দেশীয় গণমাধ্যমে রিউমর স্ক্যানারের বরাতে প্রকাশিত সংবাদসমূহ

সময়ের সাথে সাথে যেমন বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তেমনি বৃদ্ধি পেয়েছে এই মাধ্যমে তথ্য, ছবি, অডিও কিংবা ভিডিও কন্টেন্টের প্রচার। কন্টেন্ট- এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শঙ্কা বেড়েছে মাধ্যমটিতে ভুল তথ্য, ছবি কিংবা ভিডিও প্রচারের-ও। ফলশ্রুতিতে গণমাধ্যম কর্তৃক সব ধরণের পাঠকদেরকে সঠিক তথ্য জানাতে এবং কিছুক্ষেত্রে আপডেট সংবাদ জানতে গণমাধ্যমকেও নির্ভর করতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজার জেনারেটেড কন্টেন্টের উপর। কিন্তু যে হারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে; লোকবল, সক্ষমতা কিংবা বিভিন্ন কারণে সে হারে গণমাধ্যম যথেষ্ট সফলতার সাথে সেগুলো যাচাই-বাছাই কিংবা নজরদারি করতে পারছেনা। এমনকি কখনো কখনো নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট থেকে বিভ্রান্ত হয়ে ভুলতথ্য প্রকাশ করার উদাহরণ-ও পাওয়া যায় ঢের। এ কারণেই বিশ্বজুড়ে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের আবির্ভাব। এখন গণমাধ্যমের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য, ছবি বা ভিডিওর বিষয়ে নজরদারি করে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো। পরবর্তীতে গণমাধ্যমগুলো এই প্রতিষ্ঠানের বরাতে নিজেরা সঠিক তথ্য প্রকাশ করে।

রিউমর স্ক্যানারের বরাতে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ

এখন পর্যন্ত ১২ টি ঘটনা কিংবা বিষয়ে মোট ১৩ টি মূলধারার গণমাধ্যম রিউমর স্ক্যানারের বরাতে সংবাদ প্রকাশ করেছে।

তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক’কে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি শীর্ষক গুজবের ক্ষেত্রে (জানুয়ারি-২০২২)

বছরের শুরুতেই তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক’কে নিয়ে “রাষ্ট্রীয় সফরে থাকার পরও পলক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি” শীর্ষক গুজব প্রচারিত হয়। দাবিটিকে গুজব হিসেবে প্রমাণিত করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

এই বিষয়ে রিউমর স্ক্যানার এর বরাতে সংবাদ প্রকাশ করেছে-

শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক শীর্ষক গুজবের ক্ষেত্রে (ফেব্রুয়ারি-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, “আগামী মাস থেকে দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে – শিক্ষামন্ত্রী”। বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

এই বিষয়ে রিউমর স্ক্যানার এর বরাতে সংবাদ প্রকাশ করেছে “দ্য ডেইলি ক্যাম্পাস”- শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করার তথ্যটি ভুয়া

ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানো শীর্ষক গুজবের ক্ষেত্রে (মার্চ-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, “ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠাবে বাংলাদেশ সরকার”। বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

সাবেক মিস ইউক্রেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেবেন শীর্ষক গুজবের ক্ষেত্রে (মার্চ-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় “প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা সেনাবাহিনীতে যোগ দিয়ে অস্ত্র হাতে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে নেমেছেন”। বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

ক্রিকেটার মঈন আলী ভারতে খেলতে না যাওয়া ও আইপিএল বয়কট করার ঘোষণা শীর্ষক গুজবের ক্ষেত্রে (জুন-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, “ভারত যদি মুহাম্মদ (সাঃ) এর কটুক্তির জন্য ক্ষমা না চায়, তাহলে ভারতে ম্যাচ খেলতে না যাওয়া এবং আইপিএল বয়কট করার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।   

ভারতীয় দর্শকদের কাছে কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ এর টিকিট বিক্রি করবে না শীর্ষক গুজবের ক্ষেত্রে (জুন-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, “ভারতের কোন দর্শকের কাছে ফিফা বিশ্বকাপের কোন টিকিট বিক্রি করবেনা কাতার। সোর্স – FIFA WORLD CUP 2022।” বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।    

পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শীর্ষক গুজবের ক্ষেত্রে (জুন-২০২২)

২০২২ সালের ৫ জুন ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতো বিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

হবু বউ ফেল করতে পারে জেনে স্কুলে আগুন দিলো বর শীর্ষক বিভ্রান্তিকর তথ্যের ক্ষেত্রে (আগস্ট-২০২২)

মিশরে হবু স্ত্রীর স্কুলে এক তরুণের আগুন লাগানোর ঘটনায় বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আগুন লাগানোর কারণ হিসেবে ‘তরুণটির হবু স্ত্রীর পরীক্ষায় ফেল করার শঙ্কা ছিল’ এমন একটি তথ্য উল্লেখ করা হয়েছিল। বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।  

আর্জেন্টিনাকে হারানোয় সৌদি আরবের প্রতিটি ফুটবলারকে Rolls Royce উপহার দিবেন সৌদি বাদশা শীর্ষক গুজবের ক্ষেত্রে (নভেম্বর-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দাবি করা হয়, “আর্জেন্টিনাকে হারানোয় সৌদি আরবের প্রতিটি ফুটবলারকে Rolls Royce উপহার দিবেন সৌদি বাদশা”। বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।  

মেসির স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ, মেসির হাতে লাল–সবুজ পতাকা শীর্ষক গুজবের ক্ষেত্রে (ডিসেম্বর-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দাবি করা হয়, “মেসির স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ, মেসির হাতে লাল–সবুজ পতাকা”। বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।  

আর্জেন্টিনার ব্যাংক নোটে লিওনেল মেসি এবং বিশ্বকাপ জয়ী দলের ছবি শীর্ষক গুজবের ক্ষেত্রে (ডিসেম্বর-২০২২)

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দাবি করা হয়, “আর্জেন্টিনার ব্যাংক নোটে লিওনেল মেসি এবং বিশ্বকাপ জয়ী দলের ছবি।” বিষয়টিকে মিথ্যা হিসেবে প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।  

এছাড়াও, বিভিন্ন সময়ে মূলধারার গণমাধ্যমে লিখিত কলামে, ভারতীয় গণমাধ্যমে, রিসার্চ পেপার কিংবা প্রকাশনায়, ও বিভিন্ন পোর্টালে রিউমর স্ক্যানারের আর্টিকেলের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, মূলধারাসহ  কয়েকটি গণমাধ্যমে রিউমর স্ক্যানার সম্পর্কে ফিচার প্রতিবেদন ও ভিডিও প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনে রিউমর স্ক্যানার-এর বিষয়ে উল্লেখ

দেশীয় গণমাধ্যম একাত্তর টেলিভিশন-এর ইউটিউব চ্যানেলে ৪ নভেম্বর ২০২২ “মাশরাফির প্রকৃত সম্পদ ১২ কোটি টাকা” শীর্ষক প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে বিষয়টি নিয়ে করা রিউমর স্ক্যানার এর প্রতিবেদনকে স্থিরচিত্রসহ উল্লেখ করা হয়েছে।

দৈনিক সমকালের কলামে রিউমর স্ক্যানার

ভারতীয় গণমাধ্যমের ফ্যাক্ট-চেক আর্টিকেলে রিউমর স্ক্যানারের ব্যাপারে উল্লেখ

ভারতীয় গণমাধ্যম গ্রুপ ইন্ডিয়া টুডে’র প্রতিষ্ঠান আজতক বাংলা সংস্করণ এর ফ্যাক্ট-চেক ডেস্ক তাদের দুটি ফ্যাক্ট-চেক আর্টিকেলে রিউমর স্ক্যানারের ব্যাপারে উল্লেখ করেছে।

রিউমর স্ক্যানার’কে নিয়ে গণমাধ্যমে ফিচার (ভিডিও সহ)

রিসার্চ পেপার ও প্রকাশনায় রিউমর স্ক্যানার

সুতরাং, বিভিন্ন সময়ে দেশীয় গণমাধ্যমে রিউমর স্ক্যানার এর প্রকাশিত প্রতিবেদনের বরাতে সংবাদ প্রকাশ করা হয়েছে। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাঝে সম্পৃক্ততার এই ধারা বজায় থাকলে ইন্টারনেটে গুজব, ভুল তথ্য, ছবি ও ভিডিওর প্রকাশ ও প্রচার কিছুটা হলেও রোধ সম্ভব। গণমাধ্যমে এইসকল ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাঠকের মাঝেও ভুল তথ্য সম্পর্কে সচেতনা এবং ফ্যাক্ট-চেকিং সম্পর্কেও ধারণা বৃদ্ধি পাবে। 

আরও পড়ুন

spot_img