সম্প্রতি, সাখাওয়াত হোসেন নামক এক যুবককে উদ্ধৃত করে ‘সকল জনমত জরিপ বলছে জামায়াত ১৮০ আসনের বেশি পাবে’ শিরোনামে ইলেকট্রনিক সংবাদমাধ্যম এনটিভির ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘সকল জনমত জরিপ বলছে জামায়াত ১৮০ আসনের বেশি পাবে’ শিরোনামে সাখাওয়াত হোসেন নামক যুবককে উদ্ধৃত করে এনটিভি কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, এনটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি করে পর্যবেক্ষনে দেখা যায়, এতে এনটিভির লোগো রয়েছে এবং তারিখ হিসেবে ২১ অক্টোবরের কথা উল্লেখ রয়েছে।
উল্লিখিত তথ্যের সূত্র ধরে এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, অন্য কোনো সংবাদমাধ্যমে এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর খুলনায় এক অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে যে যে এলাকায় দায়িত্ব পালন করছি—আমাদের জন্য এত সুযোগ তৈরি হয়েছে, আমরা কোনোদিন কল্পনা করিনি। এত বড় শিপমেন্ট আমরা আগে কখনো দেখিনি। আমাদের বিশ্বাস করতে হবে আমরা অন্তত ১৬০টি আসন পাব। আমাদের আগে ছিল ১৮টি, সর্বোচ্চ ৫০টি।
সুতরাং, সাখাওয়াত হোসেন নামক যুবককে উদ্ধৃত করে ‘সকল জনমত জরিপ বলছে জামায়াত ১৮০ আসনের বেশি পাবে’ শিরোনামে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Ntv: Facebook Page
- Ntv: Website
- Ntv: YouTube
- Rumor Scanner’s analysis





