সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি সংযুক্ত করে ‘জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা বলেছি তাতে আমি লজ্জিত এবং এর জন্য আমি ক্ষমা চাই’শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন ‘জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা বলেছি তাতে আমি লজ্জিত এবং এর জন্য আমি ক্ষমা চাই’।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা বলেছি তাতে আমি লজ্জিত এবং এর জন্য আমি ক্ষমা চাই’ শীর্ষক মন্তব্য করেননি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২৪ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ২৪ অক্টোবর ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যা’গের গু’ঞ্জন, যা বলল এনসিপি’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটিতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যা’গের গু’ঞ্জন, যা বলল এনসিপি’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা বলেছি তাতে আমি লজ্জিত এবং এর জন্য আমি ক্ষমা চাই’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। দুটি ফটোকার্ডে ব্যবহৃত নাসীরুদ্দীন ছবিটি অভিন্ন হলেও, এর ফ্রেম এবং স্কেলিংয়ে পার্থক্য রয়েছে। এছাড়া, ফটোকার্ড দুটির বাক্যে ব্যবহৃত ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার পদত্যাগের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে এনসিপি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত আমার দেশকে বলেছেন, নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সত্য নয়।
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও নাসীরুদ্দীন পাটওয়ারীর উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ তিনি এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্য সংবলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ‘জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা বলেছি তাতে আমি লজ্জিত এবং এর জন্য আমি ক্ষমা চাই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Nasiruddin Patwary: Facebook Profile
- Daily Amar Desh – Facebook Post
- Daily Amar Desh- নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website





