সম্প্রতি, একটি ভবন ধসের পড়ার ভিডিওকে মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখুন এটিএন বাংলা (ইউটিউব)।
একই দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভবন ধসের পড়ার ভিডিওটি মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্পের নয় বরং ২০২০ সালে দেশটিতে ভবন ধসে পড়ার একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ইউটিউবে BRJ INFOTV নামক চ্যানেলে ২০২০ সালের ০৬ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির (এটিএন বাংলা ২০-২৮ সেকেন্ড সময়ে) মিল খুঁজে পাওয়া যায়।
একই দিন প্রকাশিত আরেকটি ইউটিউব চ্যানেলেও একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়।
মরক্কোর সংবাদমাধ্যম Hespress এর ইউটিউব চ্যানেলেও একই ঘটনার ভিন্ন এঙ্গেল থেকে তোলা একটি ভিডিও একই দিন প্রকাশ করা হয়।
সেদিন (০৬ আগস্ট) Hespress এর ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মরক্কোর সাবাতা প্রদেশের ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বাসিন্দারাও বাড়িটি খালি করে ফেলার কথা ছিল সপ্তাহখানেকের মধ্যে। তার আগেই ভবনটি ধসে পড়ে।
অর্থাৎ, ভূমিকম্পের কারণে ভবনটি ধসের ঘটনা ঘটেনি।
মূলত, ২০২০ সালে মরক্কোর সাবাতা প্রদেশে একটি ভবন ধসে পড়ে। সেসময় ঐ ভবন ধসে পড়ার একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হয়। সম্প্রতি ঐ ভিডিওকে মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় ভবন ধসের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, মরক্কোয় ভবন ধসে পড়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BRJ INFOTV: خطير شاهد لحظة انهيار منزل في حي سباتا الدار البيضاء بالكامل
- Hespress: YouTube Video