সম্প্রতি, ‘কোক স্টুডিও কনসার্টে যাওয়া নিয়ে সবার বিরুপ মন্তব্য সহ্য করতে না পেরে তরুণীর আত্নহত্যা’ শীর্ষক শিরোনামে সময় টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘কোক স্টুডিও কনসার্টে যাওয়া নিয়ে সবার বিরুপ মন্তব্য সহ্য করতে না পেরে তরুণীর আত্নহত্যা’ শীর্ষক তথ্য বা শিরোনামে মূলধারার গণমাধ্যম সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং সম্প্রতি এমন কোনো ঘটনাও ঘটেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সময় টিভি’র ফটোকার্ডের ডিজাইন নকল করে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভির ওয়েবসাইটেও উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
তাছাড়া সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডসমূহ পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে শিরোনাম লেখার ক্ষেত্রে ব্যবহৃত ফন্টের সাথে সময় টিভির পেজে প্রচারিত ফটোকার্ডসমূহের ফন্টের মিল নেই।

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কোক স্টুডিওর কনসার্টে যাওয়া নিয়ে বিরুপ মন্তব্যের জেরে কোনো তরুণীর আত্মহত্যার কোনো সংবাদ দেশীয় গণমাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, কোক স্টুডিওর কনসার্টে যাওয়া নিয়ে বিরুপ মন্তব্যে তরুণীর আত্নহত্যার বিষয়ে সময় টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
মূলত, গত ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয় কোক স্টুডিও বাংলার কনসার্ট। সম্প্রতি চলমান ফিলিস্তিন-ইসরায়েল সংকটের মাঝে দেশে যুক্তরাষ্ট্রভিত্তিক এই পণ্যের আয়োজনকে নিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার শুরু হয়। কনসার্টটি বয়কটের ডাকও দেন অনেকে। এরই মাঝে কনসার্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক সারিতে থাকা তরুণ-তরুণীদের ‘আপত্তিকর’ ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে। যার পর থেকে ছবিতে থাকা তরুণীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার মত ঘটনাও ঘটে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘কোক স্টুডিও কনসার্টে যাওয়া নিয়ে সবার বিরুপ মন্তব্য সহ্য করতে না পেরে তরুণীর আত্নহত্যা’ শীর্ষক শিরোনামে সময় টিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সময় টিভি তাদের ফেসবুক পেজে উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং সম্প্রতি এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সময় টিভি’র ফটোকার্ডের ডিজাইন নকল করে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
সুতরাং, কোক স্টুডিওর কনসার্টে যাওয়া নিয়ে বিরুপ মন্তব্যে তরুণী আত্নহত্যা করেছে দাবিতে সময় টিভি’র ফটোকার্ডের আদলে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Somoy News Tv Facebook Page: (1) somoynews.tv – তানিয়া নামে এক কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে… | Facebook
- Rumor Scanner’s Own Analysis





























![@[4:0]](https://rumorscanner.com/wp-content/uploads/2023/11/Screenshot_2023-11-14-19-01-37-70-539x1024.jpg)



