সম্প্রতি, ভূমিকম্পের পূর্বে মরক্কোর আকাশে রহস্যময় আলো দাবিতে দুইটি ছবি এবং একটি ভিডিও কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সময় টিভি (১), ঢাকা পোস্ট, পদ্মা টাইমস২৪, সময় টিভি (ইউটিউব) (২), জুম বাংলা, চ্যানেল২৪ (ইউটিউব)।
উক্ত দাবিগুলোতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ অন্যান্য অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভূমিকম্পের পূর্বে মরক্কোর আকাশে রহস্যময় আলো দাবিতে প্রচারিত দুইটি ছবি এবং একটি ভিডিও মরক্কোর নয় বরং পুরোনো ও ভিন্ন স্থানের দুইটি ছবি এবং সিজিআই পদ্ধতিতে তৈরি একটি ফুটেজকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
ছবি যাচাই ১
এই ছবিটি মরক্কোর ভূমিকম্পের পূর্বে আকাশের দৃশ্য দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন সময় টিভি, ঢাকা পোস্ট, পদ্মা টাইমস২৪।
কিন্তু ছবিটি মরক্কোর নয়।
এ বিষয়ে রিভার্স ইমেজ সার্চ করে মার্কিন সংবাদমাধ্যম CNN এর ওয়েবসাইটে গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। সিএনএন বলছে, ছবিটি ইকুয়েডরের গুওয়াকুইল নামক স্থানের।
অর্থাৎ, প্রচারিত ছবিটি মরক্কো নয়, ইকুয়েডরের।
ছবি যাচাই ২
এই ছবিটি মরক্কোর ভূমিকম্পের পূর্বে আকাশের দৃশ্য দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন সময় টিভি (ইউটিউব), জুম বাংলা।
কিন্তু এই ছবিটিও মরক্কোর নয়।
এ বিষয়ে CNN এর একই প্রতিবেদনেই এই ছবিটিও খুঁজে পাওয়া যায়। সিএনএন বলছে, ছবিটি মেক্সিকোর।
অর্থাৎ, প্রচারিত ছবিটি মরক্কো নয়, মেক্সিকোর।
ভিডিও যাচাই ১
এই ভিডিও ফুটেজটি মরক্কোর ভূমিকম্পের পূর্বে আকাশের দৃশ্য দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন চ্যানেল২৪ (ইউটিউব)।
কিন্তু দৃশ্যটি আসল নয়।
এ বিষয়ে অনুসন্ধানে টিকটকের একটি অ্যাকাউন্টে ২০২০ সালে প্রকাশিত একটি ভিডিওতে উক্ত ফুটেজটি খুঁজে পাওয়া যায়। এটিসহ উক্ত অ্যাকাউন্টের অন্য ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটিতে মূলত কম্পিউটার জেনারেটেড (CG) ভিডিও প্রকাশ করা হয়।
অর্থাৎ, আলোচিত ভিডিও ফুটেজটি বাস্তব না হলেও এটিকে মরক্কোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
মূলত, গত ৯ সেপ্টেম্বর মরক্কোর মধ্যাঞ্চলে ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় দুই হাজার জন মারা গেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন। উল্লিখিত ভূমিকম্পের পূর্বে মরক্কোর আকাশে রহস্যময় আলো দাবিতে দুইটি ছবি এবং একটি ভিডিও সাম্প্রতিক সময়ে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবি দুইটির একটি মেক্সিকোর এবং অন্যটি ইকুয়েডরের। তাছাড়া, একই দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়, যা সিজিআই পদ্ধতিতে তৈরি করে ২০২০ সালে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্পের দৃশ্য দাবিতে একাধিক পুরোনো ও ভিন্ন স্থানের ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রচারের প্রেক্ষিতে সেসব বিষয়ে ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, পুরোনো ও ভিন্ন স্থানের দুইটি ছবি এবং সিজিআই পদ্ধতিতে তৈরি একটি ফুটেজকে ভূমিকম্পের পূর্বে মরক্কোর আকাশে রহস্যময় আলো দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।