সম্প্রতি “ভারত যদি মুহাম্মদ (সাঃ) এর কটুক্তির জন্য ক্ষমা না চায়, তাহলে ভারতে ম্যাচ খেলতে না যাওয়া এবং আইপিএল বয়কট করার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইংলিশ ক্রিকেটার মঈন আলী এই ধরণের কোনো ঘোষণা দেননি বরং তার নামে তৈরি করা একটি ভুয়া টুইটার অ্যাকাউন্টের বরাতে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, ‘Moeen Munir Ali’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল (০৭ জুন) “If India does not apologize for its blasphemous statement, I will never go to India to play match again, I will also boycott the IPL. And I will appeal to my fellow Muslim brothers to do the same 🙏(বাংলা অনুবাদঃ ভারত যদি এর নিন্দামূলক বক্তব্যের জন্য ক্ষমা না চায়, আমি আর কখনও ভারতে ম্যাচ খেলতে যাবো না, আমি আইপিএলও বয়কট করবো। এবং আমি আমার সহকর্মী মুসলিম ভাইদের কাছেও এটা করার জন্য আবেদন করবো)” শীর্ষক একটি টুইট প্রকাশ(আর্কাইভ দেখুনঃ এখানে) করা হয়।
তবে ‘Moeen Munir Ali’ নামের উক্ত টুইটার অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি গত মে মাসে খোলা হয়েছে এবং টুইটার অ্যাকাউন্টির ‘Bio’ সেকশনে লেখা রয়েছে এটি কোনো অফিশিয়াল অ্যাকাউন্ট নয়।
তাছাড়া, মঈন আলীর ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘Aces Middle East’ একটি টুইটের মাধ্যমে নিশ্চিত করেছে আলোচিত টুইটার অ্যাকাউন্টটি মঈন আলীর নামে তৈরি করা ভুয়া অ্যাকাউন্ট।
মূলত, গত ০৭ তারিখ ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীর নামের একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটের সূত্র ধরে “ভারত যদি মুহাম্মদ (সাঃ) এর কটুক্তির জন্য ক্ষমা না চায়, তাহলে ভারতে ম্যাচ খেলতে না যাওয়া এবং আইপিএল বয়কট করার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।” শীর্ষক মন্তব্যটি মঈন আলীর নিজস্ব বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতীয় পণ্য বর্জনের দাবি উঠেছে। উক্ত ঘটনার ফলে অবমাননাকর মন্তব্যকারী বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
অর্থাৎ, ভারতে মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে মঈন আলী কর্তৃক ভারতে খেলতে না যাওয়া ও আইপিএল বয়কট করার ঘোষণাটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- Aces Middle East on Twitter-https://twitter.com/Aces_sports/status/1534274789040435202
- Prothom Alo – মহানবীকে নিয়ে মন্তব্যে আরব বিশ্বে ক্ষোভ, দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা বিজেপির