দুধ দিয়ে গোসল করে যুবকের বিএনপি না করার শপথের দাবিটি ভুয়া

সম্প্রতি, ‘দুধ দিয়ে গোসল করে বিএনপি না করার শপথ যুবকের’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ফটোকার্ডে থাকা ছবির যুবক দুধ দিয়ে গোসল করে বিএনপি না করার শপথ নেয়নি বরং বিয়ের ১১ দিনের মাথায় স্ত্রী ডিভোর্স দেওয়ায় দুধ দিয়ে গোসল করে প্রেম এবং বিয়ে না করার শপথ নিয়েছেন জামালপুর সদর উপজেলার ইশান মাহমুদ শ্রাবণ নামের এই যুবক।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কালবেলা’র অনলাইন সংস্করণে গত ১৪ নভেম্বর ‘দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ যুবকের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Kalbela

প্রতিবেদন থেকে জানা যায়, জামালপুর সদর উপজেলার ইশান মাহমুদ শ্রাবণ নামের এক যুবক প্রেম করে বিয়ে করার ১১ দিনের মাথায় স্ত্রীর কাছ থেকে ডিভোর্স পান। এর ফলশ্রুতিতে গত ১০ নভেম্বর এক মণ দুধ দিয়ে গোসল করে সারাজীবন আর প্রেম ও বিয়ে না করার শপথ নেন তিনি।

এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির হুবহু মিল পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

অর্থাৎ, কালবেলা’র এই প্রতিবেদন ব্যবহৃত  ইশান মাহমুদ শ্রাবণ নামের এই যুবকের ছবি সংগ্রহ কালবেলায় প্রচারিত সংবাদটিকে বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়াও, কালবেলা ছাড়াও একাধিক মূলধারার গণমাধ্যমেও (, , ) আলোচিত যুবক ইশান মাহমুদ শ্রাবণের দুধ দিয়ে গোসল করে প্রেম এবং বিয়ে না করার শপথ নেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে থেকেও এই ঘটনাটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

মূলত, বিয়ের ১১ দিনের মাথায় স্ত্রী’র কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর গত ১০ নভেম্বর এক মণ দুধ দিয়ে গোসল করে সারাজীবন আর প্রেম ও বিয়ে না করার শপথ নেন জামালপুর সদর উপজেলার ইশান মাহমুদ শ্রাবণ নামের এক যুবক। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেশের মূলধারার গণমাধ্যম কালবেলা সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এবিষয়ে কালবেলায় প্রকাশিত সংবাদে ব্যবহৃত উক্ত যুবকের ছবি’র সাথে ‘দুধ দিয়ে গোসল করে বিএনপি না করার শপথ যুবকের’’ শীর্ষক বাক্য যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও বিএনপি’র ফটোকার্ড নকল করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ‘দুধ দিয়ে গোসল করে বিএনপি না করার শপথ যুবকের’ শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img