জুলাই সনদ সংক্রান্ত আওয়ামী লীগের মিছিল দাবিতে ৭ বছর পুরোনো ভিডিও প্রচার

গতকাল (০৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এর একদিন আগে ০৪ আগস্ট জুলাই সনদ সংক্রান্ত আওয়ামি লীগের বিক্ষোভ মিছিল করেছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিলের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘পথচলার গল্প’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ০৭ ফেব্রুয়ারি ‘ছাত্রলীগের মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিলের দৃশ্য বলে জানানো হয়। 

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে Mohammad Manik নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই তারিখে প্রচারিত কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

এই পোস্টটির ক্যাপশনে ছবিগুলো সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের মিছিলের বলে জানানো হয়।  

অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঘোষিত জুলাই সনদ বিষয়ে আওয়ামী লীগের সমর্থনে কোনো মিছিলের দৃশ্য নয়। 

সুতরাং, ২০১৮ সালের ছাত্রলীগের একটি মিছিলের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে জুলাই সনদের বিষয়ে আওয়ামিলীগের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

Rumor Scanner’s analysis 
পথচলার গল্প: ছাত্রলীগের মিছিল 
Mohammad Manik: Facebook post

আরও পড়ুন

spot_img