শপিংমলে এক নারীর সাথে হাসনাত আবদুল্লাহর অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

শপিংমলে একজন নারীর সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে শপিংমলে এক নারীর সাথে অন্তরঙ্গ মুুহুর্তে থাকা এই পুরুষ হাসনাত আবদুল্লাহর নয়। এছাড়া ভিডিওটি বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি ভারতের। যেটি অন্তত ২০২৩ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়।


আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘abdul1551salam’ ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৯ মার্চ প্রচারিত একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে এর শুরুর দিকে লক্ষ্য করা যায়, এটি ‘1 India Family M’ নামের কোনো একটি শপিং সেন্টারের ভেতরের দৃশ্য। কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, শপিং সেন্টারটির পুরো নাম 1-India Family Mart. যেটি একটি ভারতীয় চেইন রিটেইল শপ। এছাড়াও ভিডিওটির এক পর্যায়ে ছেলেটির চেহারা দেখতে পাওয়া যায়। যার সাথে হাসনাত আবদুল্লাহর চেহারার কোনো মিল নেই।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে উক্ত ঘটনায় ভারতীয় গণমাধ্যম IBC24 News এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে দাবি করা হয়, এটি ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার এলাকার ঘটনা। তবে এ ঘটনায় অন্যান্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমন দাবি করতে দেখা যায় না। অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

পরবর্তীতে ভারতীয় ফ্যাক্টচেকার ঋদ্বীশ দত্তের সহায়তায় গুগল ম্যাপে হরিদ্বারে অবস্থিত 1-India Family Mart এর শোরুমের অবস্থান পর্যালোচনা করে দেখা যায়, এর সাথে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া 1-India Family Mart এর শো রুমের মিল নেই। তবে ঝাড়খণ্ডে অবস্থিত 1-India Family Mart এর শো রুমের সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া গেলেও ঘটনাটি উক্ত শপিংমলেই ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে উক্ত ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের।

সুতরাং, ভারতের একটি শপিংমলে এক তরুণ-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওকে এক নারীর সাথে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে: যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img