পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থাপন করেননি

গত রোববার (৫ জুন) ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতো বিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

Screenshot The Daily Star
Screenshot Jugantor

বিএনপি নেতা মির্জা ফখরুলের উক্ত মন্তব্য নিয়ে দেশীয় মূলধারার সংবাদমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ দেখুন এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থাপন করেননি বরং ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা মন্তব্য নিয়ে মূলধারার অনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ২৪’ এর ফেসবুক পেজ হতে প্রচারিত ২ মিনিট ১২ সেকেন্ড এর ভিডিওটির ৩৫ সেকেন্ড হতে ১ মিনিট পর্যন্ত মির্জা ফখরুলকে বলতে শোনা যায়-

“পদ্মা সেতু তো কারো পৈতৃক ব্যাপার নয়, এটা একটা রাষ্ট্রীয় প্রচেষ্টা উদ্যোগে করা। এবং আরো একটি কথা আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দেই, পদ্মা সেতুর প্রথম উদ্ভোধন, ফাউন্ডেশন স্টোন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একদিকে না দুইদিকে মাওয়াতেও এবং ওইপারেও। সেগুলো কিন্তু কেউ উচ্চারণও করে না, বলেও না।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উক্ত দাবিটির সত্যতা যাচাইয়ে বিস্তারিত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

২০০১ সালের ৪ জুলাই৫ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে দৈনিক ইত্তেফাকের প্রিন্টেড ভার্সনে সংবাদ প্রকাশিত হয়েছিলো।

২০০১ সালের ৪ জুলাই তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনার পর প্রার্থনা কালীন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স কর্তৃক স্টক ফটো ওয়েবসাইট Alamy তে প্রকাশ করা হয়েছিলো। ছবিটি দেখুন এখানে।

২০০১ সালের ৪ জুলাইয়ের পূর্বে কিংবা পরবর্তী সময়ে আর কখনো কোনো ব্যক্তি কর্তৃক পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিলো এমন কোনো সংবাদ দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

চলুন জেনে নেই পদ্মা সেতুর আদ্যোপান্ত

1998-1999

১৯৯৮-১৯৯৯ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম পদ্মা সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল।

1998-1999
04 July 2001

২০০১ সালের ৪ জুলাই মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

04 July 2001
2004

২০০৪ সালে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকারের আমলে জাপানি দাতা সংস্থা জাইকার সেতুর
সম্ভা
ব্যতা যাচাই করে মাওয়া-জাজিরার শেষ প্রান্তে পদ্মা সেতু নির্মাণের সুপারিশ করে।

2004
2007

২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পদ্মা বহুমুখী সেতুর মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয় এবং সে বছরই প্রকল্পটি একনেকে পাস হয়

2007
2009 and 2010

ক্ষমতা গ্রহণের ১৩ দিনের মাথায় ২০০৯ সালের ১৯ জানুয়ারি সেতুর নকশা প্রণয়নে পরামর্শক নিয়াগ প্রস্তাব অনুমোদন এবং ফেব্রুয়ারি মাসে পদ্মা সেতুর জন্য নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগ দেয় তৎকালীন আওয়ামীলীগ সরকার। ২০১০ সালে পরামর্শক সেতুর প্রাথমিক নকশা সম্পন্ন করে।

2009 and 2010
11 April 2010

২০১০ সালের ১১ এপ্রিল মূল সেতুর দরপত্র আহ্বান করে সরকার। তবে বিশ্বব্যাংকের আপত্তিতে একই বছরের ১১ অক্টোবর পুনরায় দরপত্র আহ্বান করা হয়।

11 April 2010
11 January 2011

২০১১ সালের ১১ জানুয়ারি সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুমোদন করে তৎকালীন মন্ত্রিসভা। একই বছরের ২৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তার অনুমোদন দেয়। এবং ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণচুক্তি সই হয়।

11 January 2011
2011

একই প্রকল্পে ২০১১ সালের ১৮ ও ২৪ মে যথাক্রমে জাইকা ও আইডিবির সঙ্গে এবং ৬ জুন এডিবির সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণচুক্তি সই হয়।

2011
29 June 2012

সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে ২০১২ সালের ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের পাশাপাশি ঋণচুুক্তি বাতিল করে বাকি দাতা সংস্থাগুলোও।

29 June 2012
8 July 2012

বিশ্বব্যাংক সরে যাবার সপ্তাহ খানেকের মাঝেই ২০১২ সালের ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন।

8 July 2012
17 June 2014

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামের একটি চীনা ফার্মের সঙ্গে ২০১৪ সালের ১৭ জুন বাংলাদেশের সরকারের একটি চুক্তি সই হয়।

17 June 2014
12 December 2015

২০১৫ সালের ১২ ডিসেম্বর মূল সেতু নির্মাণের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

12 December 2015
2017 and 2020

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে বসানো হয় প্রথম স্প্যান। এবং ২০২০ সালের ১০ ডিসেম্বর মাওয়া প্রান্তে অবস্থিত ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয় পদ্মাসেতুর ৪১ তম এবং শেষ স্প্যান

2017 and 2020
17 May 2022

গত ১৭ মে পদ্মা পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

17 May 2022

মূলত, ১৯৯৮-১৯৯৯ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয় এবং ২০০১ সালের ০৪ জুলাই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতা আসার পর ২০০৪ সালে জাপানি দাতা সংস্থা জাইকার মাধ্যমে সেতুর সম্ভাব্যতা যাচাই করা হয়। কিন্তু জাইকার মাধ্যমে সম্ভাব্যতা যাচাই ব্যতীত ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন কিংবা ১৯৯৮ সালের পূর্বে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন পদ্মা সেতুর কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এমন কোনো তথ্য দেশীয় কিংবা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে নেই। তবে পদ্মা সেতু আসন্ন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ৫ জুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে গত ০৬ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন,

‘কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।’

তিনি আরো বলেন,

প্রকৃতপক্ষে শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ।

সুতরাং, ‘পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক দাবিতে মির্জা ফখরুলের মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

তথ্যসূত্র

  1. Prothom Alo:  পদ্মা সেতুর আনুষ্ঠানিক যাত্রা | প্রথম আলো
  2. Prothom Alo: পদ্মার দুই পাড়ের সংযোগ আজ | প্রথম আলো
  3. TBS: পদ্মা সেতু: স্বপ্ন যেভাবে সত্যি হলো | The Business Standard
  4. Prothom Alo:পদ্মা সেতু নির্মাণের সময় ও ব্যয় দুটোই বাড়ছে | প্রথম আলো
  5. Sarabangla.net:  পদ্মাসেতুর আদ্যোপান্ত
  6. Jagonews24:  এক নজরে পদ্মা সেতু
  7. BBC News Bangla:  পদ্মা সেতুতে ঋণ দেবে না বিশ্বব্যাংক – BBC News বাংলা
  8. BBC News Bangla: নিজস্ব অর্থেই পদ্মাসেতু নির্মাণ শুরু হবে – BBC News বাংলা
  9. BBC News Bangla: পদ্মা সেতু নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর – BBC News বাংলা
  10. Samakal: পদ্মা সেতুর মূল কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  11. The Daily Star: পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো সম্পন্ন
  12. Bangla Tribune পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
  13. Prothom Alo: ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন | প্রথম আলো
  14. Prothom Alo: খালেদা জিয়াকে পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনের প্রমাণ দিতে বললেন কাদের | প্রথম আলো
  15. Ittefaq 2001 Edition:  2001.07.04 Ittefaq.pdf
  16. Ittefaq 2001 Edition: 2001.07.05 Ittefaq.pdf
  17. Jagnonews24: https://fb.watch/duR8OYvlU5/
  18. The Daily Star: পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
  19. The Daily Star: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া, দাবি মির্জা ফখরুলের
  20. Channel 24: খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন: মির্জা ফখরুল | Mirza Fakhrul | Padma Bridge

আরও পড়ুন

spot_img