সুন্দরবনে জেলে নৌকায় বাঘের আক্রমণ দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার 

সম্প্রতি ‘সুন্দরবনে নৌকায় থাকা জেলেদের উপর বাঘের সরাসরি আক্রমণ’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুন্দরবনে জেলে নৌকায় বাঘের আক্রমণ দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি একটি ভিডিওকে আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন: বনের ভেতর থেকে বাঘ বের হওয়ার আগে থেকেই সেদিকে ক্যামেরা তাক করা, নৌকায় বাঘ আক্রমণ করলেও ভিডিও ধারণকারী ব্যক্তির নৌকাতেই অবস্থায় করে ভিডিও করা চালিয়ে যাওয়া ইত্যাদি। 

উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। 

Comparison: Rumor Scanner 

এছাড়া, বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে এ ধরনের ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। যদি ঘটনাটি সত্য হতো, তবে সংশ্লিষ্ট জেলেদের পরিচয় বা ঘটনার প্রমাণ সামনে আসার কথা ছিল। কিন্তু এ ক্ষেত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সুন্দরবনে জেলে নৌকায় বাঘের আক্রমণ দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img