২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে তারেক জিয়াকে নিয়ে গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি ‘ডেটলাইন ২৮শে অক্টোবর সমাবেশে কমপক্ষে ৮০-১০০ টা লাশ চায় তারেক জিয়া’ শীর্ষক একটি দাবি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি ও জাতীয় পর্যায়ের দৈনিক মানবজমিন এর ডিজাইন সম্বলিত দুইটি আলাদা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

তারেক জিয়া

উক্ত দাবিতে যমুনা টিভি’র ডিজাইন সম্বলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

একই দাবিতে মানবজমিনের ডিজাইন সম্বলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক জিয়াকে নিয়ে যমুনা টিভি ও মানবজমিন এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি ও মানবজমিন এর ডিজাইন নকল করে আলোচিত এই ফটোকার্ড দুইটি তৈরি করা হয়েছে। 

যমুনা টিভি’র ফটোকার্ড যাচাই

অনুসন্ধানের শুরুতে রিউমর স্ক্যানার টিম আলোচিত দাবিতে যমুনা টিভি’র নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে। এতে দেখা যায়, ফটোকার্ডটিতে কোনো তারিখের উল্লেখ নেই। তাই ফটোকার্ডটির প্রচারকাল সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। 

পরবর্তীতে যমুনা টিভি’র ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ নিয়ে অনুসন্ধানে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

মানবজমিন এর ফটোকার্ড যাচাই

অনুরূপভাবে একই দাবিতে মানবজমিন এর নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করেও দেখা যায়, ফটোকার্ডটিতে কোনো তারিখের উল্লেখ নেই। ফলে ফটোকার্ডটির প্রচারকাল সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে মানবজমিন এর ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ (১), (), ইউটিউব চ্যানেলে নিয়ে অনুসন্ধানে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি যমুনা টিভি ও মানবজমিন ছাড়াও এ নিয়ে অনুসন্ধানে অন্যান্য কোনো গণমাধ্যম সূত্রেও নির্ভরযোগ্য সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে প্রকাশিত একাধিক ভিডিও যাচাই করে তার এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

২৮ অক্টোবরকে ঘিরে তারেক রহমানের পেজে প্রকাশিত কিছু ভিডিও দেখুন 

মূলত, ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় এক দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সমাবেশকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমের ডিজাইন সম্বলিত ফটোকার্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়তে দেখা যায়। এরই ধারাবাহিকতায়  বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি ও জাতীয় পর্যায়ের দৈনিক মানবজমিন এর ডিজাইন সম্বলিত দুইটি আলাদা ফটোকার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘ডেটলাইন ২৮শে অক্টোবর সমাবেশে কমপক্ষে ৮০-১০০ টা লাশ চায় তারেক জিয়া’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, যমুনা টিভি কিংবা মানবজমিন কেউই এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। উক্ত গণমাধ্যম দুইটির ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ড দুইটি তৈরি করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো গ্রহণযোগ্য সূত্রে এরূপ কোনো সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপি’র ২৮ অক্টোবরে সমাবেশের ঘটনায় বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ‘ডেটলাইন ২৮শে অক্টোবর সমাবেশে কমপক্ষে ৮০-১০০ টা লাশ চায় তারেক জিয়া’ শীর্ষক দাবিতে প্রথম আলো ও মানবজমিন এর নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র


RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img