অবরোধে গাড়ি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ কর্মী আটক দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘অবরোধে গাড়ি ভাঙচুর, দুই ছাত্রলীগ কর্মী আটক’ শীর্ষক শিরোনামে গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশটের আদলে দুই ব্যক্তির ছবি সম্বলিত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

অবরোধ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অবরোধে গাড়ি ভাঙচুররের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটক দাবিতে প্রচারিত ছবির দুই ব্যক্তি ছাত্রলীগ কর্মী নয় বরং এটি সম্প্রতি রাজশাহীতে অস্ত্র নিয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে আটককৃত দুই ব্যক্তির ছবি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ছবি যুক্ত করে গণমাধ্যমে ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশটের আদলে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ওয়েবসাইটে গত ৮ নভেম্বর “দেশীয় অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, আটক ২” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হবহু মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison: Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ নভেম্বর রাজশাহীতে অস্ত্র নিয়ে টিকটক ভিডিও বানানোর কারণে দুই টিকটকারকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হচ্ছে রাজশাহীর তালাইমারি বাদুরতলা এলাকার পিচ্চি আসাদ ও কেদুরমোড় এলাকার সালাউদ্দিন সোহাগ।

এছাড়া একই ঘটনা নিয়ে মূলধারার সংবাদমাধ্যম ইনকিলাবজাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, অস্ত্র নিয়ে টিকটক ভিডিও বানানোর কারণে পুলিশ কর্তৃক আটক দুই টিকটকার যুবকের ছবিকে অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে দুই ছাত্রলীগ কর্মী আটক দাবিতে প্রচার করা হচ্ছে।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাস ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের কাউকে আটক কিংবা গ্রেপ্তারের তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ৭ নভেম্বর গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে গাড়ি পোড়ানোর মামলায় আব্দুল্লাহ আল মামুন নামের এক ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া আজ ১৫ নভেম্বর নাটোরে আটটি মশালসহ তাশরিক জামান রিফাত নামে এক ছাত্রলীগ কর্মীকে পুলিশ আটক করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।

মূলত, গত ৮ নভেম্বর অস্ত্র নিয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে রাজশাহী থেকে দুই টিকটকারকে আটক করে পুলিশ। সে সময় উক্ত ঘটনা নিয়ে মূলধারার একাধিক গণমাধ্যমে দুই টিকটকারের ছবিসহ সংবাদ প্রচারিত হয়। সম্প্রতি ফেসবুকে ঐ দুই ব্যক্তির ছবি প্রচার করে অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক দুই ছাত্রলীগ কর্মী বলে দাবি করা হয়েছে। 

সুতরাং, অবরোধে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটক হওয়ার দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে গণমাধ্যমের ওয়েবসাইটের আদলে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img