সম্প্রতি “ইন্ডিয়ান মঞ্চে মায়ের গান গেয়ে কাঁদালেন এক যুবক” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
উক্ত দাবিতে প্রচারিত একটি টুইট দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ভিডিওতে যা দেখা যাচ্ছে-
ভিডিওতে দেখা যাচ্ছে ‘Rising Star’ নামের ইন্ডিয়ান এক টেলিভিশন প্রোগ্রামের মঞ্চে দাঁড়িয়ে এক যুবক মাকে নিয়ে বাংলা একটি গান গাইছে এবং তা শুনে বিচারকের দায়িত্বে থাকে ইন্ডিয়ার বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিরা মুগ্ধ হচ্ছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইন্ডিয়ান টেলিভিশন প্রোগ্রাম রাইজিং স্টারের মঞ্চে এক যুবকের বাংলায় মায়ের গান গেয়ে বিচারকদের কাঁদানোর ভিডিওটি বাস্তব নয় বরং ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটি যাচাই করতে ভিডিওটিতে দেখানো বেশ কিছু দৃশ্যের স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করা হয়।
আলোচিত ভিডিওর ০৩ সেকেন্ডে ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে দেখানো হয়। সে দৃশ্যের স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতের টেলিভিশন চ্যানেল সনি এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘SET India’ তে ২০২১ সালের ২৩ মে প্রকাশিত ‘Indian Idol Junior’ টেলিভিশন প্রোগ্রামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২৫ সেকেন্ডে দেখানো দৃশ্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটির ০৩ সেকেন্ডের দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। তবে মূল ভিডিওটিতে ফেসবুকে প্রচারিত ভিডিওতে থাকা গান গাওয়া ব্যক্তিকে দেখা যাচ্ছেনা।
আবার আলোচিত ভিডিওর ১১ সেকেন্ডে ভারতের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফকে দেখা যায়। পুনরায় সে দৃশ্য রিভার্স ইমেজ সার্চ করে সনি এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘SET India’ তে ২০২০ সালের ২৫ জুন প্রকাশিত ‘Super Dancer’ টেলিভিশন প্রোগ্রামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩ মিনিট ২১ সেকেন্ডে দেখানো দৃশ্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটির ১১ সেকেন্ডে দেখানো দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। এই ভিডিওতেও ফেসবুকে প্রচারিত ভিডিওতে থাকা গান গাওয়া ব্যক্তিকে দেখা যাচ্ছেনা। তাছাড়া এটা একটি নাচের প্রোগ্রাম।
অর্থাৎ, ভিন্ন কয়েকটি টেলিভিশন প্রোগ্রামের দৃশ্য জোড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অধিক অনুসন্ধানের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটির নির্মাতা সবুজ খানকে খুঁজে পাওয়া যায়। তিনি তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোডের মাধ্যমে জানান, আলোচিত ভিডিওটি এডিট করা। উক্ত ভিডিওটি তিনি কীভাবে এডিট করেছে সেটিও দেখান তিনি।
মূলত, সবুজ খান নামের এক ব্যক্তি ইন্ডিয়ান আইডল টেলিভিশন প্রোগ্রাম এবং সুপার ডান্স প্রোগ্রামের একাধিক ভিডিও ক্লিপের সাথে মাকে নিয়ে গাওয়া একটি গানের ভিডিও জোড়া দেয়। পরবর্তীতে, এডিটের মাধ্যমে নির্মিত উক্ত ভিডিওটিই ইন্ডিয়ান টেলিভিশন প্রোগ্রাম রাইজিং স্টারের মঞ্চে এক যুবকের বাংলায় মায়ের গান গেয়ে বিচারকদের কাঁদানোর বাস্তব ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগেও ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান শোনানোর ভিডিও দাবিতে এডিটেড একটি ভিডিও ছড়িয়ে পড়লে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ইন্ডিয়ান টেলিভিশন প্রোগ্রাম রাইজিং স্টারের মঞ্চে এক যুবকের বাংলায় মায়ের গান গেয়ে বিচারকদের কাঁদানোর দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড।
তথ্যসূত্র
- SET India on YouTube – SRK के Moves और Nirvesh की Singing है Deadly Combination| Indian Idol Junior | Powerpack Performance
- SET India on YouTube – Tejas’s Performance Leaves Tiger Shroff Speechless! | Super Dancer Chapter 3
- Mr. Green on Facebook – https://fb.watch/jBguj-Q6c3/