সম্প্রতি, “গাজীপুরের এই ভাইটি চাঁদা দিতে না পারায় পানির টেংকির উপরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুউচ্চ পানির ট্যাংকের উপরে এক ব্যক্তিকে মারধরের এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি মরক্কোর বেনি মেল্লালের ওলেদ ইউসেফ শহরের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চে মরক্কোর সংবাদমাধ্যম ‘Morocco World News’ এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১২ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যাবলীর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি মরক্কোর বেনি মেল্লালের ওলেদ ইউসেফ শহরের। বাবার মৃত্যুর তদন্তের দাবিতে ১০ দিনেরও বেশি সময় ধরে পানির টাওয়ারে অবস্থানরত এক ব্যক্তি গত শুক্রবার [১১ জুলাই] সন্ধ্যায় অসংলগ্ন আচরণ করেন। একজন ফায়ারফাইটার তাকে নিচে নামানোর চেষ্টা করলে, প্রতিবাদকারী তাকে লাঠি দিয়ে আঘাত করে টাওয়ার থেকে নিচে ফেলে দেন, যার ফলে ফায়ারফাইটার গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে, প্রতিবাদকারী নিজেও টাওয়ার থেকে ঝাঁপ দেন।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচ্য বিষয়ে একই তারিখে অর্থাৎ গত ১২ জুলাইয়ে ‘Morocco World News’ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির বিস্তারিত বিবরণীতে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়া, ‘Barlaman Today’ নামক মরক্কোর আরেক সংবাদমাধ্যমের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। এই ভিডিওটির ক্যাপশন থেকেও এটি মরক্কোর বেনি মেলালে ঘটা ঘটনা হিসেবে বলা হয়েছে।
অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো স্থানের নয়।
সুতরাং, মরক্কোর বেনি মেল্লালের ওলেদ ইউসেফ শহরের একটি ভিডিওকে গাজীপুরে চাঁদা দেওয়ায় বিএনপি নেতা-কর্মীরা এক ব্যক্তিকে পানির ট্যাংকের উপরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।