সম্প্রতি, “৫০ টাকার নতুন নোট” শীর্ষক শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেট্রোরেলের ছবি সম্বলিত একটি ৫০ টাকার নোটের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী ও মেট্রোরেলের ছবি সম্বলিত ৫০ টাকার নোটটি প্রচলিত কোন নোট নয় বরং এটি একটি স্মারক নোট।
মূলত, বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করে এবং একই বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে নোটটি অবমুক্ত করেন। সেই স্মারক নোটকেই সম্প্রতি “৫০ টাকার নতুন নোট” শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফলে উক্ত স্মারক নোটকে প্রচলিত নোট ভেবে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বিষয়টি পূর্বেও ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার করা হলে সেসময় এটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।