টেবিলে মদের বোতল সম্বলিত তারেক রহমানের এই ছবিটি এডিটেড

সম্প্রতি, “বুঝাই যাচ্ছে লন্ডনে বেশ মোজ-মাস্তির জীবন কাটাচ্ছেন তারেক। দেশের টাকা বিদেশে চুরি করে নিয়ে এভাবেই উড়াচ্ছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে গণতন্ত্র রক্ষার একটি হালাল মিটিং চলমান।তবে কি মদ গিলে গণতন্ত্র রক্ষায় মাঠে নামছেন জিয়া তারেক?” শিরোনামে একটি ছবি প্রচার করা হয়েছে। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে থাকা টেবিলে মদের বোতল থাকার দাবি করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এ দাবির কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির এই ছবিটি এডিটেড। মূল ছবিতে থাকা টেবিলে মদের বোতল এডিট এর মাধ্যমে যুক্ত করে এই ছবিটি তৈরী করা হয়েছে। প্রকৃতপক্ষে মূল ছবিতে টেবিলে মদের বোতল কিংবা অন্য কোনো বস্তু ছিল না।

ছবিটির সত্যতা অনুসন্ধানে গত ৯ মে বিএনপির প্রচার সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ভেরিফাইড ফেসবুক আইডিতে মূল ছবি খুঁজে পাওয়া যায়। ঐ ছবিটিসহ মোট চারটি ছবি যুক্ত করে “০৭-০৫-২০২৩ ইং, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সাথে শুভেচ্ছা বিনিময়।” শিরোনামে পোস্টটি দেওয়া হয়েছিল।

Screenshot : FB/Shahiduddin Anee

উপরোক্ত পোস্টের প্রথম ছবিটির সাথে মদের বোতল দাবি করে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot : FB/Shahiduddin Anee

মূল ছবিতে তারেক রহমানের সামনে থাকা টেবিলে মদের বোতল কিংবা অন্য কোনো বস্তু দেখা যায়নি।

Collage by Rumor Scanner

এছাড়াও একই তারিখে উক্ত সাক্ষাতের একটি ছবি যুক্ত করে বিএনপির মিডিয়া সেল এর অফিসিয়াল ফেসবুক পেজে ফটোনিউজ — রোববার, মে ৭, ২০২৩, লন্ডনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেল’র সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।” শিরোনামে দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ছবিতেও টেবিল ফাঁকা দেখা যায়। 

Screenshots : FB/BNP Media Cell

অর্থাৎ, তারেক রহমানের এই ছবিতে তার সামনে থাকা ফাঁকা টেবিলে মদের বোতলের ছবি ফটোশপের মাধ্যমে যুক্ত করে প্রচার করা হয়েছে।

মূলত, গত ৭ মে বিএনপির প্রচার সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে সাক্ষাত করেন। সেই সাক্ষাতের বেশ কয়েকটি ছবি তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। সাম্প্রতিক সময়ে সেই পোস্ট থেকে একটি ছবি সংগ্রহ করে ফটোশপের মাধ্যমে তারেক রহমানের সামনের ফাঁকা টেবিলে মদের বোতল এর ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে।

সুতরাং, টেবিলে মদের বোতল সম্বলিত তারেক রহমানের এই ছবিটি এডিটেড।  

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img