সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাত্রদল ও যুবদলকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে ‘ব্যক্তির দায় দল নেবে না, দল শুধু চাঁদার ভাগ নেবে। এই চাঁদা আবার লন্ডন থেকে রেমিট্যান্স হয়ে বাংলাদেশে আসবে। আমাদের এখন একটাই দাবি ছাত্রদল ও যুবদলকে নিষিদ্ধ করতে হবে।’ শীর্ষক কথাগুলোকে তার মন্তব্য দাবিতে উপস্থাপন করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সারজিস আলম ছাত্রদল ও যুবদলকে নিষিদ্ধ করতে হবে জানিয়ে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, গত ০৮ জুলাই চট্টগ্রামের পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এনসিপির ফেসবুক পেজে প্রচারিত সারজিস আলমের বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটি সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সারজিস আলমের ছাত্রদল কিংবা যুবদলকে নিষিদ্ধ করার বিষয়ে মন্তব্য করার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও সারজিস আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ পর্যালোচনা করেও এমন কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার এতে এনসিপির লোগো দেখতে পায়। তাই ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অফিসিয়াল পেজটি পর্যবেক্ষণ করা হয়। অনুসন্ধানে এনসিপির ফেসবুক পেজে গত ২ জুলাই সারজিস আলমের বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের সারজিস আলমের বক্তব্য ব্যতীত বাকি সকল উপাদানের হুবহু মিল রয়েছে। উভয় ফটোকার্ডে পটিয়া থানার নেমপ্লেটের জলছাপও দেখতে পাওয়া যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এনসিপির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ‘ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে।’ শীর্ষক বক্তব্য পরিবর্তন করে এর স্থলে আলোচিত বক্তব্যটি যুক্ত করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। যাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
সুতরাং, ছাত্রদল ও যুবদলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সারজিস আলমের মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- National Citizen Party – NCP Facebook Page Post
- Rumor Scanner’s Analysis