সম্প্রতি, “আমি জানি তোমাদের হিংসে হয় আমার বিলাসবহুল জীবন দেখে।” শিরোনামে একটি ছবি প্রচার করা হয়েছে। যেখানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে থাকা টেবিলে মদের বোতল থাকার দাবি করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে মদের বোতল থাকার এই ছবিটি আসল নয় বরং ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে টেবিলে মদের দোকানের ছবি যুক্ত করে এই ছবিটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে মূল ছবিতে তারেক রহমানের সামনে থাকা টেবিলের উপর সাদা রঙের চায়ের কাপ সদৃশ বস্তু ছিল।
ছবিটির সত্যতা অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Shikat Hossain Imran নামের একটি ফেসবুক আইডিতে গত ২২ মে প্রকাশিত একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবিতে তারেক রহমানের সামনে কোনো মদের বোতল দেখা যাচ্ছে না। তবে ছবিটিতে সাদা রঙের চাপের কাপ সদৃশ বস্তু লক্ষ করা যায়। এছাড়া, ছবিটির ক্যাপশন থেকে জানা যায় উক্ত দাবিতে প্রচারিত ছবিতে তারেক রহমানের পাশের ব্যক্তির নাম ফজলুল হক মিলন। তিনি গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এবং সাবেক এমপি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে Gulam Kibriea Mithen নামের একটি ফেসবুক আইডি থেকে একই দিনে পোস্টকৃত দুইটি ছবির ছবির সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, সেসময় গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন এবং তার স্ত্রী শম্পা হক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাত করেন।
অর্থাৎ, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ছবিতে মদের বোতলের ছবি এডিট করে সংযুক্ত করা হয়েছে।
মূলত, গত মে মাসে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন এবং তার স্ত্রী শম্পা হক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাত করেন। সেসময় সেই সাক্ষাতের কিছু ছবি গাজীপুরে বিএনপি’র স্থানীয় কর্মীরা তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে সেই ছবিগুলোর একটি ফেসবুক থেকে সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেখানে মদের বোতল এর ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও মদের বোতল সম্বলিত তারেক রহমানের একাধিক এডিটেড ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে সেমসয় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন প্রতিবেদন দেখুন:
- টেবিলে মদের বোতল সম্বলিত তারেক রহমানের এই ছবিটি এডিটেড
- টেবিলে মদের বোতল সম্বলিত তারেক রহমানের এই ছবিটি এডিটেড
সুতরাং, টেবিলে মদের বোতল সম্বলিত তারেক রহমানের আলোচিত এই ছবিটি এডিটেড বা বিকৃত।
তথসসূত্র
- Shikat Hossain Imran – Facebook Post
- Gulam Kibriea Mithen – Facebook Post