ফিলিস্তিন ইস্যুতে বেভারেজ পণ্য কোকাকোলা বয়কটের ক্যাম্পেইন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ৷ সম্প্রতি কোকাকোলার এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিতে খাবার টেবিলে সামনে খাবার নিয়ে দুইজনকে বসে থাকতে দেখা যায়৷ অন্যান্য খাবারের পাশাপাশি তাদের সামনে আলোচিত কোমল পানীয় কোকাকোলার দুইটি ক্যান পরিলক্ষিত হয়।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের খাবারের টেবিলে আলোচিত কোমল পানীয় কোকাকোলার ক্যান দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং, গত ৯ জুন সায়মা ওয়াজেদ জয় এর ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিকে এডিট বা সম্পাদনা করে খাবার টেবিলে কোকোকোলার ক্যান বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ধরে রাখা মোবাইলের উপর থাকা কোকাকোলার ক্যানটির অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়।
Indicated by Rumor Scanner
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর ফেসবুক অ্যাকাউন্ট ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ৯ জুন ‘A quick bite with Ma, ahead of Prime Minister Narendra Modi’s inauguration later today.’ ক্যাপশনে আপলোডকৃত মূল ছবিটি পাওয়া যায়।
Screenshot: Saima Wazed (Facebook) & Saima Wazed (Twitter)
সায়মা ওয়াজেদ পুতুলের আপলোড করা ছবিতে তার ও তার মায়ের সামনে কোকাকোলার ক্যান ছিল না।
Comparison: Rumor Scanner
অর্থাৎ, সায়মা ওয়াজেদ পুতুলের আপলোড করা ছবিটি এডিট বা সম্পাদনা করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি। উক্ত শপথ অনুষ্ঠানে মায়ের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।
আলোচিত ছবি প্রচার করা পেজ সম্পর্কে যা জানা গেল
𝐓𝐚𝐧𝐡𝐚 নামের পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩ সালের ১৭ নভেম্বর পেজটি চালুর পর এখন পর্যন্ত একাধিকবার নাম পরিবর্তন করা হয়েছে। শুরুতে ‘৭১’ চেতনা – Ekattor Catona’ নাম দেওয়া হলেও চলতি বছরের জানুয়ারিতে নাম বদলে রাখা হয় ‘Binodon – বিনোদন’। পরবর্তীতে ২২ মার্চ বর্তমান নাম রাখা হয়। পেজটি মালয়েশিয়া থেকে একজন ব্যক্তি পরিচালনা করছেন। সাম্প্রতিক সময়ে উক্ত পেজ থেকে প্রচারিত একাধিক ভুয়া খবর(১, ২) শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
মূলত, কোকাকোলা ইসরায়েলের পণ্য এমন অভিযোগ তুলে পণ্যটি বয়কটের ক্যাম্পেইন চলার মধ্যেই সম্প্রতি কোকাকোলার এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন নিয়েও চলছে সমালোচনা। এর প্রেক্ষিতে 𝐓𝐚𝐧𝐡𝐚 নামের একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর খাবার টেবিলে কোকাকোলার ক্যান দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত এই ছবিটি আসল নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মূল ছবিতে তাদের সামনে খাওয়ার টেবিলে কোকাকোলার ক্যান ছিল না। গত ৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল খাবার টেবিলে তার মাকে নিয়ে একটি ছবি তার ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আপলোড করেন। পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই ছবিটি সম্পাদনা করেই এতে কোকাকোলার ক্যান যুক্ত করে করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবারের টেবিলে কোকাকোলা ক্যান দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Facebook: Saima Wazed
- X (twitter): Saima Wazed
- সময় টিভি: ছবিতে মোদির হ্যাটট্রিক শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- Rumor Scanner’s Own Analysis