শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

মেসির স্ত্রীর ফেসবুক পেজ নেই, বাংলাদেশ নিয়ে পোস্টের দাবিটি মিথ্যা

সম্প্রতি, “মেসির স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ, মেসির হাতে লাল–সবুজ পতাকা” শীর্ষক শিরোনামে একটি তথ্য দেশীয় মূলধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু প্রতিবেদন দেখুন প্রথম আলো, ভোরের কাগজ, নিউজ২৪, জুম বাংলা, দ্যা ডেইলি ক্যাম্পাস এবং বাংলা ভিশন

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

সংবাদগুলোতে যা দাবি করা হচ্ছে

“ফেসবুকে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর স্ট্যাটাস। আজ বেলা ৪টা ২৭ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে আন্তোনেলা রোকুজ্জো লিখেছেন, ‘আপনি কি জানেন, বিশ্বে আর্জেন্টিনার পরেই বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা সবচেয়ে বেশি। অবিশ্বাস্য।’ এরপর জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকার ইমোজি। এই লেখার সঙ্গে যে ছবি ব্যবহার করেছেন মেসির স্ত্রী সেটিতে খেলার মাঠে উচ্ছ্বসিত মেসি। তাঁর হাতে ধরা বাংলাদেশের বিশাল এক পতাকা।” 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেসির হাতে বাংলাদেশের পতাকা সম্বলিত ছবিটি দিয়ে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ফেসবুকে কোনো পোস্ট করেননি বরং মেসির স্ত্রীর নামে ভুয়া একটি ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়েছে এবং প্রকৃতপক্ষে মেসির স্ত্রী ফেসবুক ই ব্যবহার করেন না।

গুজবের সূত্রপাত

৩০ নভেম্বর বুধবার বিকেল ৪টা ২৭ মিনিটে ‘Antonela Roccuzzo’ নামক একটি ফেসবুক পেজ থেকে “Do you know, Bangladesh has the large number of Argentina supporters in the world after Argentina, Incredible” শীর্ষক শিরোনামে লিওনেল মেসির হাতে বাংলাদেশের পতাকা সম্বলিত একটি ছবি পোস্ট করা হয়।

তবে, ‘Antonela Roccuzzo’ নামক পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পেজটি ২০২১ সালের ৫ জানুয়ারি তৈরি করা হয়েছে এবং পেজটি কসোভো ও জার্মানি থেকে পরিচালিত হচ্ছে।

পরবর্তীতে বিস্তর অনুসন্ধানের মাধ্যমে লিওনেল মেসির স্ত্রী ‘Antonela Roccuzzo’ এর ইন্সটাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়। তার ইন্সটাগ্রাম একাউন্টের বায়োতে তিনি স্পষ্টভাবে লিখেছেন, ‘তার কোনো টুইটার এবং ফেসবুক একাউন্ট নেই।’

অর্থাৎ, ‘Antonela Roccuzzo’ নামের আলোচিত ফেসবুক পেজটি মেসির স্ত্রীর নয় বরং তার নামে তৈরি একটি ভুয়া পেজ।

মূলত, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশী সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গত ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে মেসির গোল উৎযাপন মূহুর্তে ধারণকৃত একটি ছবিতে ফটোশপের মাধ্যমে বাংলাদেশের পতাকা বসিয়ে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লীগের ভেরিফাইড টুইটার একাউন্ট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হয়। উক্ত ছবিটি মেসির স্ত্রীর নামে পরিচালিত ভুয়া একটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশের প্রশংসা করে পোস্ট করা হলে দেশীয় মূলধারার বেশ কয়েকটি সংবাদমাধ্যম ‘মেসির স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত পেজটি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর নামে তৈরি একটি ভুয়া পেজ। তাছাড়া, মেসির স্ত্রী ফেসবুক ই ব্যবহার করেন না।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বরে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের ব্যাবধানে জয় লাভ করে আর্জেন্টিনা। 

উল্লেখ্য, গত ২২ নভেম্বরে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়ে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এর পরবর্তী সময়ে আলোচিত একই পেজ থেকে পোস্ট করা হলে কতিপয় দেশীয় সংবাদমাধ্যম ‘আর্জেন্টিনার হারে মেসির স্ত্রীর হৃদয়ভাঙ্গা পোস্ট’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রচার করে। উক্ত সংবাদগুলোর প্রেক্ষিতে সেসময়ে তথ্যটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

সুতরাং, ‘মেসির স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img