সময় টিভির নকল ফটোকার্ডে ছাত্রলীগ নেত্রীদের জড়িয়ে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘অনেক ছাত্রলীগের নেত্রীরা জনি সিংয়ের বাসায় যাওয়া আসা করে’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ছাত্রলীগ

Joni Sing নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ডটি দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনেক ছাত্রলীগের নেত্রীরা জনি সিংয়ের বাসায় যাওয়া আসা করে শীর্ষক দাবিতে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষনে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি  প্রকাশের তারিখ হিসেবে ১৪ জুন, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে সময় টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি পর্যবেক্ষণে ফটোকার্ডটির শিরোনামের ফন্ট-এ অসামঞ্জস্যতা চোখে পড়ে। সময় টিভির পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ‘অনেক ছাত্রলীগের নেত্রীরা জনি সিংয়ের বাসায় যাওয়া আসা করে’ লেখাটির সাথে সময় টিভির শিরোনাম লেখার প্যার্টান ও ফন্টের মধ্যে সম্পূর্ণ ভিন্নতা রয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ,  ‘অনেক ছাত্রলীগের নেত্রীরা জনি সিংয়ের বাসায় যাওয়া আসা করে’ শীর্ষক শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

আলোচিত ফটোকার্ড প্রচার করা পেজ সম্পর্কে যা জানা গেল

Joni Sing নামের পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩ সালের ১৭ নভেম্বর পেজটি চালুর পর এখন পর্যন্ত একাধিকবার নাম পরিবর্তন করা হয়েছে। শুরুতে ‘৭১’ চেতনা – Ekattor Catona’ নাম দেওয়া হলেও চলতি বছরের জানুয়ারিতে নাম বদলে রাখা হয় ‘Binodon – বিনোদন’। পরবর্তীতে গত ২২ মার্চ পেজটির নাম বদলিয়ে করা হয় ‘Tanha’। সর্বশেষ গত ১৫ জুন বর্তমান নাম রাখা হয়। পেজটি মালয়েশিয়া থেকে একজন ব্যক্তি পরিচালনা করছেন। সাম্প্রতিক সময়ে উক্ত পেজ থেকে প্রচারিত একাধিক ভুয়া খবর(, ২, ৩, , ) শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

মূলত, সম্প্রতি ‘অনেক ছাত্রলীগের নেত্রীরা জনি সিংয়ের বাসায় যাওয়া আসা করে’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে, আলোচিত দাবিতে সময় টিভি কোনো ফটোকার্ড বা খবর প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই প্রযুক্তির সহায়তায় সময় টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে তৈরি আলোচিত ভুয়া এই ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

সুতরাং, অনেক ছাত্রলীগের নেত্রীরা জনি সিংয়ের বাসায় যাওয়া আসা করে শীর্ষক দাবিতে সময় টিভির লোগো ব্যবহার ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img