বিএনপি’র ফটোকার্ড নকল করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচার

সম্প্রতি, ‘প্রিয় দেশবাসী, আপনার আজকের একটু কষ্ট, একটু ত্যাগ হয়তো গড়ে দিতে পারে আগামীর জন্য একটি জুয়া নির্ভর অর্থনীতির বাংলাদেশ’ শীর্ষক মন্তব্যকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

তারেক

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এবং এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে জুয়া নির্ভর অর্থনীতির বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানিয়ে কোনো বক্তব্য দেননি বরং তারেক রহমানের ভিন্ন একটি বক্তব্য নিয়ে বিএনপি’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের তথ্য বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি  করা হয়েছে।

সূত্রপাত

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Bangla Politix নামের একটি ফেসবুক পেজে গত ১১ নভেম্বর আলোচিত ফটোকার্ডটি নিয়ে প্রচারিত প্রথম পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Bangla Politix Facebook

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি কমেডি পেজ। বিভিন্ন সময়ে এই পেজটি থেকে কমেডিধর্মী বিভিন্ন পোস্ট প্রচার করতে দেখা যায়।

Screenshot: Facebook

অর্থাৎ, এই পেজটি থেকে আলোচিত ফটোকার্ডটি প্রথমে প্রচার হয় এবং পরবর্তীতে তা আসল ভেবে বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়ে।

এবিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেজে গত ১০ নভেম্বর তারেক রহমানের বক্তব্য সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: BNP Facebook Page

পোস্টটিতে তারেক রহমানের ছবি যুক্ত একটি ফটোকার্ডে তার বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, ‘প্রিয় দেশবাসী, আপনার আজকের একটু কষ্ট, একটু ত্যাগ হয়তো গড়ে দিতে পারে আগামীর জন্য নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ।’

এই ফটোকার্ডটির  সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির  মিল পাওয়া যায়।

Photocard Comparison by Rumor Scanner

অর্থাৎ, উক্ত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেখানে আগামীর জন্য নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ’ এর পরিবর্তে আগামীর জন্য একটি জুয়া নির্ভর অর্থনীতির বাংলাদেশ’ শীর্ষক তথ্য যুক্ত করে তৈরিপ্রচার করা হয়েছে।

পরবর্তীতে Tarique Rahman এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ০৯ নভেম্বর প্রকাশিত তার বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Tarique Rahman Facebook

ভিডিওটি পর্যবেক্ষণ করে সেখানকার বক্তব্যের ১ মিনিট ১০ সেকেন্ড থেকে ১ মিনিট ২৫ সেকেন্ড অংশ পর্যন্ত বিএনপি’র ভেরিফাইড পেজে প্রচারিত ফটোকার্ডের ব্যানারে উল্লেখিত তারেক রহমানের বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়।

অর্থাৎ, তারেক রহমানের উক্ত বক্তব্যের কিছু অংশ বিএনপি’র ভেরিফাইড পেজে ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হয়।

মূলত, গত ০৯ নভেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে এক ভিডিও বার্তায় ‘প্রিয় দেশবাসী, আপনার আজকের একটু কষ্ট, একটু ত্যাগ হয়তো গড়ে দিতে পারে আগামীর জন্য নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ’’ শীর্ষক বক্তব্য প্রদান করেন। এরপর উক্ত বক্তব্যটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’’র ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের ছবি সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়। পরবর্তীতে উক্ত ফটোকার্ডটিতেটিতে উল্লেখিত তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করে সেখানে ‘আগামীর জন্য একটি জুয়া নির্ভর অর্থনীতির বাংলাদেশ’ শীর্ষক বাক্য যুক্ত করে তৈরি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ভুল তথ্য প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুয়া নির্ভর অর্থনীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

  • BNP Facebook: Post
  • Tarique Rahman Facebook: Video
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img