মানবজমিনের ফটোকার্ড নকল করে বৌদ্ধদের নিয়ে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা চ্যানেল আই’য়ের টকশোতে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশের তারিখ পেছানোর বিষয়ে “বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার জন্য কেন সমাবেশ পেছাতে হবে? দেশে বৌদ্ধ আছে কতজন যে তাদের জন্য আপনারা মায়াকান্না করছেন?” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য মূলধারার গণমাধ্যম মানবজমিনের লোগো সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফটোকার্ড

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৌদ্ধদের নিয়ে রুমিন ফারহানা আলোচিত মন্তব্যটি করেননি বরং মানবজমিন এর ফটোকার্ড নকল করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে মানবজমিনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। কিন্তু, ফেসবুক পেজ এ সংক্রান্ত কেনো ফটোকার্ড এবং ওয়েবসাইটে উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশের তথ্য মেলেনি।  

পরবর্তীতে বিষয়টির অধিকতর সত্যতা নিশ্চিতের উদ্দেশ্যে পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক সাজেদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এ ধরণের কোনো ফটোকার্ড মানবজমিন প্রকাশ করেনি। এটি গুজব।”

পরবর্তীতে, গত ১৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের তারিখ ঘোষণার পর থেকে চ্যানেল আই’তে প্রচারিত টকশোর ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। কিন্তু, ১৮ অক্টোবর পরবর্তী সময়ে চ্যানেল আই’য়ের ইউটিউব চ্যানেলের সকল টকশোর ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, সমাবেশের তারিখ ঘোষণার পর রুমিন ফারহানা চ্যানেল আই’য়ের কোনো টকশোতেই অংশগ্রহণ করেননি।

১৮ অক্টোবর এবং তার পরবর্তী সময়ে চ্যানেল আই’য়ের টকশো ‘টু দ্য পয়েন্ট’ এর প্রচারিত পর্বগুলো দেখুন-

১৮ অক্টোবর: টার্নিং পয়েন্ট ২৮ অক্টোবর! || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬০৯ || Channel i To The Point

২০ অক্টোবর: রাজনৈতিক উদারতা || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬১০ || Channel i To The Point

২১ অক্টোবর: রণকৌশলে দুই দল || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬১১ || Channel i To The Point

২২ অক্টোবর: সংবিধান-সংশয়-সন্দেহ || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬১২ || Channel i To The Point

২৩ অক্টোবর: পুতুল সরকার || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬১৩ || Channel i To The Point

২৪ অক্টোবর: বিএনপির সাহস দুঃসাহস || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬১৪ || Channel i To The Point

২৫ অক্টোবর: সংঘাত বনাম সমঝোতা || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬১৫ || Channel i To The Point

২৭ অক্টোবর: ডেটলাইন ২৮ অক্টোবর || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৬১৬ || Channel i To The Point

পরবর্তীতে, বিষয়টির অধিকতর সত্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে চ্যানেল আই’য়ের সিনিয়র সাংবাদিক এবং ‘টু দ্য পয়েন্ট’ টক শো’র উপস্থাপক সোমা ইসলামের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার টিম। তিনি জানিয়েছেন, রুমিন ফারহানার আলোচিত মন্তব্যটি চ্যানেল আইয়ের টকশো’র নয়। এছাড়াও, গত প্রায় ছয় মাস যাবত তিনি চ্যানেল আইয়ের কোনো টক শো’তে অংশ নেননি বলে জানান সোমা। 

মূলত, বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। একইদিনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা রয়েছে। এই প্রেক্ষাপটে দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা চ্যানেল আই’য়ের টকশোতে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশের তারিখ পেছানোর বিষয়ে “বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার জন্য কেন সমাবেশ পেছাতে হবে? দেশে বৌদ্ধ আছে কতজন যে তাদের জন্য আপনারা মায়াকান্না করছেন?” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য মূলধারার গণমাধ্যম মানবজমিনের লোগো সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২৮ অক্টোবরের বিএনপির সমাবেশ বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার জন্য পেছানো যাবে না সংক্রান্ত কোনো মন্তব্য করেননি রুমিন ফারহানা। তাছাড়া, রুমিন ফারহানা এই মন্তব্য চ্যানেল আইয়ের টকশোতে করেছেন দাবি করা হলেও এই কর্মসূচী ঘোষণা পরবর্তী সময়ে রুমিন ফারহানা চ্যানেল আইয়ের কোনো টকশোতে যাননি। তাছাড়া, মানবজমিনও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করেননি।

উল্লেখ্য, বিএনপির মহাসমাবেশের দিন অর্থাৎ ২৮ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে।

সুতরাং, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার জন্য পেছানো হবে না শীর্ষক একটি মন্তব্য  দলটির নেত্রী রুমিন ফারহানা করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত বক্তব্য সম্বলিত মানবজমিনের ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

  • Facebook Page: Manab Zamin
  • Statement of Shazedul Haq, Manab Zamin 
  • YouTube Channel: Channel i
  • Statement of Soma Islam, Senior Journalist, Channel I  
  • Rumor Scanner’s own investigation 

আরও পড়ুন

spot_img