দেশের কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সুমাইয়া ইউশাহ নামে ১১ বছর বয়সী এক মেয়ে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক। 

উক্ত দাবিতে দেশিয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন খবরের কাগজ, বিডিনিউজ২৪, নয়া দিগন্ত

একই দাবিতে ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখুন পুবের কলম

একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷ 

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১১ বছর বয়সী সুমাইয়া ইউশাহ বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক নন বরং লামা আবু জামুস বর্তমানে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দেশীয় কতিপয় গণমাধ্যমে আলোচিত দাবিটির সূত্র হিসেবে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার নাম উল্লেখ করার বিষয় রিউমর স্ক্যানার টিমের নজরে আসে। বিডিনিউজ২৪ যেমন দাবি করছে, ‘আল জাজিরা তাদের প্রতিবেদনে এই শিশুকে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক বলে পরিচয় করিয়ে দেয়।’ 

গত ২৭ ফেব্রুয়ারি সুমাইয়া ইউশাহকে (Sumayya Wushah) নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। 

উক্ত প্রতিবেদনে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে ১১ বছর বয়সী সুমাইয়া গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিকদের একজন। 

Screenshot : Al Jazeera 

অর্থাৎ, সুমাইয়াই যে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক এমন তথ্য আল জাজিরা দেয়নি। 

নয়া দিগন্ত এর এ সংক্রান্ত দাবি সম্বলিত প্রতিবেদনে আরো দাবি করা হচ্ছে, ‘বর্তমানে সুমাইয়া আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।’ 

তবে আল জাজিরার প্রতিবেদনে এমন কোনো তথ্য উল্লেখ নেই। বরং বলা হয়েছে, আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ যিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে এই সংঘাতের মধ্যেই নিহত হন তাকে সুমাইয়া অনুপ্রেরণা হিসেবে মানেন। 

পরবর্তীতে গাজায় বর্তমানে সবচেয়ে কম বয়সী সাংবাদিকের বিষয়ে অনুসন্ধানে তুরস্কের সংবাদমাধ্যম TRT World এর ইউটিউব চ্যানেলে গত বছরের (২০২৩) ২৯ ডিসেম্বর প্রকাশিত ‘Meet Lama Abu Jamous: Gaza’s 9 years old journalist’ শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ এই ভিডিও থেকে জানা যাচ্ছে, গাজার নয় বছর বয়সী মেয়ে লামা আবু জামুস স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করছেন। লামাকে নিয়ে চলতি বছরের জানুয়ারিতে সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ। স্কাইয়ের প্রতিবেদনে লামাকে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কাছাকাছি সময়ে আল জাজিরাও লামাকে নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। লামার জন্ম তারিখের বিষয়ে জানা যায়নি, তাই এখন তার ঠিক কত বয়স সে সম্পর্কেও নিশ্চিত হওয়ার উপায় নেই। এ সংক্রান্ত প্রতিবেদনগুলো অন্তত দেড় মাসের বেশি পুরোনো হওয়ায় তার বয়স এক বছর বাড়ার সম্ভাবনা থাকলেও তা কোনোভাবেই দশ বছরের বেশি হওয়া সম্ভব নয়৷ এক্ষেত্রেও তাই সুমাইয়া ইউশাহকে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক বলা যাবে না৷ 

মূলত, সম্প্রতি দেশের কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সুমাইয়া ইউশাহ নামে ১১ বছর বয়সী এক মেয়ে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুমাইয়া নয়, গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক ৯ বছরের (জানুয়ারির তথ্য অনুযায়ী) লামা আবু জামুস। 

সুতরাং, সুমাইয়া ইউশাহ নামে ১১ বছর বয়সী এক মেয়েকে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক হিসেবে ইন্টারনেটে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা প্রসঙ্গে ইমরুল কায়েসের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত পহেলা মার্চ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। উক্ত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে জায়গা পাননি দলটি’র সাবেক অধিনায়ক ইমরুল কায়েস। সম্প্রতি, ইমরুল কায়েসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি আর কখনো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন না। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত ভিডিওটি প্রায় ১৫ লক্ষ বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে প্রায় ৮৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া ভিডিওটি শেয়ার করা হয়েছে ১ হাজার বার। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি প্রায় ৬০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে প্রায় ৯ শতাধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিপিএলের ফ্রেঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে ইমরুল কায়েস এমন কোনো মন্তব্য করেননি বরং ২০২২ সালে ‘এ’ দল থেকে বাদ পড়া বিষয়ে গণমাধ্যমে দেওয়া ইমরুল কায়েসের বক্তব্যকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে চটকদার ক্যাপশন ও থাম্বনেইল যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। তবে পুরো ভিডিওর কোথাও ইমরুল কায়েসকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। 

পরবর্তীতে, ইমরুল কায়েসের বক্তব্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘bdcrictime’ এর ফেসবুক পেজে ২০২২ সালের ১৫ জুলাই “আবারও উপেক্ষিত হয়ে অবাক ইমরুল,বললেন আমি ক্রিকেটটা ছেড়ে দিতে পারতাম কিন্তু এই খেলাটা ভালোবাসি” শীর্ষক শিরোনামে প্রকাশিত ইমরুল কায়েসের সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। 

Video Comparison : Rumor Scanner 

ভিডিওতে ‘এ’ দলে নিজের নাম না থাকায় অবাক হয়েছেন জানিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় ইমরুল কায়েসকে। 

অর্থাৎ, বাংলাদেশ ‘এ’ দল থেকে বাদ পড়া বিষয়ে ইমরুল কায়েসের মন্তব্যের একটি পুরোনো ভিডিওকে বিপিএলের ফ্রেঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে অপ্রাসঙ্গিকভাবে জড়িয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এছাড়া, অনুসন্ধানে গণমাধ্যম, ইমরুল কায়েসের ভেরিফাইড ফেসবুক পেজ, কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি।

মূলত, ২০২২ সালে বাংলাদেশ ‘এ’ দল থেকে বাদ পড়েন ক্রিকেটার ইমরুল কায়েস। ‘এ’ দলে নিজের নাম না থাকায় সেসময় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আক্ষেপ প্রকাশ করেন ইমরুল কায়েস। সম্প্রতি উক্ত সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপের সাথে “আর কখনো খেলবো না কুমিল্লাতে! একবুক ভরা কষ্ট নিয়ে,গণমাধ্যমে কেঁদে কেঁদে একি বললেন ইমরুল কায়েস” শীর্ষক চটকদার শিরোনাম ও থাম্বনেইলে একটি ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে দেখেছে যে, ফ্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা নিয়ে এমন কোনো মন্তব্য ইমরুল কায়েস করেননি। 

উল্লেখ্য, পূর্বেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে ইমরুল কায়েসের মন্তব্য দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ইমরুল কায়েস “আর কখনো খেলবো না কুমিল্লাতে!” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান থুসারাকে নিষিদ্ধ করেনি

গত ৯ মার্চ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি ২০ খেলায় নুয়ান থুসারা হ্যাট্রিকসহ ৫ উইকেট পেয়ে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রাখে। সে ঘটনার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রীলঙ্কার ক্রিকেটার নুয়ান থুসারাকে নিষিদ্ধ করেছে এবং এই ঘটনা বাংলাদেশি ক্রিকেটাররা কেক কেঁটে উদযাপন করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২ হাজার ৬০০ বার। ভিডিওটিতে ২ শত’র বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ইউটিউবে প্রচারিত ভিডিওটি প্রায় ৪৩ হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার ক্রিকেটার নুয়ান থুসারাকে নিষিদ্ধ ঘোষণা করেনি বরং কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ভিডিওতে প্রচারিত আলোচিত দাবি নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করে  আইসিসির ওয়েবসাইট, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট এবং গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে প্রচারিত ফুটেজটির বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

অনুসন্ধানে বেসরকারি ইলেকট্রনিক গণয়ামধ্যম DBC NEWS এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ মার্চ “সিলেটে কেক কেটে জাতীয় ক্রিকেটারদের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে যুক্ত কেক কাটার দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি অংশের মিল পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল কেক কেঁটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন।

মূলত, গত ৯ মার্চ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা ক্রিকেট দলের সিরিজের শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান থুসারা হ্যাট্রিকসহ ৫ উইকেট পেয়ে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রাখে। সম্প্রতি সে ঘটনারই পরপরই, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে অনির্দিষ্টকালের জন্য নুয়ান থুসারাকে নিষিদ্ধ করেছে এবং এই ঘটনায় বাংলাদেশি ক্রিকেটাররা কেক কেঁটে উদযাপন করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আইসিসি নুয়ান থুসারাকে নিষিদ্ধ করেনি। প্রকৃতপক্ষে ২০২৩ সালে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরজন্মদিন পালনের ভিডিওকে নুয়ান থুসারা নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ দল আনন্দে কেক কাটছে দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান থুসারাকে নিষিদ্ধ করেছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

মঞ্চে ভারতীয় শিশুর কোরআন তেলাওয়াতের ভিডিওটি এডিটেড

সম্প্রতি, ভারতের #শিশু অলৌকিক ঘটনা .. তার মা কোরআন মুখস্থ করে জন্ম দিয়েছে, সে যখন কোরআন সামনে রাখে তখন সে কোরআন তেলাওয়াত করে কিতাব নির্বিশেষে। শীর্ষক শিরোনামে এক শিশুর কোরআন তেলাওয়াতের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভারতীয় শিশুর

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় শিশুর মঞ্চে কোরআন তেলাওয়াতের অলৌকিক ঘটনার ভিডিও দাবিতে প্রচারিত দৃশ্যটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি’র শুরুতেই এক শিশুকে ভারতীয় এক টেলিভিশন প্রোগ্রামে মাইক্রোফোন হাতে কোরআন তেলাওয়াত পরিবেশন করতে দেখা যায়। কোরআন তেলাওয়াত শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিচারকের দায়িত্বে থাকা মঞ্চে উপস্থিত তারকাদের মুগ্ধ হতে দেখা যায়।

ভিডিওটিতে ভারতের তারকা সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক, হিমেশ রেশামিয়া, নেহা কক্কর, অভিনেতা অক্ষয় কুমারসহ বেশ কয়েকজন তারকাকে এসময় মঞ্চে দেখা যায়। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে রিউমর স্ক্যানার টিম।

আলোচিত ভিডিওটি’র বিভিন্ন অংশে দেখানো উক্ত তারকাদের একাধিক দৃশ্যের স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সনি এন্টারটেইনমেন্ট’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘SET India’তে ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রকাশিত “’Main Jahaan Rahoon’ पर Mani की गायकी ने Akshay को रुलाया | Superstar Singer 2 | Rooh Se Rooh Tak” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর একটি দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার এর অঙ্গভঙ্গির মিল খুঁজে পাওয়া যায়। তবে প্রচারিত ভিডিওতে কোরআন তেলাওয়াত করা শিশুকে এই ভিডিওটিতে দেখা যায়নি।

Video Comparison: Rumor Scanner

এছাড়া SET India এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৭ অক্টোবর “किसे याद करके रो पड़े Himesh? | Indian Idol | Himesh Approved” শীর্ষক শিরোনামে শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর একটি দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা ভারতীয় কণ্ঠশিল্পী হিমেশ রেশমিয়ার অঙ্গভঙ্গির মিল খুঁজে পাওয়া যায়। তবে প্রচারিত ভিডিওতে কোরআন তেলাওয়াত করা শিশুকে এই ভিডিওটিতে দেখা যায়নি।

Video Comparison: Rumor Scanner

পরবর্তীতে শিশুর দৃশ্যটির বিষয়ে অনুসন্ধানে Andri Sundaisme নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৬ ডিসেম্বর “Murottal Qur’an Melodious Surah Al-Muzammil” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Andri Sundaisme এই চ্যানেলে একই বাচ্চাসহ ভিন্ন বাচ্চাদের বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot from Youtube

একই চ্যানেলে পূর্বে প্রকাশিত একটি ভিডিওতে এসব ভিডিও নকল করে তৈরি করা বলে উল্লেখ করা ছিল।

Screenshot from Youtube

মূলত, মঞ্চে ভারতীয় শিশুর কোরআন তেলাওয়াত করছে করেছে দাবিতে এক যুবকের গান গাওয়ার একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ইন্ডিয়ান আইডল প্রোগ্রামে ভারতীয় তারকাদের উপস্থিতির পুরোনো কিছু ভিডিও ক্লিপের সাথে এক শিশুর কোরআন তেলাওয়াতের নকল ভিডিও যুক্ত করে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলাদেশিদের গান গাওয়ার দাবিতে প্রচারিত একাধিক ভিডিও ফ্যাক্টচেক করেছে রিউমর স্ক্যানার টিম। দেখুন-

সুতরাং, মঞ্চে ভারতীয় শিশুর কোরআন তেলাওয়াত করার অলৌকিক দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

কিউআর কোড সম্বলিত এই ছবিটি জাপানের কবরস্থানের নয়, চীনের থিম পার্কের

0

সম্প্রতি, ‘জাপানের কবরস্থানে প্রতিটি কবরের গায়ে QR কোড থাকে। সেই কোড স্ক্যান করলে মৃত ব্যক্তির ছবি, নাম, ঠিকানাসহ পুরো জীবন বৃত্তান্ত দেখা যায়’ শীর্ষক শিরোনামে কিউআর কোড সম্বলিত স্তম্ভের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি জাপানে মৃত ব্যক্তিদের কবরে বসানো কিউআর কোডের ছবি নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানজিং গণহত্যা এবং চংকিং বোমা হামলায় নিহতদের জীবন সম্পর্কে তথ্য প্রদানে কিউআর কোড সম্বলিত স্তম্ভের ছবি এটি; যা ২০১৫ সালে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরের একটি থিম পার্ক থেকে তোলা হয়েছিল। এছাড়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বরং প্রতিষ্ঠানটি আলোচিত দাবিটিকে মিথ্যা জানিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।

মূলত, ২০১৫ সালে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরে ফরেনার্স স্ট্রিট নামে একটি থিম পার্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনে জাপানি সেনাদের দ্বারা সংঘটিত নানজিং গণহত্যা এবং চংকিং বোমা হামলায় মৃত ব্যক্তিদের জীবন সম্পর্কে তথ্য জানাতে সমাধির মতো দেখতে একপ্রকার স্তম্ভের উপর কিউআর কোডগুলো বসানো হয়। পার্কে আসা দর্শনার্থীরা সেসব কিউআর কোড স্ক্যান করে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সম্প্রতি উক্ত কিউআর কোড সম্বলিত ছবিকেই জাপানের কবরস্থানের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, আলোচিত দাবি সম্বলিত পোস্টগুলোতে উক্ত তথ্যের সোর্স হিসেবে বাংলাদেশি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ এর নাম উল্লেখ করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে প্রতিষ্ঠানটি ২০২১ সালে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।

অর্থাৎ, ফ্যাক্টওয়াচের বিস্তারিত প্রতিবেদন না পড়েই শুধুমাত্র শিরোনাম দেখে প্রতিষ্ঠানটির নাম সোর্স হিসেবে উক্ত দাবি সম্বলিত পোস্টগুলোতে ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও দাবিটি ইন্টারনেটে ভাইরাল হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার টিম।

প্রধানমন্ত্রী ও মেট্রোরেলের ছবি সম্বলিত ৫০ টাকার নোটটি একটি স্মারক নোট

0

সম্প্রতি, “৫০ টাকার নতুন নোট” শীর্ষক শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেট্রোরেলের ছবি সম্বলিত একটি ৫০ টাকার নোটের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

৫০ টাকার নোট

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) ।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী ও মেট্রোরেলের ছবি সম্বলিত ৫০ টাকার নোটটি প্রচলিত কোন নোট নয় বরং এটি একটি স্মারক নোট।

মূলত, বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করে এবং একই বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে নোটটি অবমুক্ত করেন। সেই স্মারক নোটকেই সম্প্রতি “৫০ টাকার নতুন নোট” শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফলে উক্ত স্মারক নোটকে প্রচলিত নোট ভেবে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বিষয়টি পূর্বেও ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার করা হলে সেসময় এটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।